১০৯ সূরা কাফিরুন আরবী ও বাংলা অর্থ সহ
**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১ |
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
বলুন, হে কাফেরকূল, |
২ |
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। |
৩ |
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি |
৪ |
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। |
৫ |
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। |
৬ |
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। |
আরও দেখুনঃ ১১০ সূরা নাসর আরবী ও বাংলা অর্থ সহ
আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।