অন্তর বিধ্বংসী বিষয় ঝগড়া বিবাদ
অন্তর বিধ্বংসী বিষয় ঝগড়া বিবাদ pdf বই ডাউনলোড। ঝড়ড়া-বিবাদ এমন একটি কঠিন ব্যাধি ও মহা মুসিবত, যা মানুষের অন্তরকে করে কঠিন আর জীবনকে করে ক্ষতি ও হুমকির সম্মুখীন। উলামায়ে কিরামগণ এর ক্ষতির দিক বিবেচনার বিষয়টি সম্পর্কে উম্মতদের খুব সতর্ক করেন এবং এ নিয়ে তারা বিভিন্ন ধরনের লেখালেখি করেন। এটি এমন একটি দুশ্চরিত্র যাকে সলফে সালেহীনরা খুব ঘৃণা করতে এবং এ থেকে অনেক দুরে থাকত।
আব্দুল্লাহ বিন আমর রাযিযাল্লাহু আনহু বলেন, একজন কুরআন ওয়ালা বা জ্ঞানীর জন্য যে ঝগড়া করে তার সাথে ঝগড়া করা অনুরূপভাবে কোনো মুর্খের সাথে তর্ক করা কোনো ক্রমেই উচিৎ নয়। তার জন্য উচিৎ হলো, ঝগড়া-বিবাদ পরিহান করা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তর বিধ্বংসী বিষয় অহংকার pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় নিফাক pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ pdf বই ডাউনলোড
ইবরাহীমে নখয়ী রহ. বলেন, সালফে সালেহীন ঝগড়া-বিবাদকে অধিক র্ঘণা করত। তবে এ বিষয়ে প্রথমে আমাদের কয়েকটি বিষজ জানা অপরিহার্য। এক. ঝগড়া-বিবাদে বলতে আমরা কী বুঝি? দুই.আলিম উলামারা কেন ঝগড়া-বিবাদকে অধিক ঘৃণা। করেন? তিন. প্রসংশনীয় বিবাদ আর নিন্দনীয় বিবাদ কোনটি?উভয়টির উদাহরণ কী? ।
ঝগড়া বিবাদ থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে ।
চার. ঝগড়া বিবাদ করা কি মানুষের স্বভাবের সাথে জড়িত নাকি তা তার উপার্জন। এছাড়াও বিষয়টির সাথে আরো বিভিন্ন প্রশ্ন জড়িত । আশা করি এ কিতাবের মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খুজেঁ পাব। আমরা চেষ্টা করব সম্মানিত পাঠকদের এ সব প্রশ্নের উত্তর দিতে। আমরা আল্লাহ তাআলার দরবারে তাওফীক কামনা করি ।
তিনি যেন আমাদের ভালো ও কল্যাণকর কাজগুলো করার তাওফীক দেন আর আমাদের ভূলগুলো শুধনিয়ে সঠিক ও কামিয়াবলি পথে পরিচলানা করে। নিশ্চয় তিনি সব কিছুর ওপর ক্ষমতাশীল ও সক্ষম।এ বিষয়ে আরবীতে দুটি শব্দ ব্যবহার হয়েছে। এক হলো, জিদাল আর দ্বিতীয় হলো, মিরা।
জিদাল: এর অর্থ হলো, ঝগড়া করা ও কথা কাটাকাটি করা। অর্থাৎ প্রতিপক্ষকে প্রতিহত করা নিজের কথা সত্য প্রমাণ করা জন্য। এটি হলো, প্রতিপক্ষের সাথে ঝগড়া করা। আর মুজাদালাহ: এর অর্থ হলো, বিতর্ক করা তবে সত্য বা সঠিককে প্রকাশ করার জন্য নয়, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ।
নিচে অন্তর বিধ্বংসী বিষয় ঝগড়া বিবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.35 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সালেহ আল- মুনাজ্জিদ অনুবাদঃ জাকের উল্লাহ আবুল খায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ