হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড। ধর্ম হিসেবে ইসলাম তিনটি বিষয়ের সমষ্টি: ১. ধর্মের বিধি-নিষেধ সম্পর্কিত জ্ঞান অর্জন, ২. সেগুলোকে অন্তরের গভীর থেকে বিশ্বাসকরণ এবং ৩. সেগুলো কর্মে বাস্তবায়ন। একজন মানুষ প্রকৃত মুসলিম তখনই হতে পারবে, যখন সে জানবে আল্লাহ তাআলা মুহাম্মাদ সা, কে দুনিয়ার নবী বানিয়ে পাঠিয়েছেন ।
এমন এক সময়, যখন নবীদের দাওয়াত না থাকার কারণে সমাজে ছড়িয়ে পড়েছিল জাহিলিয়্যাতের ঘোর অন্ধকার। তিনি নবী সা.কে দিয়েছেন সর্বজনীন ও সর্বকালীন শরীয়ত ও জীবনব্যবস্থা। যে শরীয়ত তার অনুসারীদেরকে দান করেছে দুনিয়া- আখেরাতের সুখময় জীবন।
আরও দেখুনঃ ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই ডাউনলোড
যে জীবনব্যবস্থাকে আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন বিশ্ববাসীর সুখ, শান্তি ও কল্যাণের জন্য। যার মাধ্যমে তিনি মানুষকে দেখিয়েছেন সরল ও সুন্দর পথ। আল্লাহ তাআলা নবী সা.-এর কাছে পাঠিয়েছেন মহাগ্রন্থে আল-কুরআন। যার সবকিছু অতীব গুরুত্বপূর্ণ ও বাঞ্চিত। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই স্থান পায়নি সেখানে। আল-কুরআন হলো কালামুল্লাহিল কাদিম (আল্লাহর অবিনশ্বর গ্রন্থ।
নবী মুহাম্মাদ সা.-এর আগমের মাধ্যমে শেষ হয় নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা। তাই মুহাম্মাদ সা.-এর পরে আর কোনো নবী আসবেন না। সে আরও জানবে ও বিশ্বাস করবে কিতাবুল্লাহ ও সুন্নাতননবী হলো ইসলামের মূল স্তম্ভ ও হেদায়েতের বাতিঘর।
আরও দেখুনঃ আল কুরআনের শৈল্পিক সৌন্দর্য pdf বই ডাউনলোড
সুতরাং কুরআনে যা-কিছু বিবৃত হয়েছে সহীহ হাদীসে যা বর্ণিত হয়েছে সেসব কিছুই ইসলামের মূল উৎস। এর বাইরে যা-কিছু আছে, যেমন বেদআতড়ায়াকে একদল লোক দ্বীনের অংশ বানিয়ে নিয়েছে কিংবা দ্বীনের মধ্যে এমন কোনো বিষয়ের সংযোজন করছে, যা কুরআনে নেই, হাদীসেও বর্ণিত হয়নি এবং যার উপর উলামায়ে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়নি ।
এবং কুরআন ও হাদীসের উপর ভিত্তি করেও তা বলা হয়নি। সেগুলো আদৌ দ্বীনের অংশ নয়। প্রকৃত মুসলিম আরও জানবে এবং বিশ্বাস করবে, ইসলামের সাথে দুনিয়ার অন্যকোনো ধর্মের মুশাবাহাত বা সাদৃশ্য-সামঞ্জস্য নেই। অন্যসব ধর্মকে ইসলামের সাথে তুলনা করবে না। কেননা, ইসলাম হলো একধারে ধর্ম, জীবনব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থ ও উত্তম চরিত্রবিধান।
আরও দেখুনঃ আল্লাহর দল ও শয়তানের দল pdf বই ডাউনলোড
নিচে হে আমার মুসলিম ভাই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হপ হপ প্রকাশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 11.1 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ ডা. আলী তানতাবী অনুবাদঃ মাওলানা মাহমুদ আহমাদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ