0
(0)

৮৭ সূরা আ’লা আরবী ও বাংলা অর্থ সহ

৮৭ সূরা আ’লা আরবী ও বাংলা অর্থ সহ
৮৭ সূরা আ’লা আরবী ও বাংলা অর্থ সহ

**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

الَّذِي خَلَقَ فَسَوَّى

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَالَّذِي قَدَّرَ فَهَدَى

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

فَجَعَلَهُ غُثَاء أَحْوَى

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

سَنُقْرِؤُكَ فَلَا تَنسَى

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

إِلَّا مَا شَاء اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

১০

سَيَذَّكَّرُ مَن يَخْشَى

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

১১

وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

১২

الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى

সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

১৩

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

১৪

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

১৫

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

১৬

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

১৭

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

১৮

إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

১৯

صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

পবিত্র কুরআন শরীফ সূরা আ’লা বাংলা অর্থসহ আরও সূরা দেখুনঃ

আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।

বইটি সম্পর্কে আপনার মূল্যবান রেটিং দিন?

Click on star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this book.

As you found this post is useful...

Follow us on social media!

We are sorry that this book was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve our site?