হৃদয় সম্প্রসারণ
হৃদয় সম্প্রসারণ pdf বই ডাউনলোড। জেনে রাখা ভালো যে মুসলিমদের মধ্যে যখন বিদআত , মাকরুহ , হালাল ও হারাম ইত্যাদি নিয়ে মতভেদ দেখা দেয় তখন তা মিমাংসার জন্য আল্লঅহর কিতাব ও তার রসুলের সুন্নাতের আশ্রয় গ্রহণ ওয়াজিব ।
মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ’এর যুগ থেকে বর্তমান ত্রয়োদশ শতাব্দি পর্যন্ত পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মুসলিম এ বিষয়ে একমত যে আইম্মায়ে মুজতাহিদীনের মধ্যে ধর্মীয় যে কোন ব্যাপারে মতানৈক্য দেখা দিলে তার মিমাংসার জন্য অবশ্যই আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাতের কাছে সোপর্দ করতে হবে ।
আরও দেখুনঃ মহান আল্লাহর মারিফাত pdf বই ডাউনলোড
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন “তোমাদের মধ্যে কোন বিষয়ে মতভেদ ঘটলে তা পেশ করো আল্লঅহ ও রাসূলের কাছে । (সূরাঃ আন নিসা -৫৯ ) আল্লাহর কাছে পেশ করার অর্থ তার মহান কিতাবের আশ্রয় নেয়া । রাসূলের কাছে পেশ করার অর্থ তার মৃত্যুর পর তার সুন্নাতের আশ্রয় নেয়া ।
এটাই এমন এক ব্যাপার যাতে কোন মুসলিমেরই মতভেদ নেই । যখন কোন মুজতাহিদ বলেন : এটা হালাল , অন্যজন বলেন হারাম, তখন বুঝতে হবে সত্য নিরুপণে তারা একে অপর থেকে যোগ্যতর নন যদিও বা তাদের মধ্যে কোন একজন অন্যের তুলনায় অধিকতর জ্ঞানী , বয়োজ্যেষ্ঠ বা প্রবীন ।
আরও দেখুনঃ কিতাবুত তাওহীদের ব্যাখ্যা pdf বই ডাউনলোড
উভয়েই আল্লাহর একজন বান্দা মাত্র । আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাত মুতাবেত তিনি একজন ইবাদত কারী। অন্যান্য বান্দার কাছে আল্লাহর যা কাম্য তার নিকটও ঠিক তাই কাম্য । তার অর্জিত ইলম , ইজতিহাদের স্থরে উপনিত হওয়া বা সীমাতিক্রম পর্যায়ে পোছে গেলেও তার উপর থেকে আল্লাহ কর্তৃক বান্দার প্রতি আরোপিত কোন বিধি -নিষেধ রহিত হয়ে যায় না ।
বিধি আরোপকৃত বান্দাদের উর্ধ্বে তিনি নন বরং আলেমের ইলম যতই বৃদ্ধি পায় তার দায় দায়িত্বও অন্যের তুলনায় সে অনুপাতে বেড়ে যায় । তাই যদি না হত তাহলে বান্দার প্রতি প্রদত্ত আল্লাহর বিধানাবলীর ব্যাখ্যা – বিশ্লেষণপূর্বক দিক নির্দেশনা দেয়ার দায়িত্ব আল্লাহ তাদের উপর চাপিয়ে দিতেন না ।
আরও দেখুন। শিরকবিহীন ঈমানের মর্যাদা pdf বই ডাউনলোড
নিচে হৃদয় সম্প্রসারণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.00 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম মুহাম্মাদ বিন আলী আশ-শাওকানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ