অপপ্রচারের মুকাবিলায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ
অপপ্রচারের মুকাবিলায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ pdf বই ডাউনলোড। আপন অবস্থান সম্পর্কে সঠিক জ্ঞান থাকলেই মানুষ সঠিক কাজটি করতে পারে। তা না হলে বে-ঠিক কাজ করে কারেই মানুষ তার পৃথিবীর জীবনের পরিসমাপ্তি ঘটায়।
আমি কোত্থেকে এলাম, কোথায় এলাম, কেন এলাম এবং যাচ্ছি কোথায়? এইগুলো মানুষের মনে দেদীপ্যমান বড়ো বড়ো জিজ্ঞাসা । মানুষ নিজের চিন্তা শক্তিকে ব্যবহার করে এই প্রশ্নগুলোর সন্তোষজনক জওয়াব পাওয়ার চেষ্টা করেছে।
আরও দেখুনঃ তাবলীগ জামাআত pdf বই ডাউনলোড
ইতিহাস সাক্ষ্য দেয় এইভাবে মানুষ সদুত্তর লাভ করে ধন্য হতে পারেনি। বরং মানুষ উত্তরোত্তর চিন্তার জটিল থেকে জটিলতর আবর্তে পড়ে নাকানিটুবানি খেয়েছে। মানুষই নাস্তিকতাবাদ, অংশীবাদ, সর্বেশ্বরবাদ, বৈরাগ্যবাদ ইত্যাদির জন্ম দিয়েছে। রচনা করেছে বহুসংখ্যক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মতবাদ । এইগুলোর কোনটিই চিন্তাশীল মানুষের মনে নিত্য-ঘূর্ণায়মান মৌলিক প্রশ্নগুলোর সঠিক জওয়াব নয়।
আসলে এইসব জিজ্ঞাসার জওয়াব দেওয়ার যোগ্যতা মানুষের আদৌ নেই। সেইজন্য মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীন নিজেই এইসব প্রশ্নের জওয়াব মানুষকে দান করেচেণ তারঁ বাছাইকৃত ব্যক্তিদের মাধ্যমে অর্থাৎ নবী -রাসুলদের মাধ্যমে। আল্লাহ যুগে যুগে বহুসংখ্যাক নবী -রাসুলের আবির্ভাব ঘটিয়েছেন মানব- সমাজে।
আরও দেখুনঃ তাবলীগ জামাতের ধর্মতাত্ত্বিক ক্রিটিক pdf বই ডাউনলোড
যেইসব দেশে তারা আবির্ভূত হয়েছিলেন সেইগুলোর একটি থেকে অপরটির দুরত্ব অনেক। আবার, তাদেঁর আবির্ভাবকালের ব্যবধানও অনেক বড়ো। কিন্তু একই উৎস থেকে লাভ করেছিলেন বলে তাদেঁর উপস্থাপিত জীবন দর্শন ছিলো অভিন্ন। মানব জীবনের মৌলিক প্রশ্নগুলোর একই জওয়াব উচ্চারিত হয়েছে তাদেরঁ কন্ঠে।
ঈসা আঃ এর আবির্ভাবকালের ছয়শত বছর পর আবির্ভূত হয়েছিলেন সর্বশেষ নবী মুহাম্মাদ সাঃ। আল্লাহর রাসুল মুহাম্মাদ সাঃ অতীতের নবীদের মতোই আল্লাহ- প্রদত্ত নির্ভুল জিবন দর্শনের ভিত্তিতে নিম্নরূপ বক্তব্য লোকদের সামনে পেশ করতে থাকেন আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়, সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, ইত্যাদি।
আরও দেখুনঃ দাজ্জালের স্বঘোষিত অনুসারীরা pdf বই ডাউনলোড
নিচে অপপ্রচারের মুকাবিলায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.54 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ এ. কে. এম নাজির আহমদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ