হ্যাপি থেকে আমাতুল্লাহ pdf বই ডাউনলোড। হ্যাপী থেকে আমাতুল্লাহ বইটি একজন সাবেক অভিনেত্রীর সাক্ষাৎকার। মে মাসের এক সূর্যরাঙা সকালে আমরা তার বাসায় তার মুখোমুখি হয়েছিলাম একগাদা প্রশ্ন হাতে।
আনন্দঘন সেই সাক্ষাতে তাঁকে আমরা একের পর এক প্রশ্ন করেছি। তাঁর পরিবার, ক্যারিয়ার, আগের জীবন, বর্তমান জীবন, সংসার, স্বামী, তাঁর স্বপ্ন ও ভবিষ্যৎ-পরিকল্পনা সম্পর্কে ক্রমাগত প্রশ্ন করেছি। আল্লাহর এই বান্দি আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন অবলীলায়, অকপটে। কোনো কৃত্রিমতা বা ভণিতার আশ্রয় নেন নি।
যেমন আমরা তাকে প্রশ্ন করেছি, “আপনি আপনার সন্তানকে নিয়ে কী স্বপ্ন দেখেন?”
উত্তরে তিনি বলেন, “আমি আমর সন্তান নিয়ে এ স্বপ্ন দেখি যে, আমি যদি আমার আমলের কারণে হাশরের ময়দানে নাজাত না পাই, যদি ফুলসিরাত পার হতে না পরি তা হলে ওরা যেন আমার নাজাতের উসিলা হয়। আমার খুব ইচ্ছে – ওরা হবে হাফেজ, আলেম, কারী, মুফতি, মুহাদ্দিস।
আমি যেন ওদেরকে দ্বীনদার সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। দেখা গেল, আখেরাতের ময়দানে আমি আমার আমল দিয়ে নাজাত পাচ্ছি না। তখন যেন ওরা আমার হাত ধরে এই কঠিন দুঃসময় থেকে আমাকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেয়।
আমরা আলোচনার সুবিধার্থে সাক্ষাৎকারটিকে তিনটি ভিন্ন পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা তাঁর প্রাথমিক পরিচয় জানতে চেয়েছি।
দ্বিতীয় পর্বে আমরা তাঁর একান্ত ব্যক্তিগত কিছু বিষয় সম্পর্কে জানতে চেয়েছি।
আর তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি, তাঁর বর্তমান জীবন, তাঁর দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ-পরিকল্পনা সম্পর্কে। আমরা মনে করি, তিন পর্বের এই ধারাবাহিক সাক্ষাৎকার পাঠকবর্গের হাতে তাঁর জীবনের আদ্যোপান্ত মেলে ধরবে।
প্রশ্ন উত্তর বিষয়ক আরও ইসলামিক বই দেখুনঃ
- হ্যাপী থেকে আমাতুল্লাহ pdf বই ডাউনলোড
- অতি গুরুত্বপূর্ণ কতিপয় জিজ্ঞাসা pdf বই ডাউনলোড
- রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন pdf বই ডাউনলোড
- জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন pdf বই ডাউনলোড
তাঁর কথা গুলো সত্যি আমাদের হৃদয় ছুয়েছে। সাক্ষাৎকারটি নেওয়অর মাধ্যমে আমরা বুঝেছি, আমাদের সমাজব্যবস্থা এমন যে, এখানে একটি মেয়ৈ চাইলে খুব সহজে “হ্যাপি” হয়ে বেড়ে উঠতে পারবে। গোটা সমাজ তাকে তরতর করে এগিয়ে দেবে।
কিন্তু একটা মেয়ে যদি ‘আমাতুল্লাহ’ হতে চায়, বা ‘হ্যাপি” থেকে “আমাতুল্লাহ’ হতে চায় তাহলে আমাদের সমাজ তাকে পদে পদে আচকে রাখবে। তার পথ আগলে দাঁড়াবে। তার চলার পথ সংকুচিত করে দেবে। তার পথের ওপর কাঁটা বিছিয়ে রাখবে।
হয়তো অন্ধকার থেকে আলোর পথে উঠে আসার সেই পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু ওপথ বড্ড বিপৎসংকুল। বড় বেশি কাঁটাভরা।
নিচে হ্যাপি থেকে আমাতুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 31 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাদিকা সুলতানা সাকী |
অনুবাদঃ |