১০১ সূরা কারিয়াহ আরবী ও বাংলা অর্থ সহ
**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১ | الْقَارِعَةُ
করাঘাতকারী, |
২ | مَا الْقَارِعَةُ
করাঘাতকারী কি? |
৩ | وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? |
৪ | يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত |
৫ | وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত। |
৬ | فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ
অতএব যার পাল্লা ভারী হবে, |
৭ | فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
সে সুখীজীবন যাপন করবে। |
৮ | وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
আর যার পাল্লা হালকা হবে, |
৯ | فَأُمُّهُ هَاوِيَةٌ
তার ঠিকানা হবে হাবিয়া। |
১০ | وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
আপনি জানেন তা কি? |
১১ | نَارٌ حَامِيَةٌ
প্রজ্জ্বলিত অগ্নি! |
আরও দেখুনঃ
- ১০২ সূরা তাকাসুর আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৬ সূরা কুরাইশ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৯ সূরা কাফিরুন আরবী ও বাংলা অর্থ সহ
- ইসলামে হালাল ও হারাম pdf বই ডাউনলোড
- সিয়ামের বিধান ও মাসায়েল pdf বই ডাউনলোড
- তাবলীগ আমার কাজ pdf বই ডাউনলোড
- ১০১ মাদানী ফুল pdf বই ডাউনলোড
- হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।