অত্যাবশ্যকীয় পাঠসমূহ pdf বই ডাউনলোড। সূরা ফাতিহা এবং সূরা যালযালা হতে সূরা নাস পর্যন্ত এ ছোট ছোট সূরাগুলো হতে যথা সম্ভভ শিক্ষা করা অত্যাবশ্যক। যে ব্যক্তি পড়তে জানে না সে অন্যের নিকট শুনে শুনে পড়া শিখবে। পরে বিশুদ্ধভাতে তা মুখস্থ করবে এবং যা বুঝা অবশ্যই দরকার তার ব্যাখ্যা শিখবে।
ইসলামের পাচঁটি স্তম্ভের বিবরণ:
সর্বপ্রথম ও সর্ব বৃহৎ স্তম্ভ হল, ”লাইলাহা ইল্লাল্লাহ; মুহাম্মাদুর রাসূলুল্লাহ” তথা আল্লাহ ছাড়া (সত্য ) কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ সাঃ আল্লাহর রাসূল। এ সাক্ষ্য দেয়া, আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নাই এর শর্তসমূহ সহ এর অর্থের ব্যাখ্যা করে। এর অর্থ হল: কোন ইলাহ নাই” এবং আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় তার সকলের প্রতি অস্বীকৃতি জানানো।”আল্লাহ ছাড়া ” এর অর্থ হল. এক ও অদ্বিতীয় আল্লাহর জন্যেই সকল ইবাদত সাব্যস্ত করা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- অশ্রু নয় রক্ত pdf বই ডাউনলোড
- অন্তরের আমল ১ম-৩য় খন্ড pdf বই ডাউনলোড
- অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
- অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
লা ইলাহ ইল্লাল্লাহ এর শর্ত সমূহ:
১) ইলম বা জানা যার বিপরীত অজানা।
২) ইয়াকীন বা দৃঢ় বিশ্বাস যার বিপরীত সন্দেহ।
৩) ইখলাস বা একনিষ্ঠতা যার বিপরীত শিরক।
৪)সিদক্ব বা সত্য যার বিপরীত মিথ্যা।
৫)ভালবাসা যার বিপরীত বিদ্বেষ।
৬) অনুগত হওয়া যার বিপরীত ত্যাগ ও বর্জন করা।
৭)কবুল বা গ্রহণ করা যার বিপরীত প্রত্যাখ্যান করা।
৮) আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় তার অস্বীকার করা।
আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই
এই শর্তগুলো নিম্নে কবিতার দুটি লাইনে একত্রিত করা হয়েছে অর্থাৎ- “মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল” এ সাক্ষ্য দানের দাবী হল:
* তিনি যে ব্যাপারে সংবাদ দিয়েছেন সে সব ব্যাপারে তাকেঁ সত্যায়ন করা।
* যে ব্যাপারে আদেশ করেছেন সে ব্যাপারে তারঁ আনুগত্য করা।
* যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা থেকৈ বিরত থাকা।
* আর আল্লাহ ও তারঁ রাসূল যা প্রবর্তন করেছেন শুধু তার মাধ্যমেই আল্লাহর ইবাদত করা।
তারপর পাঠাকদের জন্য ইসলামের পাচঁ স্তম্ভের বাকি স্তম্ভগুলো বর্ণনা করা। আর তা হল:
২। সলাত প্রতিষ্ঠা করা।
৩। যাকাত আদায় করা।
৪। রমযান মাসের সিয়াম সাধন করা।
৫ সামর্থবান ব্যক্তিদের জন্যে আল্লাহর সম্মানিত ঘরের হজ্জ করা।
আশা করি বইটি আপনাকে অনেক কিছু জানার এবং অনেক কিছু শিখার আছে বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে অত্যাবশ্যকীয় পাঠসমূহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামের পাঠসমূহ |
বইয়ের সাইজঃ | 1.02 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল্লাহ বিন বায রহ. |
অনুবাদকঃ | শাইখ ইবরাহীম আব্দুল হালীম মাদানী |