৯৫ সূরা ত্বীন আরবী ও বাংলা অর্থ সহ
**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১ |
وَالتِّينِ وَالزَّيْتُونِ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, |
২ |
وَطُورِ سِينِينَ এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, |
৩ |
وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ এবং এই নিরাপদ নগরীর। |
৪ |
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। |
৫ |
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। |
৬ |
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। |
৭ |
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? |
৮ |
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? |
পবিত্র কুরআন শরীফ বাংলা অর্থসহ আরও সূরা দেখুনঃ
- ৯৬ সূরা আলাক আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৭ সূরা কদর আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৮ সূরা বাইয়্যিনাহ আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৯ সূরা যিলযাল আরবী ও বাংলা অর্থ সহ
- ১০০ সূরা আদিয়াত আরবী ও বাংলা অর্থ সহ
- ১০১ সূরা কারিয়াহ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০২ সূরা তাকাসুর আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৩ সূরা আসর আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৪ সূরা হুমাযাহ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৫ সূরা ফীল আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৬ সূরা কুরাইশ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৭ সূরা মাউন আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৮ সূরা কাউসার আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৯ সূরা কাফিরুন আরবী ও বাংলা অর্থ সহ
- ১১০ সূরা নাসর আরবী ও বাংলা অর্থ সহ
- ১১১ সূরা লাহাব আরবী ও বাংলা অর্থ সহ
- ১১২ সূরা ইখলাস আরবী ও বাংলা অর্থ সহ
- ১১৩ সূরা ফালাক আরবী ও বাংলা অর্থ সহ
- ১১৪ সূরা নাস আরবী ও বাংলা অর্থ সহ
আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।