১১৮৭ টি গানিতিক সূত্র pdf বই অংক বা গণিত শেখার শেষ নেই। সাধারণত দেখা যায় মাধ্যামিক স্তরের ছাত্র-ছাত্রীরা অংক করার সময় প্রায়ই অংকের সূত্রগুলি প্রায়ই ভুলে যায়। তাই তাদের আবার সূত্রগুলিকে এক স্থানে লিখে তা তাদের পড়ার টেবিলে বা সামনে রেখে দেয় এবং সব সময়ই চোখ বোলায়, যাতে করে সূত্রগুলি যেন মনে থাকে। তাছাড়া বার বার বই উল্টানোও অসহ্য মনে করেন।
আপনি চাইলে গণিতের সকল সূত্র App ডাউনলোড করতে পারেন টি Google Play Store থেকে।
তাই অনেকে গাণিতিক সূত্রের উপর একটি ভালো মানের বইয়ের অভাব অনুভব করে তাকেন। বাজারে যেসব সূত্রের বই পাওয়া যায় তা অনেকটাই গভীর বা উচ্চতর শ্রেণীর জন্য সহায়ক নয়। বর্তমান বইটিতে সেই অভাবকেই পূরণ করার চেষ্টা করা হয়েছে।
সহস্র গাণিতিক সূত্র বইটিতে যেই বিষয়গুলির উপর সবচেয়ে বেশী ফোকাস করা হয়েছেঃ
পাটিগণিত |
বীজগণিত |
ক্যালকুলাস |
জ্যামিতি |
ত্রিকোণোমিতি |
পরিমিতির |
গুরুত্বপূর্ণ সূত্রাবলী একত্রে সাজানো হয়েছে। মাধ্যামিক, উচ্চমাধ্যমিক হতে শুরু করে উচ্চ পর্যায়ে যেসকল ছাত্র-ছাত্রী অধ্যায়নরত বা গণিতের উচ্চতর পর্যায়ে অধ্যায়ন করতে আগ্রহী তাদের জন্য বইটি অনেক উপকারে আসবে বলে মনে করি। এখানে প্রসঙ্গত একটি কথা বিশেষভাবে বলে রাখি, গণিতের অনেক শব্দের বাংলা প্রতিশব্দ পাওয়া কঠিন তদুপরী যতদূর সম্ভব মূল ইংরেজী শব্দের বাংলা প্রতিশব্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুনঃ জার্মানি ভিসা রিফিউজাল বা রিজেক্ট খেলে কি করবেন?
নিচে ১১৮৭ টি গানিতিক সূত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
মূল লেখকঃ অনুবাদঃ প্রথম প্রকাশঃ সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ গণিতের সূত্র সাইজঃ ৩.৪২ mb প্রকাশকঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
গণিতের সকল সূত্র App ডাউনলোড করুন Google Play Store থেকে।
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ