অপূর্ণ জ্ঞান
অপূর্ণ জ্ঞান pdf বই ডাউনলোড। মানুষ এমন এক সৃষ্টি যার মাঝে ঘটেছে বৈপরিত্যের বিপুল সমাহার। একই সঙ্গে সে প্রখর মেধা, তীক্ষ জ্ঞান, নব সৃজন, নয়া উদ্ভাবন ও নিজেকে নিয়ে চিন্তা করার মতো শক্তির অধিকারি। তেমনি সে রূপকথা ও কল্পকাহিনী নির্মাণ এবং তার যথেচ্ছ ব্যভহারেও সক্ষম। দক্ষ সে সকলে যুগে সফক দেশে ব্যবসায়-বাণিজ্য করতে এবং তাতে ধোকাঁ ও ভেজাল ঢুকাতে ।
এখানে একটা মৌলিক প্রশ্ন আছে, যার উত্তর খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, যে মানুষ আজ এত সূক্ষ্মতিসুক্ষ্ম জিনিস আবিষ্কার করছে, এক সেকেন্ডেরও হাজার গুণ কম সময়ে কোনো কোনো কাজ সম্পাদন করছে ।
আরও দেখুনঃ অপারেশন মাজার ই শরীফ pdf বই ডাউনলোড
এবং কোটি বছর আগের কোনো প্রাণীর বয়স অনুমান করছে, সেই কি-না তার জীবনের পরতে পরতে বিচ্যুতি ও বিভ্রান্তির সহজ শিকার হয়! এমনকি তাকে বেপথু বা প্রবঞ্চিত করে, যা তার পতন বা মরণ ডেকে আনে, যা কোনো দুঃসাধ্য ব্যাপার নয়। আমি মনে করি না এ থেকে সম্পূর্ণ পরিত্রাণের কোনো আশা আছে।
তাহলে এ অবস্থার কারণগুলো কী? এ ব্যাপারে আমাদের করণীয়ই বা কি হতে পারে? হ্যাঁ, আমি এ নিবন্ধে সে সম্পর্কেই আলোচনার প্রয়াস পাব। মানুষের জ্ঞান কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। সে তার স্রষ্টাপ্রদত্ত জ্ঞানের ওপর ভিত্তি করে জগত সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না; বরং এদের দরকার পড়ে সুনির্দিষ্ট উদ্দেশবাহী শিক্ষা গ্রহনের এবং আরও দরকার পড়ে।
আরও দেখুনঃ অপারেশন মরু প্রান্তর pdf বই ডাউনলোড
এমন সব তথ্য ও বিবৃতিসমূহের যা দিয়ে সে তার বোধ, বক্তব্য এবং ইন্দ্রিয়গুলোকে নিরেট ও স্বচ্চ -স্ফটিক বানাতে পারে। যা তার পথকে করবে আলোকিত এবং পদক্ষেপকে করবে ভ্রান্তিমুক্ত। এই স্থল পার্থক্যটি সপ্রমাণ হয় উচ্চতর এবং প্রথমিক শিক্ষারত দুই ছাত্র কিংবা নিরক্ষর ।
স্বল্প জ্ঞান বা অভিজ্ঞতাশূন্য ব্যক্তির বিচার-জ্ঞানের মাঝে ব্যাপক পাথর্ক্য দ্বারা। এদিকে আমাদেরকে এ কথাটিও মনে রাখতে হবে যে, সব মানুষই চিন্তা ও গবেষনা করে, সমাধান পেশ করে এবং ঘটনার কারণ ও অনুঘটক আবিষ্কারের ও চেষ্টা চালায়।
আরও দেখুনঃ অপরিচিতা pdf বই ডাউনলোড
নিচে অপূর্ণ জ্ঞান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.58 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ ড. আব্দুল কারীম বাক্কার অনুবাদঃ আলী হাসান তৈয়বডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ