২৪ ঘন্টায় রাসূলের ১০০০ সুন্নাত
২৪ ঘন্টায় রাসূলের ১০০০ সুন্নাত pdf বই ডাউনলোড। ২৪ ঘন্টা ব্যবহারিক জীবনে আমলযোগ্য রাসূলুল্লাহ সাঃ এর ১০০০ সুন্নাত বইয়ের আলোচ্য উদ্দেশ্য হলো একজন মুসলিম তার দৈনন্দিন জীবনে রাসূলের সুন্নাত অনুসরণ করে পথ চলতে সাহায্য করা।
আপনি চাইলে রাসূলের ১০০০ সুন্নাত App ডাউনলোড করতে পারেন Google Play Store থেকে
আর রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাত অনুসরণের মাধ্যমেই দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। কেননা রাসূলুল্লাহ সাঃ এর কথা, কাজ ও সমর্থনের মাধ্যমে যে সকল আমল প্রমাণিত হয়েছে তা দ্বারা একজন মুসলমান সকাল থেকৈ সন্ধ্যা পর্যন্ত সুন্নাতি জীবন অতিবাহিত করতে পারেন।
রাসূল সাঃ ও তাঁর সুন্নাত বিষয়ক আরও বই দেখুনঃ
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই
- ১২ ঘন্টায় কুরআন শিক্ষা pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন pdf বই ডাউনলোড
- রাসুল সাঃ এর ২৪ ঘন্টা pdf বই ডাউনলোড
- ২৪ ঘন্টার আমল pdf বই ডাউনলোড
- ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা pdf বই ডাউনলোড
যূননুন মিসরী রহঃ বলেনঃ
“আল্লাহকে ভালোবাসার নিদর্শন হলো তাঁর রাসূল সাঃ যা বলেছেন, যা করেছেন এবং যাতে সম্মতি দিয়েছেন তা করা আর যাতে নিষেধ করেছেন তা না করা ”
আল্লাহ তায়ালা বলেন,
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ
বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। (আলে ইমরান:৩১)
আরও দেখুনঃ বুস্তানুল মুহাদ্দিসীন pdf বই
রাসূল সাঃ এর প্রতি ভালোবাসার নিদর্শন কি?
হাসান আল বসরী রহঃ বলেন, ‘বান্দার আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন হচ্ছে তাঁর নবী সাঃ এর সুন্নাহর প্রতি তাদের আমল বা অনুগামিতা’। ঈমানদারদের মর্যাদাকে পরিমাপ করা হয় তাঁর নবীর সুন্নাহর অনুসরণ অনুযায়ী। আল্লাহর নিকট সেই অতি প্রিয় যে তাঁর রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাহ অনুসরণে যত বেশী অগ্রগামী।
এই জন্যই আমি এটিকে সংকলন করেছি যাতে মুসলিমদের কাজকর্মে নবী করীম সাঃ এর সুন্নাহকে পুনর্জাগরিত করা যায়। তাদের দৈনন্দিন জীবন, ইবাদত, ঘুম, পনাহার, লোকদের সাথে আচার -আচরণ, পবিত্রতা, ঘরে প্রবেশ এবং বাইরে যাওয়অ, পোশাক পরিধান এবং বাকি অন্যান্য ক্ষেত্রে।
আরও দেখুনঃ দাকায়েকুল আখবার pdf বই
এটা আশ্চর্যের বিষয় যে, যদি আমাদের কেউ কিছু অর্থ হারায় সে কত মনোযোগ দেয় এবং এই ব্যাপারে কত চিন্তিত হয় ও কত চেষ্টা করে এটাকে খুঁজে পাওয়ার জন্য। অথচ কত সুন্নাহ আমাদের জীবনে আমরা হারাচ্ছি? এটা কি আমাদেরকে চিন্তিত করে? আমরা কি এগুলোকে আমাদের জীবনে ফিরিয়ে আনতে মুজাহাদা বা চেষ্টা সাধনা করি? সমস্যা হচ্ছে আমরা টাকা-পয়সাকে সুন্নাহর চাইতে বেশী প্রাধান্য দিই।
নিচে ২৪ ঘন্টায় রাসূলের ১০০০ সুন্নাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সোনালী সোপান প্রকাশন বইয়ের ধরণঃ রাসূল সাঃ এর ১০০০ সুন্নাত বইয়ের সাইজঃ 19.6 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ শাইখ খালীল আল হোসেনান অনুবাদঃ ড. শাহ মুহাম্মদ আব্দুর রহীমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
রাসূলের ১০০০ সুন্নাত App ডাউনলোড করুন Google Play Store থেকে । ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ