হৃদয় জুড়ানো সালাত pdf বই ডাউনলোড। পাচঁ ওয়াক্ত সালাত আদায় করতে একজন মুসলিমের কমপক্ষে ১ঘন্টা সময় লাগে। এখন কোনো অবিশ্বাসী বস্তুবাদী মন চাইলে হিসেব কষে বের করে ফেলতে পারবে তাহলে তো মুসলিমদের বিলিয়ন বিলিয়ন কর্মঘন্টা ব্যয় হয়ে যায় এই এক সালাতেই। জ্ঞানবিজ্ঞান বা প্রগতিতে তারা অবদান রাখবে কিভাবে?
পৃথিবীকে জ্ঞানবিজ্ঞানের পথ দেখিয়েছে এই মুসলিমরাই। তারা যেকোনো হিসাবেই আমাদের চেয়ে বেশি নামাজি ছিলেন। সালাত এবং অন্যান্য ইবাদতে নিরত থেকেই তারা পৃথিবীর শাসন করেছেন। অতএব সালাত পড়ার কারণে নয়, আমরা বরং সালাত ঠিকমত আদায় না করার কারণেই পিছিয়ে পড়ছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- যে সালাতে হৃদয় গলে pdf বই ডাউনলোড
- হৃদয় সম্প্রসারণ pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
- সালাতের পর দোয়া পিডিএফ ডাউনলোড
- রাতের সালাত pdf বই ডাউনলোড
সবাই কমবেশি হতাশ। কেউ সিনেমা-মিউজিক, কেউ-বা নেশায় মত্ত থেকে হতাশা ভুলে থাকতে চায়। ভুলে থাকা আর অতিক্রম করা এক নয়। তাই তো নেশা কেটে গেলে তাদের হতাশা আরো বেড়ে যায়। মুসলিমরা সালাতের মাধ্যমে হতাশাকে জয় করে আল্লাহর সাথে তাদের সম্পর্ককে করে আরো মজবুত।
আবদিয়ত বা দাসত্ব মানুষের রক্তে মেশানো। জগতের সবাই পূজায় ব্যস্ত। কেউ কল্পিত দেব-দেবীর, কেউ চন্দ্রসূর্যর, কেউ আগুন-পানির আর কেউ বা উপাসনা করছে অন্যনামের ভিন্ন কিছুর একমাত্র মুসলিমরাই সেই সত্তার ইবাদত করে, যিনি উপাসনার প্রকৃত হকদার। সালাতের সাথে তাই অন্যকিছুর আসলে তুলনাই চলে না।
দুঃখের কথা হলো, আমাদের সালাত হয়ে পড়েছে প্রাণহীন। ফলে আমরা আমাদের যাপিত জীবনে সালাতের প্রভাব দেখতে পাই না। সালাতের প্রাণ খুশুখুযু। সালাতে কীভাবে খুশুখুযু ফিরিয়ে আনা যায়, তা সবিস্তারে আলোচনা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। খুশুখুযু ছাড়া সালাত যেন কেবল যান্ত্রিক ওঠাবসা। সালাতের প্রতিটি পর্বে কীভাবে খুশুখুযু ধরে রাখা যায়, তার সংক্ষিপ্ত অথচ গোছালো এবং পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে এই বইয়ে।
সালাত-মুসলিম-জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এ বিষয়ে আমাদের সবার বিস্তারিত জানা উচিত। সালাত বিষয়ে সমকালীন প্রকাশন থেকে খুশুখুযু এবং হাইয়া আলাস সালাহ নামে আরো দুটি বই ইতঃপূর্বে প্রকাশিত হয়েছে। সালাহ বিষয়ে পাঠকের চাহিদা পূরণে এই বইগুলো কাজে দিবে, ইনশাআল্লাহ।
নিচে হৃদয় জুড়ানো সালাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | সলাত বিষয়ক |
বইয়ের সাইজ | 20.0 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ মিশারি আল খাররাজ |
বইয়ের অনুবাদকঃ | আশিক আরমান নিলয় |