হায়াতুস সাহাবা ৩য় খন্ড
হায়াতুস সাহাবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড। হযরত জারীর (রাঃ) বলেন, আমরা দিনের প্রথম ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসিয়াছিলাম । এমন সময় খালি গায়ে, খালি পায়ে পশমের ডোরাকাটা চাদর ও জুব্বা পরিহিত কিছু লোক ঘাড়ের উপর তলোয়ার ঝুলাইয়া উপস্থিত হইল। তাহাদের মধ্যে অধিকাংশই মুযার গোত্রের ছিল। বরং সকলেই মুযার গোত্রীয় ছিল।
তাহাদের উপবাসের অবস্থা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হইয়া গেল । তিনি ঘরে গেলেন (সম্ভবতঃ তাহাদেরকে খাওয়াইবার জন্য কিছু আনিত গেলেন। কিন্তু ঘরে কিছুই পাইলেন না অথবা নামাজের জন্য প্রস্তুত হইতে গেলেন। তারপর ঘর হইতে বাহির হইয়া হযরত বেলাল (রাঃ)কে হুকুম দিলেন এবং তারপর একামত দিলেন।
হায়াতুস সাহাবা এর সকল খন্ড দেখুনঃ
- হায়াতুস সাহাবা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- তাফসীরুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইয়া বয়ান করিলেন এবং এই আয়াত তেলাওয়াত করিলেনঃ “হে লোক সকল! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর। যিনি তোমাদেরকে একই প্রানী (আদম আঃ) হইতে সৃষ্টি করিয়াছেন এবং সেই প্রানী হইতে তাহার জোড়া (বিবি হাওয়াকে) সৃষ্টি করিয়াছেন এবং তাহাদের উভয় হইতে বহু নর নারী বিস্তার করিয়াছেন। আর তোমরা আল্লাহকে ভয় কর যাহার নামে তোমরা পরস্পরের নিকট (স্বীয় হকের) দাবী করিয়া থাক এবং আত্মীয়তা (এর বিনষ্ট করা) হইতে ও ভয় কর। নিশ্চয় আল্লাহ তোমাদের সকলের খবর রাখে”।
এবং সূরা হাশরের এই আয়াত তেলাওয়াত করিলেনঃ- আল্লাহ কে ভয় কর , আর প্রত্যেক মানুষ লক্ষ করা উচিত যে সে আগামীকালের জন্য (অর্থাৎ কেয়ামতের দিনের জন্য ) কি প্রেরণ করিয়াছে।
প্রত্যেক ব্যক্তির উচিত যে, সে তাহার দীনার (টাকা) হইতে দেরহাম হইতে, কাপড় হইতে, এক সা’ (সাড়ে তিন সের) গম হইতে বা এক সা’ খেজুর হইতে কিছু না কিছু সদকা করে। এমনকি তিনি ইহাও বলিলেন, খেজুরের একটি টুকরা হইলেও যেন তাহাই সদকা করে। (অর্থাৎ, যাহার নিকট বেশী আছে সে যেমন সদকা করে এবং যাহার নিকট কম আছে সেও যেন সদকা করে।)
নিচে হায়াতুস সাহাবা ৩য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল কিতাব বইয়ের ধরণঃ সাহাবায়ে কেরামদের জীবনী বর্ণনা বইয়ের সাইজঃ 87.6 MB প্রকাশ সালঃ ২০০৭ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী রহঃ অনুবাদঃ হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ