হৃদয়স্পর্শী শিক্ষনীয় কাহিনী pdf বই ডাউনলোড। হযরত সাহাবায়ে কেরামের প্রাণপ্রিয় ইবাদতগাহ মসজিদে নববী । সেখানে আল্লাহভক্ত মুমিন মুসলমানগণ আসেন, নামাজ পড়েন, প্ৰভু প্রেমের অকুল দরিয়ায় ডুব দিয়ে নানাবিধ বন্দিগীতে মশগুল হন । কখনো জিকির করেন, কখনো তিলাওয়াত করেন, আবার কখনো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী শ্রবণ করে জান্নাতে পৌঁছার সহজ সরল রাস্তা চিনে নেন, জেনে নেন।
মসজিদে নববীতে তখন কোন আলোর ঝলকানি ছিল না, ছিল না আকাশচুম্বী মিনার ও চোখ ধাঁধানো সুদর্শন গম্বুজ। মেঝেতে পাথরখন্ড বিছানো, খেজুর পাতার ছাউনি আচ্ছাদিত অনাড়ম্বর ও জাঁকজমকহীন এ মসজিদের ইমাম হচ্ছেন দোজাহানের সর্দার সায়্যিদুল মুরসালিন হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
একটু পূর্বে হযরত বিলাল (রা.) এর কন্ঠ চিরে বেরিয়ে এসেছে সুমধুর আযানের ধ্বনি।
আরও ইসলামিক বই দেখুনঃ
জামাতের সময় অত্যাসন্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সাহাবায়ে কেরাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘর থেকে বের হয়েছেন মসজিদে যাবার উদ্দেশ্যে। শান্ত-মন্থর গতিতে এগিয়ে চলছেন তিনি। কিন্তু হঠাৎ করে থেমে গেল তার চলার গতি। থমকে দাঁড়ালেন তিনি। ইতোমধ্যে তিনি পৌঁছে গেছেন মসজিদে নববীর প্রধান ফটকে ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকজন লোক খিলখিল করে হাসছেন। যার ফলে তাঁদের দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল। এ অবস্থা প্রত্যক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভারী হয়ে উঠলো। তিনি দারুন বিচলিত হলেন। ব্যথায় মুষড়ে পড়লেন। তাঁর অন্তর কেঁদে উঠল। দুচোখ ছাপিয়ে পানি এল। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, উহ! এদের মাঝে যে উদাসীনতার আভাস পাওয়া যাচ্ছে, তবে কি তাদের মাঝে পরকালের ভাবনার কমতি রয়েছে?
তারা কি ভুলে গেছে কবরের কথা, কবরের নির্মম শাস্তির কথা? না, এমন হলে তো চলবে না । এর একটা সংশোধন এখনই প্রয়োজন । বিশ্ব মানবতার একান্ত হিতৈষী চিরকল্যাণের আধার, অতি দরদী মানব ও আদর্শ শিক্ষক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তাদের এ অবস্থার সংশোধন করতে। তাই তিনি সমবেত সাহাবীগণকে সম্বোধন করে বললেন, হে আমার প্রাণের সাহাবাগণ! তোমরা বেশী করে মৃত্যুর কথা স্মরণ কর।
মনে রেখো। যদি তোমরা বেশী পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে তবে তোমাদেরকে আজকে যে অবস্থায় পেয়েছি সে অবস্থায় কখনোই পেতাম না। এমন একদিনও যায় না যেদিন কবর এ বলে ফরিয়াদ না করে, আমি অপরিচিত ঘর, নির্জন ঘর, মাটির ঘর, পোকা মাকড়ের ঘর, কীট পতঙ্গের ঘর।
নিচে হৃদয়স্পর্শী শিক্ষনীয় কাহিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.22 MB |
প্রকাশ সাল | ২০০৪ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুফিজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |