হৃদয়ের দিনলিপি pdf বই ডাউনলোড। ইসলামি জগতে বিস্ময়কর এক ব্যতিক্রম গ্রন্থের নাম- বা হৃদয়ের দিনলিপি। হৃদয় ফানা করা এক গ্রন্থ। ইলম, ইবাদত, মুআমালা, মুআশারা, তালিম, তাযকিয়া ও তাসাওউফ সব মিলেমিশে যেন একাকার হয়েছে এই গ্রন্থে।
কী বিস্ময়কর মহিমা নিয়েই না আমাদের হৃদয়জগতের খোরাক জগিয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী এবঙ আজও কত জীবন্ত, সতেজ, দরদি এবং আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক! বিশ্বের বহু মানুষ এই গ্রন্থটি নিয়ে আলোচনা করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তারুণ্যের প্রতি হৃদয়ের তপ্ত আহবান pdf বই ডাউনলোড
- কোমল হৃদয়ের ক্রন্দন pdf বই ডাউনলোড
- শেষরাত্রির গল্পগুলো pdf বই ডাউনলোড
- বন্ধন pdf বই ডাউনলোড
- হিসনুল মুসলিম pdf বই ডাউনলোড
এর বিস্ময়কর প্রভাব ও উপযোগিতার কথা বলেছেন। এটি একটি নিদারুণ নিরুত্তাপ উদাসীন হৃদয়কেও করে তোলে জাগ্রত উন্নত ও প্রত্যয়দীপ্ত। উদ্বেল উচ্ছল ঢেউ ওঠে জীবনের মৃত সাগরেও। এই গ্রন্থ অধ্যায়নের আগে ও পরে মানুষ কখনো এক থাকতে পারে না সম্ভব নয়। নিচে আর কিছু আলোচনা করা হলো।
অনেক সময় কিছু কিছু বিষয় সামনে আসে এবং সে ব্যাপারে আমার হৃদয়ে অনেক রকম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ভেসে ওঠে। কিন্তু সেগুলো যখন আর সামনে থাকে না মনের মধ্যে উদ্ভাসিত সেই কথাগুলোও তখন হারিয়ে যায়। পরে সেভাবে আর মনে আসে না।
এ কারণে মানুষের জন্য উত্তম কাজ হলো তার মনে কখনো কোনো ভালো বিষয়ের উদয় হলে সেটা লিখে রাখা- যাতে পরে সেগুলো ভুলে না যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ তোমরা লেখার মাধ্যমে ইলমকে সংরক্ষণ করো। এভাবে কত বিষয় হৃদয়ের কোণে উদিত হয় কিন্তু নিজের অলসতা ও উদাসীনতার কারণে সেগুলো তখন লিখে রাখা হয় না। পরে ভুলে যাই। তখন ভীষণ আফসোস হয়।
এছাড়া আমার ক্ষেত্রে যেটা হয় আমি যখন চিন্তার দৃষ্টিতে কোনো বিষয় নিয়ে ভাবি, মাথার মধ্যে অগণিত আশ্চর্য সব ভাবনা ও বিশ্লেষণ এসে ভিড় করে। বোধ, বিশ্বাস ও চেতনার এক বিশাল ভান্ডার যেন আমার সমুখে খুলে যায়। অবশেষে ভেবে দেখলাম এ বিষয়ে আর অলসতা বা উদাসীনতা দেখানো ঠিক হবে না। হৃদয়ের কথাগুলো লিখতে শুরু করলাম। এবং কিতাবটির নাম রাখলাম সইদুল খাতির হৃদয়ের রক্ষিত কথামালা। হৃদয়ের দিনলিপি। অন্তরের কথকতা। আল্লাহ তাআলাই সকল কল্যাণদাতা। তিনি মানুষের অতি নিকটবর্তী এবঙ আহ্বানে সাড়াদানকারী।
নিচে হৃদয়ের দিনলিপি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল ইসলাম |
বইয়ের ধরণঃ | আমল বিষয়ক |
বইয়ের সাইজঃ | 21.2 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি তকি উসমানি |
অনুবাদকঃ | মাওলানা ইবরাহিম খলিল |