5
(2)

ন্তানের কী নাম রাখা হবে তা এই পোস্টে উল্লেখিত অর্থসহ মেয়েদের ইসলামিক নাম ৫২৭ টি শিশুর নাম থেকে নির্বাচন করতে পারবেনকিন্তু সঠিক নাম বাছাই করে নেওয়া সত্যিই গুরুত্বপূর্ণশিশুর নাম রাখা নিয়ে নানা দেশে নানারকমের রীতি নীতি চালু আছে। এসব রীতি আবহমান কাল ধরেই প্রচলিত। কোন কোন দেশে এবিষয়ে আইনও আছে। এসব আইনে শিশুর জন্যে কী ধরনের নাম বাছাই করা যাবে না তার কিছু ইঙ্গিতও দেয়া আছে। শুধু কী নাম হবে সেটাই নয়, নাম রাখার কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়াও আছে।

মেয়েদের ইসলামিক নাম

শিশুর জন্মের পর তার জন্য একটি সুন্দর ইসলামিক নাম রাখা প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য। মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদের ন্যায় বাংলাদেশের মুসলমানদের মাঝেও ইসলামী সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সাথে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ দেখা যায়।

এজন্য তাঁরা নবজাতকের নাম নির্বাচনে পরিচিত আলেম-ওলামাদের শরণাপন্ন হন। তবে সত্যি কথা বলতে কী এ বিষয়ে আমাদের পড়াশুনা অতি অপ্রতুল। তাই শিশুর ইসলামী নাম রাখার আগ্রহ থাকার পরও অজ্ঞতাবশত আমরা এমনসব নাম নির্বাচন করে ফেলি যেগুলো আদৌ ইসলামী নামের আওতাভুক্ত নয়। শব্দটি আরবী অথবা কুরআনের শব্দ হলেই নামটি ইসলামী হবে তাতো নয়।

কুরআনে তো পৃথিবীর নিকৃষ্টতম কাফেরদের নাম উল্লেখ আছে। ইবলিস, ফেরাউন, হামান, কারুন, আবু লাহাব ইত্যাদি নাম তো কুরআনে উল্লেখ আছে; তাই বলে কী এসব নামে নাম রাখাসমীচীন হবে!? তাই এ বিষয়ে সঠিক নীতিমালা আমাদের জানা প্রয়োজন।

আরও দেখুনঃ ফাইভার গিগ র‍্যাংকিং টিপস

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে- আব্দুল্লাহ (আল্লাহর বান্দা) ও আব্দুর রহমান (রহমানের বান্দা)।” [সহীহ মুসলিম]

এ নামদ্বয় আল্লাহর প্রিয় হওয়ার কারণ হল- এ নামদ্বয়ে আল্লাহর উপাসনার স্বীকৃতি রয়েছে। তাছাড়া আল্লাহর সবচেয়ে সুন্দর দুটি নাম এ নামদ্বয়ের সাথে সমন্ধিত আছে। একই কারণে আল্লাহর অন্যান্য নামের সাথে আরবী আব্দ’ (বান্দা) শব্দটিকে সমন্ধিত করে নাম রাখাও উত্তম। ব্যক্তির নাম তাঁর স্বভাব চরিত্রের উপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলে।

শাইখ বাকর আবু যায়েদ বলেন, “কাকতালীয়ভাবে দেখা যায় ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল থাকে। এটাই আল্লাহর তাআলার হেকমতের দাবী। যে ব্যক্তির নামের অর্থে চপলতা রয়েছে তার চরিত্রেও চপলতা পাওয়া যায়। যার নামের মধ্যে গাম্ভীর্যতা আছে তার চরিত্রের মধ্যে গাম্ভীর্যতা পাওয়া যায়। খারাপ নামের লোকের চরিত্রও খারাপ হয়ে থাকে, আর ভাল নামের লোকের চরিত্রও ভাল হয়ে থাকে।” [তাসমিয়াতুল মাওলুদ-বকর আবু যায়দ ১/১০, তুহফাতুল মাওদুদ-ইবনুল কাইয়্যেম ১/১২১]

আমাদের দেশে শিশুর জন্মের পর মেয়েদের ইসলামিক নাম রাখা নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যায়। দাদা এক নাম রাখলে নানা অন্য একটা নাম পছন্দ করেন। বাবা-মা শিশুকে এক নামে ডাকে। খালারা বা ফুফুরা আবার ভিন্ন নামে। এভাবে একটা বিড়ম্বনা প্রায়শঃ দেখা যায়।

এ ব্যাপারে শাইখ বাকর আবু যায়দ বলেন, “নাম রাখা নিয়ে পিতা-মাতার মাঝে বিরোধ দেখা দিলে শিশুর পিতাই নাম রাখার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।’[সূরা আহযাব ৩৩:৫]” অতএব শিশুর পিতার অনুমোদন সাপেক্ষে আত্মীয় স্বজন বা অপর কোন ব্যক্তি শিশুর নাম রাখতে পারেন। তবে যে নামটি শিশুর জন্য পছন্দ করা হয় সে নামে শিশুকে ডাকা উচিত। আর বিরোধ দেখা দিলে পিতাই পাবেন অগ্রাধিকার।

রাসূল (সা.) কারো ভাল নাম শুনে আশাবাদী হতেন। হুদাইবিয়ার সন্ধির সময় মুসলিম ও কাফের দুপক্ষের মধ্যে টানাপোড়নের এক পর্যায়ে আলোচনার জন্য কাফেরদের প্রতিনিধি হয়ে সুহাইল ইবনে আমর নামে এক ব্যক্তি এগিয়ে এল তখন রাসূল (সা.)সুহাইল নামে আশাবাদী হয়ে বলেন- সুহাইল তোমাদের জন্য সহজ করে দিতে এসেছেন।

সুহাইল শব্দটি সাহলুন (সহজ) শব্দের ক্ষুদ্রতা নির্দেশক রূপ। যার অর্থ হচ্ছে- অতিশয় সহজকারী। বিভিন্ন কবিলার ভাল অর্থবোধক নামে রাসূল (সা.)আশাবাদী হওয়ার নজির আছে। তিনি বলেছেন: গিফার (ক্ষমা করা) কবিলা তথা গোত্রের লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। আসলাম (আত্মসমর্পণকারী/শান্তিময়)কবিলা বা গোত্রের লোকদেরকে আল্লাহ শান্তি দিন

নিম্নে আমরা নবজাতকের নাম রাখার ক্ষেত্রে অনুসরণযোগ্য কিছু নীতিমালা তুলে ধরবঃ

এক: নবজাতকের নাম রাখার সময়কালের ব্যাপারে রাসূল (সা.)থেকে তিনটি বর্ণনা রয়েছে। শিশুর জন্মের পরপরই তার ইসলামিক নাম রাখা। শিশুর জন্মের তৃতীয় দিন তার নাম রাখা। শিশুর জন্মের সপ্তম দিন তার নাম রাখা।

এর থেকে এটাই প্রতীয়মান হয় যে, ইসলাম এ বিষয়ে মুসলিমদেরকে অবকাশ দিয়েছে। যে কোনোটির উপর আমল করা যেতে পারে। এমনকি কুরআনে আল্লাহ তাআলা কোনো কোনো নবীর নাম তাঁদের জন্মের পূর্বে রেখেছেন মর্মে উল্লেখ আছে।

হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

1. হুমায়রা =অর্থ = রূপসী
2. হাসিনা =অর্থ =সুন্দরি
3. হাসনা =অর্থ = সুন্দরী
4. হালিমা =অর্থ = দয়ালু
5. হামিদা =অর্থ = প্রশংসিত
6. হাবীবা =অর্থ =প্রিয়া
7. হাবিবা =অর্থ = প্রেমিকা

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম

8. সুলতানা =অর্থ = মহারানী
9. সুরাইয়া =অর্থ = বিশেষ একটি নক্ষত্র
10. সুমাইয়া =অর্থ = উচ্চউন্নত।
11. সুফিয়া =অর্থ = আধ্যাত্মিক সাধনাকারী।
12. সাহেবী=অর্থ = বান্ধবী।
13. সাহিরা=অর্থ = পর্বত
14. সালীমা=অর্থ =সুস্থ
15. সালমা মাহফুজা=অর্থ = প্রশান্ত নিরাপদ
16. সালমা ফারিহা =অর্থ = প্রশান্ত সুখী
17. সালমা ফাওজিয়া =অর্থ = প্রশান্ত সফল
18. সালমা আফিয়া=অর্থ = প্রশান্ত পূণ্যবতী
19. সালমা আনিকা =অর্থ =প্রশান্ত সুন্দরী
20. সালমা আনজুম =অর্থ = প্রশান্ত তারা
21. সালমা =অর্থ = প্রশন্ত।
22. সায়িমা =অর্থ = রোজাদার।
23. সায়মা =অর্থ = রোজাদার,
24. সামিয়া =অর্থ = রোজাদার

25. সাবিহা =অর্থ = রূপসী।
26. সানজিদা =অর্থ = বিবেচক
27. সাদীয়া =অর্থ = সৌভাগ্যবর্তী!
28. সাদিয়া =অর্থ = সৌভাগ্যবতী।
29. সাজেদা =অর্থ = ধার্মিক।
30. সাগরিকা =অর্থ = তরঙ্গ
31. সাকেরা =অর্থ =কৃতজ্ঞ।
32. সাইয়ারা=অর্থ =তারকা
33. সাইমা =অর্থ = উপবাসী
34. সাইদা=অর্থ =নদী
35. সাইদা =অর্থ = নদী।রা।
36. সাইদা =অর্থ = নদী
37. সহেলী =অর্থ = বান্ধবী

শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

38. শিরিন =অর্থ = সুন্দরী
39. শাহিনুর =অর্থ = চাঁদের আলো
40. শাহিদা =অর্থ = সৌরভ সুবাস
41. শাহানা =অর্থ = রাজকুমারী।
42. শারমিন =অর্থ = লাজুক
43. শামীমা =অর্থ = সুগন্ধি
44. শাবানা =অর্থ = রাত্রিমধ্যে।
45. শাফিয়া =অর্থ = মধ্যস্থতাকারিনী।
46. শান্তা =অর্থ = শান্ত
47. শাকিলা =অর্থ = সুন্দরী

ল দিয়ে মেয়েদের ইসলামিক নাম

48. লায়লা =অর্থ = শ্যামলা।
49. লাবীবা =অর্থ = জ্ঞানী
50. লতিফা =অর্থ = ঠাট্টা

র দিয়ে মেয়েদের ইসলামিক নাম

51. রোশনী =অর্থ = আলো।
52. রোমানা =অর্থ = ডালিম
53. রুম্মন =অর্থ = ডালিম।
54. রুমালী =অর্থ = কবুতর।
55. রুকাইয়া =অর্থ = উচ্চতর
56. রীমা =অর্থ = সাদা হরিণ।
57. রিমা =অর্থ = সাদা হরিণ
58. রাশীদা =অর্থ =বিদুষী
59. রায়হানা =অর্থ =সুগন্ধি ফুল
60. রামিসা =অর্থ =নিরাপদ
61. রামলা =অর্থ = বালিময় ভূমি
62. রাবেয়া =অর্থ = নিঃস্বার্থ
63. রাফিয়া=অর্থ = উন্নত
64. রাফা =অর্থ = সুখ
65. রাওনাফ =অর্থ = সৌন্দর্য।
66. রাইসা =অর্থ = রাণী
67. রহিমা =অর্থ = দয়ালু।
68. রশীদা =অর্থ = বিদূষী।
69. রওশন =অর্থ = উজ্জ্বল

ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম

70. যীনাত =অর্থ = সৌন্দর্য
71. মোবাশশিরা =অর্থ =সুসংবাদ বাহী
72. মোবারাকা =অর্থ = কল্যাণীয়
73. মেহেরিন =অর্থ = দয়ালু।
74. মেহজাবিন =অর্থ = সুন্দরি।
75. মুহসিনাত =অর্থ = অনুগ্রহ কারিনী
76. মুহসিনাত =অর্থ = অনুগ্রহ
77. মুহতারিযাহ =অর্থ = সাবধানতা অবলম্বন কারিনী
78. মুহতারিযাহ =অর্থ = সাবধানতা অবলম্বন কারিনী
79. মুহতারামাত =অর্থ = সম্মানিতা

80. মুহতারামাত =অর্থ = সম্মানিতা
81. মুরশীদা =অর্থ = পথর্শিকা।
82. মুমতাজ =অর্থ = মনোনীত।
83. মুবীনা =অর্থ = সুষ্পষ্ট
84. মুবতাহিজাহ =অর্থ = উৎফুল্লতা
85. মুনতাহা =অর্থ = পরিক্ষিত
86. মুতাহাসসিনাহ =অর্থ = উন্নত
87. মুতাহাসসিনাহ =অর্থ = উন্নত
88. মুতাহাররিফাত =অর্থ = অনাগ্রহী
89. মুতাহাররিফাত =অর্থ = অনাগ্রহী
90. মুতাদায়্যিনাত =অর্থ = বিশ্বস্ত ধার্মিক মহিলা,
91. মুতাদায়্যিনাত =অর্থ = বিশ্বস্ত ধার্মিক মহিলা
92. মুতাকাদ্দিমা =অর্থ = উন্নতা
93. মুজিবা =অর্থ = গ্রহণ কারিনী
94. মিনা =অর্থ = স্বর্গ
95. মাহেরা =অর্থ = নিপুনা
96. মাহিয়া =অর্থ = নিবারণকারীনি
97. মাহাসানাত =অর্থ = সতী-সাধবী
98. মাহমুদা =অর্থ =প্রশংসিতা
99. মাহবুবা =অর্থ = প্রেমিকা

100. মাহতরাত =অর্থ = সম্মিলিত
101. মাহজুজা =অর্থ = ভাগ্যবতী
102. মাসূমা =অর্থ =নিষ্পাপ
103. মাসূদা =অর্থ = সৌভাগ্যবতী।
104. মাশকুরা=অর্থ = কৃতজ্ঞতাপ্রাপ্ত
105. মালিহা =অর্থ =রুপসী
106. মালিহা =অর্থ = সুন্দরি।
107. মারিয়া =অর্থ = শুভ্র
108. মারজানা =অর্থ = মুক্তা
109. মায়মুনা =অর্থ = ভাগ্যবতী।
110. মাবশূ রাহ =অর্থ = অত্যাধিক সম্পদ শালীনী,
111. মাবশূ রাহ =অর্থ = অত্যাধিক সম্পদ শালীনী
112. মাফরুশাত =অর্থ = কার্ণিকার
113. মাদেহা =অর্থ = প্রশংসা
114. মাজেদা =অর্থ = সম্মানিয়া
115. মাজীদা =অর্থ = গোরব ময়ী
116. মাছুরা =অর্থ = নল
117. মাইমুনা =অর্থ = ভাগ্যবতী
118. মহাসেন =অর্থ = সৌন্দর্য
119. মমতাজ =অর্থ = উন্নত
120. মনিরা =অর্থ = জ্ঞানী

ফ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

121. বিলকিস =অর্থ =রাণী
122. বশীরা=অর্থ = উজ্জ্বল।
123. ফেরদৌস =অর্থ = পবিত্র
124. ফেরদাউস বেহেশতের নাম
125. ফিরোজা =অর্থ = মূল্যবান পাথর
126. ফাহিমা =অর্থ = জ্ঞানী
127. ফাহমীদা =অর্থ = বুদ্ধিমতী
128. ফাহমিদা =অর্থ = বুদ্ধিমতী
129. ফারিহা =অর্থ =সুখি
130. ফারিয়া =অর্থ = আনন্দ
131. ফারাহ =অর্থ = আনন্দ
132. ফারহানা =অর্থ = আনন্দিতা
133. ফারহাত =অর্থ = আনন্দ
134. ফারযানা =অর্থ = কৌশলী
135. ফারজানা =অর্থ = জ্ঞানী
136. ফাবিহা বুশরা =অর্থ = অত্যন্ত ভাল শুভ নিদর্শন
137. ফাতেহা =অর্থ = আরম্ভ
138. ফাতেমা =অর্থ = নিষ্পাপ
139. ফাজেলা =অর্থ = বিদুষী
140. ফাওযীয়া =অর্থ = বিজয়িনী
141. ফসিহা =অর্থ = চারুবাক
142. ফরিদা =অর্থ = অনুপম
143. ফজিলাতুন =অর্থ = অনুগ্রহ কারিনী

প দিয়ে মেয়েদের ইসলামিক নাম

144. পারভেজ =অর্থ = বিজয়
145. পারভীন =অর্থ = দীপ্তিময় তারা
146. পাপিয়া =অর্থ = সুকণ্ঠি নারী

ন দিয়ে মেয়েদের ইসলামিক নাম

147. নূসরাত =অর্থ = সাহায্য।
148. নুসাইফা =অর্থ = ইনসাফ
149. নুসরাত =অর্থ = সাহায্য
150. নীলূফা =অর্থ =পদ্ম
151. নিশাত লুবনা =অর্থ =আনন্দ বৃক্ষ
152. নিশাত মুনাওয়ারা =অর্থ =আনন্দ দিপ্তীমান
153. নিশাত মালিয়াত =অর্থ =আনন্দ সম্পদ
154. নিশাত ফরহাত =অর্থ =আনন্দ উল্লাস
155. নিশাত নাবিলাহ =অর্থ = ভদ্র
156. নিশাত গওহার =অর্থ =আনন্দ মুক্তা
157. নিশাত আফাফ =অর্থ = চারিত্রিক শুদ্ধতা
158. নিশাত আফলাহ =অর্থ =আনন্দ অধিককল্যাণকর
159. নিশাত আনান =অর্থ =আনন্দ মেঘ
160. নিশাত আনবার =অর্থ =আনন্দ সুগন্ধী

161. নিশাত আনজুম =অর্থ =আনন্দ তারা
162. নিশাত আতিয়া =অর্থ =আনন্দ উপহার
163. নিশাত =অর্থ =আনন্দ
164. নিশাত =অর্থ = সাদা হরিণ
165. নিবাল =অর্থ =তীর
166. নাহিদা =অর্থ = উন্নত
167. নাহলা =অর্থ =পানি
168. নাসেহা =অর্থ =উপদেশ কারিনী
169. নাসরিন =অর্থ = সাহায্যকারী
170. নার্গিস =অর্থ = ফুলের নাম
171. নায়লা =অর্থ =অর্জন কারিনী
172. নাবীলাহ =অর্থ = ভদ্র
173. নাফীসা =অর্থ =মূল্যবান
174. নাফিসা=অর্থ = মূল্যবান।
175. নাফিসা শামীম =অর্থ =মুল্যবান সুগন্ধী
176. নাফিসা শামা =অর্থ =মুল্যবান মোমবাতী
177. নাফিসা শাদাফ =অর্থ = মুল্যবান ঝিনুক
178. নাফিসা লুবাবা =অর্থ = মুল্যবান খাঁটি
179. নাফিসা লুবনা =অর্থ = মুল্যবান বৃক্ষ

180. নাফিসা রুম্মান =অর্থ =মুল্যবান ডালিম
181. নাফিসা রুমালী =অর্থ = মুল্যবান কবুতর
182. নাফিসা রায়হানা =অর্থ = মুল্যবান সুগন্ধী ফুল
183. নাফিসা মালিয়াত =অর্থ = মুল্যবান সম্পদ
184. নাফিসা নাওয়াল =অর্থ = মুল্যবান উপহার
185. নাফিসা তাবাসসুম =অর্থ =পবিত্র হাসি
186. নাফিসা গওহার =অর্থ = মুল্যবান মুক্তা
187. নাফিসা আয়মান =অর্থ = মুল্যবান শুভ
188. নাফিসা আতিয়া =অর্থ =মুল্যবান উপহার
189. নাফিসা =অর্থ = মূল্যবান।
190. নাদিরা =অর্থ = বিরল

191. নাদিয়া =অর্থ = আহবান
192. নাজীবাহ =অর্থ =ভত্র গোত্রে
193. নাজীফা =অর্থ = পবিত্র।
194. নাজমা =অর্থ = দামী
195. নাওশিন সাইয়ারা =অর্থ =সুন্দরী তারা
196. নাওশিন রুমালী =অর্থ =সুন্দর ফুল
197. নাওশিন আনবার =অর্থ =সুন্দর ও সুগন্ধী
198. নাওশিন আনজুম =অর্থ =সুন্দর তারা
199. নাওশিন আতিয়া =অর্থ =সুন্দর উপহার
200. নাওয়াল গওয়ার =অর্থ =সুন্দর মুক্তা
201. নাওয়ার=অর্থ = সাদা ফুল।
202. নাঈমাহ =অর্থ =সুখি জীবন যাপনকারীনী
203. নাঈমা =অর্থ = সুখ
204. নাইমাহ =অর্থ = সুখিজীবনযাপনকারীনী।
205. নওশীন =অর্থ = মিষ্টি
206. দীবা =অর্থ = সোনালী
207. দীনা =অর্থ = বিশ্বাসী।
208. দিলরুবা =অর্থ = প্রিয়তমা

ত দিয়ে মেয়েদের ইসলামিক নাম

209. তোহফা =অর্থ = উপহার
210. তূবা =অর্থ = সুসংবাদ
211. তুরফা =অর্থ = বিরল বস্তু
212. তাহিরা =অর্থ = পবিত্র
213. তাহিয়্যাহ =অর্থ = শুভেচ্ছা
214. তাহিয়া =অর্থ = সম্মানকারী
215. তাহামিনা =অর্থ = মূল্যবান
216. তাহসীনা =অর্থ = উত্তম
217. তাহযীব =অর্থ = সভ্যতা
218. তাহমিনা =অর্থ = বিরত থাকা
219. তাসলিমা =অর্থ = সর্ম্পণ
220. তাসমীম =অর্থ = দৃঢ়তা

221. তাসমিয়া =অর্থ = নামকরণ
222. তাসফিয়া =অর্থ = পবিত্রতা
223. তাসনীম =অর্থ = বেহেশতের ঝর্ণা
224. তাসনিয়া =অর্থ = প্রশংসিত
225. তাসনিম =অর্থ = বেহশতী ঝর্ণা।
226. তাসকীনা =অর্থ = সান্ত্বনা
227. তাশবীহ =অর্থ = উপমা
228. তাযকিয়া =অর্থ = পবিত্রতা
229. তামান্না =অর্থ = ইচ্ছা
230. তামজীদা =অর্থ = মহিমা কীর্তন
231. তাবিয়া =অর্থ =অনুগত
232. তাবাসসুম =অর্থ = মুসকি হাসি
233. তানিয়া =অর্থ = রাজকণ্যা
234. তানমীর ক্রোধ প্রকাশ করা
235. তানজুম=অর্থ = তারকা
236. তানজীম =অর্থ = সুবিন্যস্ত
237. তাখমীনা =অর্থ = অনুমান
238. তাকিয়া শুদ্ধ চরিত্র
239. তাকমিলা =অর্থ = পরিপূর্ণ
240. তাওবা =অর্থ = অনুতাপ
241. তাইয়্যিবা =অর্থ = পবিত্র
242. তহুরা =অর্থ = পবিত্রা
243. তরিকা =অর্থ = রিতি-নীতি
244. তবিয়া =অর্থ = প্রকৃতি

জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

245. জোহরা =অর্থ = সুন্দর
246. জেসমিন =অর্থ = ফুলের নাম।
247. জেবা =অর্থ = যথার্থ।
248. জুলফা =অর্থ = বাগান
249. জুঁই একটি ফুলের নাম
250. জাহান=অর্থ =পৃথিবী।
251. জালসান=অর্থ =বাগা
252. জারা =অর্থ = গোলাম
253. জামিলা=অর্থ =সুন্দরী।
254. জাবিরা=অর্থ =রাজিহওয়া।
255. জাদিদাহ=অর্থ =নতুন।
256. জাদওয়াহ=অর্থ =উপহার।
257. জাকিয়া =অর্থ = পবিত্র
258. জমিমা=অর্থ =ভাগ্য।

259. গওহর=অর্থ = মুক্তা।

260. কামরুন =অর্থ = ভাগ্য
261. কামরুন =অর্থ = ভাগ্য
262. কানিজ =অর্থ = অনুগতা

263. উমায়ের =অর্থ = দীর্ঘায়ু বৃক্ষ

ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম

264. ঈশাত =অর্থ = বসবাস
265. ইসরাত =অর্থ = সাহায্য
266. ইসমাত আফিয়া =অর্থ = পূর্ণবতী।
267. ইসমাত আফিয়া =অর্থ = পূর্ণবতী।
268. ইরতিজা =অর্থ = অনুমতি
269. ইয়াসমিন =অর্থ = ফুলের নাম

আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

270. আহলাম =অর্থ = স্বপ্ন
271. আসীলা =অর্থ = =চিকন
272. আসিলা =অর্থ = =নিখুঁত
273. আসিয়া =অর্থ = শান্তি স্থাপনকারী।
274. আসিয়া =অর্থ = শান্তি স্থাপনকারী
275. আসিফা =অর্থ = =শক্তিশালী
276. আসমাহ =অর্থ = =সত্যবাদীনী
277. আসমা হোমায়রা=অর্থ = অতুলনীয় সুন্দরী
278. আসমা সাহেবী =অর্থ =অতুলনীয় বান্ধবী
279. আসমা সাহানা =অর্থ =অতুলনীয় রাজকুমারী

280. আসমা সাবিহা=অর্থ = অতুলনীয় রূপসী
281. আসমা সাদিয়া=অর্থ = অতুলনীয় সৌভাগ্যবতী
282. আসমা রায়হানা =অর্থ =অতুলনীয় সুগন্ধী ফুল
283. আসমা মাসুদা =অর্থ =অতুলনীয় সৌভাগ্যবতী
284. আসমা মালিহা=অর্থ = অতুলনীয় রূপসী
285. আসমা নাওয়ার=অর্থ = অতুলনীয় ফুল
286. আসমা তারাননুম =অর্থ =অতুলনীয় গুন গুন শব্দ
287. আসমা তাবাসসুম =অর্থ =অতুলনীয় হাসি
288. আসমা গওহার =অর্থ =অতুলনীয় মুক্তা
289. আসমা উলফাত =অর্থ =অতুলনীয় উপহার
290. আসমা আফিয়া =অর্থ =অতুলনীয় পুণ্যবতী

291. আসমা আনিসা =অর্থ =অতুলনীয় কুমারী
292. আসমা আনিকা =অর্থ =অতুলনীয় রূপসী
293. আসমা আতেরা =অর্থ =অতুলনীয় সুগন্ধী
294. আসমা আতিয়া =অর্থ =অতুলনীয় দানশীল
295. আসমা আতিকা =অর্থ =অতুলনীয় সুন্দরী
296. আসমা আকিলা=অর্থ = অতুলনীয় বুদ্ধিমতী
297. আসমা =অর্থ = অতুলনীয়।
298. আশেয়া =অর্থ =সমৃদ্ধিশীল
299. আশরাফী =অর্থ = সম্মানিত।
300. আরীকাহ =অর্থ =কেদারা

301. আরিফা =অর্থ = প্রবল বাতাস।
302. আরমানী =অর্থ =আশাবাদী
303. আরজু =অর্থ = আকাঙ্ক্ষা
304. আরজা =অর্থ =এক
305. আয়েশা=অর্থ = পুণ্যবতী সমৃদ্ধি শালী
306. আয়েশা =অর্থ = সমৃদ্ধিশালী
307. আয়িশা =অর্থ = জীবন যাপন কারিণয়
308. আযহা উজ্জল আজিজা =অর্থ =সম্মানিতা
309. আয়মান উলফাত =অর্থ =শুভ উপহার
310. আয়মান =অর্থ = শুভ।
311. আমীরাতুন নিসা =অর্থ = নারীজাতির নেত্রী।
312. আমীনা =অর্থ = আমানত রক্ষাকারণী।
313. আমিনাহ=অর্থ = বিশ্বাসী
314. আমিনা=অর্থ = বিশ্বাসী।
315. আমিনা =অর্থ = নিরাপদ
316. আবিদা =অর্থ =কুমারী ইবাদতকারিনী
317. আফিয়া হুমায়রা =অর্থ =পুণ্যবতী রূপসী
318. আফিয়া হামিদা=অর্থ = পুণ্যবতী প্রশংসাকারিনী
319. আফিয়া সাহেবী =অর্থ =পুণ্যবতী বান্ধবী
320. আফিয়া সাইয়ারা=অর্থ = পুণ্যবতী তারা

321. আফিয়া শাহানা =অর্থ =পুণ্যবতী রাজকুমারী
322. আফিয়া যয়নাব =অর্থ =পুণ্যবতী রূপসী
323. আফিয়া মুরশিদা =অর্থ =পুণ্যবতী পথ প্রদর্শিকা
324. আফিয়া মুবাশশিরা =অর্থ =পুণ্যবতী সুসংবাদ বহনকারী
325. আফিয়া মুনাওয়ারা =অর্থ =পুণ্যবতী দিপ্তীমান
326. আফিয়া মুতাহারা =অর্থ =পুণ্যবতী পবিত্র
327. আফিয়া মুকারামী =অর্থ =পুণ্যবতী সম্মানিতা
328. আফিয়া মাহমুদা =অর্থ =পুণ্যবতী প্রশংসিতা
329. আফিয়া মাসুমা =অর্থ =পুণ্যবতী নিষ্পাপ ‘
330. আফিয়া মালিহা =অর্থ =পুণ্যবতী রূপসী
331. আফিয়া মাজেদা =অর্থ =পুণ্যবতী মহতি
332. আফিয়া বিলকিস=অর্থ = পুণ্যবতী রানী
333. আফিয়া ফাহমিদা =অর্থ =পুণ্যবতী বুদ্ধিমতী
334. আফিয়া জাহিন =অর্থ =পুণ্যবতী বিচক্ষন
335. আফিয়া ইবনাত =অর্থ =পুণ্যবতী কন্যা
336. আফিয়া আসিমা =অর্থ =পুণ্যবতী সতী নারী
337. আফিয়া আয়মান =অর্থ =পুণ্যবতী শুভ
338. আফিয়া আমিনা =অর্থ =পুণ্যবতী বিশ্বাসী
339. আফিয়া আবিদা =অর্থ =পুণ্যবতী ইবাদতকারিনী
340. আফিয়া আফিফা =অর্থ =পুণ্যবতী সাধ্বী আফিয়া

341. আফিয়া আনিসা =অর্থ =পুণ্যবতী কুমারী
342. আফিয়া আনতারা=অর্থ = পুণ্যবতী বীরাঙ্গনা
343. আফিয়া আনজুম=অর্থ = পুণ্যবতী তারা
344. আফিয়া আদিলাহ =অর্থ =পুণ্যবতী ন্যায়বিচারক
345. আফিয়া আদিবা =অর্থ =পুণ্যবতী শিষ্টাচারী
346. আফিয়া আজিজাহ=অর্থ = পুণ্যবতী সম্মানিত
347. আফিয়া আকিলা =অর্থ =পুণ্যবতী বুদ্ধিমতী
348. আফিয়া =অর্থ =পুণ্যবতী
349. আফিফা সাহেবী =অর্থ =সাধবী বান্ধবী
350. আফিফা =অর্থ = সাধ্বী
351. আফসানা =অর্থ = উপকথা
352. আফরোজা =অর্থ = জ্ঞানী।
353. আফরিন =অর্থ = ভাগ্যবান
354. আফরা=অর্থ =সাদা

355. আফরা সাইয়ারা =অর্থ =সাদা তারা
356. আফরা রুমালী =অর্থ =সাদা কবুতর
357. আফরা বশীরা =অর্থ =সাদা উজ্জ্বল
358. আফরা নাওয়ার=অর্থ = সাদা ফুল
359. আফরা গওহর =অর্থ =সাদা মুক্তা
360. আফরা ওয়াসিমা =অর্থ =সাদা রূপসী
361. আফরা ইয়াসমিন =অর্থ =সাদা জেসমিন ফুল
362. আফরা ইবনাত =অর্থ =সাদা কন্যা
363. আফরা আসিয়া=অর্থ = সাদা স্তম্ভ
364. আফরা আবরেশমী =অর্থ =সাদা সিল্ক
365. আফরা আনিকা =অর্থ =সাদা রূপসী
366. আফরা আনজুম =অর্থ =সাদা তারা
367. আফনান =অর্থ = =গাছের শাখা-প্রশাখা
368. আফ;য়া নাওয়ার =অর্থ =পুণ্যবতী ফুল
369. আনিসা=অর্থ = বন্ধু সুলভ
370. আনিসা শার্মিলা =অর্থ =সুন্দর লজ্জাবতী

[jnews_hero_11 content_type=”post” sort_by=”random”]

371. আনিসা শামা =অর্থ =সুন্দর মোমবাতি
372. আনিসা রায়হানা=অর্থ = সুন্দর সুগন্ধী ফুল ‘
373. আনিসা বুশরা =অর্থ =সুন্দর শুভ নিদর্শন
374. আনিসা নাওয়ার =অর্থ =সুন্দর ফুল
375. আনিসা তাহসিন=অর্থ = সুন্দর উত্তম
376. আনিসা তাবাসসুম=অর্থ = সুন্দর হাসি
377. আনিসা গওহর =অর্থ =সুন্দর মুক্তা
378. আনিসা =অর্থ =কুমারী
379. আনিসা =অর্থ = কুমারী।
380. আনিফা =অর্থ =রুপসী
381. আনিফা =অর্থ = রূপসী।
382. আনিকা=অর্থ = রূপসী
383. আনিকা =অর্থ =রুপসী
384. আনবার উলফাত =অর্থ =সুগন্ধী উপহার
385. আনতারা=অর্থ = বীরাঈনা।
386. আনতারা হোমায়রা=অর্থ = বীরাঙ্গনা সুন্দরী
387. আনতারা হামিদা =অর্থ =বীরাঙ্গনা প্রশংসাকারিনী
388. আনতারা সামিহা=অর্থ = বীরাঙ্গনা দানশালী
389. আনতারা সাবিহা =অর্থ =বীরাঙ্গনা রূপসী
390. আনতারা শাহানা=অর্থ = বীরাঙ্গনা রাজকুমারী
391. আনতারা শাকেরা =অর্থ =বীরাঙ্গনা কৃতজ্ঞ
392. আনতারা লাবিবা=অর্থ = বীরাঙ্গনা জ্ঞানী
393. আনতারা রাশিদা=অর্থ =বীরাঙ্গনা বিদূষী
394. আনতারা রাইসা=অর্থ = বীরাঙ্গনা রানী
395. আনতারা রাইদাহ =অর্থ =বীরাঙ্গনা নেত্রী
396. আনতারা মুরশিদা=অর্থ = বীরাঙ্গনা পথ প্রদর্শিকা
397. আনতারা মুকাররামা =অর্থ =বীরাঙ্গনা সম্মানীতা
398. আনতারা মাসুদা=অর্থ = বীরাঙ্গনা সৌভাগ্যবতী
399. আনতারা মালিহা=অর্থ = বীরাঙ্গনা রূপসী

400. আনতারা বিলকিস=অর্থ = বীরাঙ্গনা রানী
401. আনতারা ফাহমিদা =অর্থ =বীরাঙ্গনা বুদ্ধিমতী
402. আনতারা ফায়রুজ =অর্থ =বীরাঙ্গনা সমৃদ্ধিশালী ‘
403. আনতারা খালিদা=অর্থ =বীরাঙ্গনা অমর
404. আনতারা আসীমা =অর্থ =বীরাঙ্গনা সতীনারী
405. আনতারা আনিসা=অর্থ = বীরাঙ্গনা কুমারী
406. আনতারা আনিকা =অর্থ =বীরাঙ্গনা সুন্দরী
407. আনতারা আজিজাহ =অর্থ =বীরাঙ্গনা সম্মানিতা
408. আনজুম=অর্থ = তারা।
409. আনওয়ার =অর্থ = জ্যোতিকাল।
410. আদীবা =অর্থ =মহিলা সাহিত্যিক
411. আদিবা =অর্থ = লেখিকা
412. আদওয়া =অর্থ = =আলো
413. আতেরা =অর্থ =সুগন্ধী
414. আতিয়া হামিনা=অর্থ = দানশীল বান্ধবী
415. আতিয়া হামিদা =অর্থ =দানশীল প্রশংসাকারিনী
416. আতিয়া সাহেবী =অর্থ =দানশীল রূপসী
417. আতিয়া সানজিদা =অর্থ =দানশীল বিবেচক
418. আতিয়া শাহানা =অর্থ =দানশীল রাজকুমারী
419. আতিয়া শাকেরা =অর্থ =দানশীল কৃতজ্ঞ

420. আতিয়া রাশীদা=অর্থ = দানশীল বিদূষী
421. আতিয়া যয়নব =অর্থ =দানশীল রূপসী
422. আতিয়া মাহমুদা =অর্থ =দানশীল প্রসংসিতা
423. আতিয়া মাসুদা=অর্থ = দানশীল সৌভাগ্যবতী
424. আতিয়া বিলকিস=অর্থ = দানশীল রানী
425. আতিয়া ফিরুজ =অর্থ =দানশীল সমৃদ্ধিশীলা
426. আতিয়া তাহিরা =অর্থ =দানশীল সতী
427. আতিয়া ওয়াসিমা =অর্থ =দানশীল সুন্দরী
428. আতিয়া উলফা =অর্থ =সুন্দর উপহার
429. আতিয়া ইবনাত=অর্থ = দানশীল কন্যা
430. আতিয়া আয়েশা =অর্থ =দানশীল সমৃদ্ধিশালী
431. আতিয়া আফিয়া =অর্থ =ধার্মিক পুণ্যবতী
432. আতিয়া আফিয়া =অর্থ =দানশীল পূর্নবতী
433. আতিয়া আফিফা=অর্থ = দানশীল সাধবী বান্ধবী
434. আতিয়া আদিবা =অর্থ =দালশীল শিষ্টাচারী
435. আতিয়া আজিজা =অর্থ =দানশীল সম্মানিত
436. আতিয়া আকিলা=অর্থ = ধার্মিক বুদ্ধমতী
437. আতিয়া =অর্থ = উপহার
438. আতিয় আনিসা=অর্থ = দালশীলা কুমারী
439. আতিয় =অর্থ =আগমনকারিণী

440. আতিকা=অর্থ = সুন্দরী
441. আতিকা তাসাওয়াল=অর্থ =সুন্দর সমতা
442. আতিকা =অর্থ = সুন্দরী
443. আতিকা =অর্থ = =সুন্দরি
444. আতকিয়া হামিনা=অর্থ = ধার্মিক বান্ধবী
445. আতকিয়া হামিদা =অর্থ =ধার্মিক প্রশংসাকারিনী
446. আতকিয়া সাহেবী =অর্থ =ধার্মিক বান্ধবী
447. আতকিয়া সামিহা=অর্থ = ধার্মিক দানশীলা
448. আতকিয়া সাদিয়া=অর্থ = ধার্মিক সৌভাগ্যবতী
449. আতকিয়া সাঈদা =অর্থ =ধার্মিক পুণ্যবতী
450. আতকিয়া লাবিবা =অর্থ =ধার্মিক জ্ঞানী
451. আতকিয়া মোমেনা =অর্থ =ধার্মিক বিশ্বাসী
452. আতকিয়া মুরশিদা =অর্থ =ধার্মিক প্রশংসিতা
453. আতকিয়া মুনাওয়ারা =অর্থ =ধার্মিক দীপ্তিমান
454. আতকিয়া মুকাররামা =অর্থ =ধার্মিক সম্মানিত

455. আতকিয়া মাহমুদা =অর্থ =ধার্মিক প্রশংসিতা
456. আতকিয়া মাসুমা =অর্থ =ধার্মিক নিষ্পাপ
457. আতকিয়া মালিহা=অর্থ = ধার্মিক রূপসী
458. আতকিয়া মায়মুনা =অর্থ =ধার্মিক ভাগ্যবতী
459. আতকিয়া মাদেহা=অর্থ = ধার্মিক প্রশংকারিনী
460. আতকিয়া বুশরা=অর্থ = ধার্মিক শুভ নিদর্শন
461. আতকিয়া বিলকিস =অর্থ =ধার্মিক রানী
462. আতকিয়া বাসিমা =অর্থ =ধার্মিক হাস্যোজ্জ্বল
463. আতকিয়া বাশীরাহ=অর্থ = ধার্মিক সুসংবাদদানকারীনী
464. আতকিয়া ফাহমিদা =অর্থ =ধার্মিক বুদ্ধিমতি
465. আতকিয়া ফারিহা =অর্থ =ধার্মিক সুখী
466. আতকিয়া ফারজানা =অর্থ =ধার্মিক বিদূষী
467. আতকিয়া ফাবলীহা =অর্থ =ধার্মিক অত্যন্ত ভাল
468. আতকিয়া ফান্নানা=অর্থ = ধার্মিক শিল্পী
469. আতকিয়া ফাখেরা =অর্থ =ধার্মিক মর্যাদাবান
470. আতকিয়া ফাওজিয়া =অর্থ =ধার্মিক সফল

[jnews_hero_9 include_category=”95″]

471. আতকিয়া ফাইরুজ =অর্থ =ধার্মিক সমৃদ্ধিশালী
472. আতকিয়া ফাইজা=অর্থ = ধার্মিক বিজয়ীনি
473. আতকিয়া জালিলাহ=অর্থ = ধার্মিক মহতী
474. আতকিয়া জামিলা =অর্থ =ধার্মিক রূপসী
475. আতকিয়া গালিবা=অর্থ = ধার্মিক বিজয়ীনি
476. আতকিয়া আসিমা =অর্থ =ধার্মিক কুমারী
477. আতকিয়া আয়েশা =অর্থ =ধার্মিক সমৃদ্ধিশালী
478. আতকিয়া আয়মান =অর্থ =ধার্মিক শুভ
479. আতকিয়া আমিনা =অর্থ =ধার্মিক বিশ্বাসী
480. আতকিয়া আবিদা =অর্থ =ধার্মিক ইবাদতকারিনী

481. আতকিয়া আনিসা =অর্থ =ধার্মিক কুমারী
482. আতকিয়া আনিকা =অর্থ =ধার্মিক রূপসী
483. আতকিয়া আনতারা =অর্থ =ধার্মিক বীরাঙ্গনা
484. আতকিয়া আনজুম =অর্থ =ধার্মিক তারা
485. আতকিয়া আদিলা =অর্থ =ধার্মিক ন্যায় বিচারক
486. আতকিয়া আদিবা=অর্থ = ধার্মিক শিষ্টাচারী
487. আতকিয়া আতিয়া=অর্থ =ধার্মিক দানশীল
488. আতকিয়া আজিজাহ =অর্থ =ধার্মিক সম্মানিত
489. আজরা=অর্থ = কুমারী আজরা
490. আজরা হোমায়রা =অর্থ =কুমারী সুন্দরী
491. আজরা হামিদা =অর্থ =কুমারী প্রশংসাকারিনী
492. আজরা সামিহা =অর্থ =কুমারী দালশীলা
493. আজরা সাবিহা =অর্থ =কুমারী রূপসী
494. আজরা সাদিয়া =অর্থ =কুমারী সৌভাগ্যবতী
495. আজরা সাদিকা=অর্থ = কুমারী পুন্যবতী
496. আজরা সাজিদা =অর্থ =কুমারী ধার্মিক
497. আজরা শাকিলা=অর্থ =কুমারী সুরূপা
498. আজরা রুমালী =অর্থ =কুমারী কবুতর
499. আজরা রাশীদা =অর্থ =কুমারী বিদুষী
500. আজরা রায়হানা=অর্থ = কুমারী সুগন্ধী ফুল

501. আজরা মুমতাজ =অর্থ =কুমারী মনোনীত
502. আজরা মুকাররামা =অর্থ = কুমারী সম্মানিত
503. আজরা মাহমুদা=অর্থ = কুমারী প্রশংসিতা
504. আজরা মাসুদা =অর্থ =কুমারী সৌভাগ্যবতী
505. আজরা মালিহা =অর্থ =কুমারী নিষ্পাপ
506. আজরা মায়মুনা =অর্থ =কুমারী ভাগ্যবতী
507. আজরা মাবুবা =অর্থ =কুমারী প্রিয়া
508. আজরা বিলকিস =অর্থ =কুমারী রানী
509. আজরা ফাহমিদা =অর্থ =কুমারী বুদ্ধিমতী
510. আজরা তাহিরা =অর্থ =কুমারী সতী

511. আজরা জামীলা =অর্থ =কুমারী সুন্দরী
512. আজরা গালিবা =অর্থ =কুমারী বিজয়ীনি
513. আজরা আসিমা =অর্থ =কুমারী সতী নারী
514. আজরা আফিয়া =অর্থ =কুমারী পুণ্যবতী
515. আজরা আফিফা =অর্থ =কুমারী সাধবী
516. আজরা আনতারা .কুমারী বীরাঙ্গনা
517. আজরা আদিলা =অর্থ =কুমারী ন্যায় বিচারক
518. আজরা আদিবা =অর্থ =কুমারী শিষ্টাচার
519. আজরা আতিয়া =অর্থ =কুমারী দানশীল
520. আজরা আতিকা=অর্থ = কুমারী সুন্দরী
521. আজরা আকিলা =অর্থ =কুমারী বুদ্ধিমতী
522. আছীর =অর্থ =পছন্দনীয়
523. আক্তার =অর্থ = ভাগ্যবান
524. আকিলা=অর্থ = বুদ্ধিমতি।
525. আকলিমা =অর্থ = দেশ।
526. আইদাহ =অর্থ =সাক্ষাৎকারিনী
527. অনিন্দিতা =অর্থ =সুন্দরী

আল্লাহর নাম নয় এমন কোনো নামের সাথে গোলাম বা আব্দ (বান্দা) শব্দটিকে সম্বন্ধ করে নাম রাখা হারাম। যেমন- আব্দুল ওজ্জা (ওজ্জার উপাসক), আব্দুশ শামস (সূর্যের উপাসক), আব্দুল কামার (চন্দ্রের উপাসক),আব্দুল কালাম (কথার দাস), আব্দুল কাবা (কাবাগৃহের দাস), আব্দুন নবী (নবীর দাস), গোলাম নবী (নবীর দাস), আব্দুস শামছ (সূর্যের দাস), আব্দুল কামার (চন্দ্রের দাস), আব্দুল আলী (আলীর দাস), আব্দুল হুসাইন (হোসাইনের দাস), আব্দুল আমীর (গর্ভনরের দাস), গোলাম মুহাম্মদ (মুহাম্মদের দাস), গোলাম আবদুল কাদের (আবদুল কাদেরের দাস)ইত্যাদি।

তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় নামের মধ্যে আব্দ শব্দটা থাকলেও ডাকার সময় আব্দ শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয়। যেমন আব্দুর রহমানকে ডাকা হয় রহমান বলে। আব্দুর রহীমকে ডাকা হয় রহীম বলে। এটি অনুচিত। আর যদি দ্বৈত শব্দে গঠিত নাম ডাকা ভাষাভাষীদের কাছে কষ্টকর ঠেকে সেক্ষেত্রে অন্য নাম নির্বাচন করাটাই শ্রেয়। এমনকি অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতাও দেখা যায়। এ বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেয় করা তাহলে ব্যক্তির ঈমান থাকবে না। আর এই উদ্দেশ্য না থাকলেও এটি করা অনুচিত।

আপনার শিশুর ইসলামিক নাম রাখার ক্ষেত্রে তারপরও ভালো বিদ্যান কোন আলেম এর থেকে পরামর্শ নিন। শিশুর সুন্দর ইসলামিক নাম রাখা কিন্তু একটি মৌলিক অধিকার। এবং পাশাপাশি পিতা-মাতারও দায়িত্ব মেয়েদের ইসলামিক নাম রাখা।

বইটি সম্পর্কে আপনার মূল্যবান রেটিং দিন?

Click on star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this book.

As you found this post is useful...

Follow us on social media!

We are sorry that this book was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve our site?