১০২ সূরা তাকাসুর আরবী ও বাংলা অর্থ সহ
**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।3
radio[23]
১ | أَلْهَاكُمُ التَّكَاثُرُ
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, |
২ | حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। |
৩ | كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। |
৪ | ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। |
৫ | كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে। |
৬ | لَتَرَوُنَّ الْجَحِيمَ
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, |
৭ | ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, |
৮ | ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। |
আরও দেখুনঃ
- ১০৩ সূরা আসর আরবী ও বাংলা অর্থ সহ
- প্রশ্নোত্তরে সিয়াম pdf বই ডাউনলোড
- ১০৬ সূরা কুরাইশ আরবী ও বাংলা অর্থ সহ
- ইসলামে হালাল ও হারাম pdf বই ডাউনলোড
- সিয়ামের বিধান ও মাসায়েল pdf বই ডাউনলোড
- সিয়ামের প্রস্তুতি ও মাসায়েল pdf বই ডাউনলোড
আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।