অপ্রয়োজনীয় ইমেইল কোথায় থাকে এই নিয়ে আমাদের একটা অজানা থেকেই যায় অনেক-এর কাছেই তাই যারা অপ্রয়োজনীয় ইমেইল কোথায় থাকে তাদের জন্য এই আর্টিকেল। আশা করি এটা পড়ার পর আপনারা বুঝতে পারবেন কি বলতে চেয়েছি।
অপ্রয়োজনীয় ইমেইল কোথায় থাকে
আমাদের জন্য জিমেইল এখন অনেক গুরুত্বপূর্ন একটা জিনিস হয়ে দাড়িয়েছে কেননা ইমেইল দিয়ে বিভিন্ন কাজের কথা কিংবা কন্ট্রাক কিংবা অন্যান্য অনেক কাজের কথা বার্তা আদান প্রদান করা হয়ে থাকে এবং এর মধ্যে গুরুত্বপুর্ণ সিক্রেট ও রয়েছে। ঘুম থেকে উঠে ইমেল চেক করায় অভ্যস্ত হয়ে উঠেছি আমরা।
ভাল বিষয়, অফিসের দরকারি ইমেল থাকতে পারে, থাকতে পারে কিছু ব্যক্তিগত বা পড়াশোনার জরুরি ইমেল। আর ইমেল মানেই আমাদের প্রথন পছন্দ –জিমেল। কিন্তু এখন জিমেলে তো অনেক সময় আবার অযাচিত কিছু ইমেলও চলে আসে। কখনও প্রয়োজনাতিরিক্ত বড় ফাইল বা অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের কিছু ইমেলে –ইনবক্সে সেগুলো দেখলেই কেমন যেন বিরক্তি ভাব লাগে, তাই না? কিছু যদিও জিমেলের স্প্যাম ফোল্ডারে ঢুকে পড়ে। বেশির ভাগই দরকারি ইমেলগুলিরই ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকে?
আরও বই দেখুনঃ
- Java Programming Language – বিগিনার টু এডভান্সড সকল pdf
- জাভা প্রোগ্রামিং শিখার জন্য পিডিএফ বই ডাউনলোড
- সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ c free pdf
- সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা শিখার জন্য বাংলা পিডিএফ বই
প্রতি মুহূর্তে কোটি কোটি স্প্যাম মেইল ছড়ানো হয় ইন্টারনেটে। এক জরিপে দেখা যায় ৬০ শতাংশ মেইল স্প্যামযুক্ত। অতিরিক্ত স্প্যাম মেইলের ফলে ইনবক্সের মধ্যে প্রয়োজনীয় মেইলটি খুঁজে পাওয়া যায় না।
আবার অনেক ক্ষেত্রে হ্যাকাররা স্প্যাম মেইল হ্যাক করার উদ্দেশ্য পাঠিয়ে থাকে। যেখান বিভিন্ন ভাইরাস এবং হ্যাকিং টুল যুক্ত থাকে। যা ব্যবহারকারীদের জন্য হুমকিস্বরুপ।অতিরিক্ত স্প্যাম মেইলের কারণে ইনবক্সে স্টোরেজ স্বল্পতাও দেখা যায়।

স্প্যাম ই-মেইল মূলত কি?
ই-মেইলের ইনবক্সে প্রায়ই অপরিচিত মেইল আইডি থেকে পণ্যের বিজ্ঞাপন, অফার, কোনো প্রতিষ্ঠানের সেবা সর্ম্পকে মেইল আসে। মূলত এসব অপ্রয়োজনীয় ই-মেইলগুলোকেই স্প্যাম ই-মেইল বলা হয়। যারা এসব পাঠায় তাদের স্প্যামার বলা হয়।স্প্যামাররা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে এবং স্বয়ক্রিয়ভাবে বিভিন্ন ই-মেইল আইডি জেনারেট করে স্প্যাম মেইল পাঠায়।স্প্যাম ই-মেইল ব্যবহরাকারীদেরে কি ক্ষতি করে।
মনের ভুলে বা কাজের চাপে নিজের জিমেইল অ্যাকাউন্টে আসা অপ্রয়োজনীয় ই–মেইলগুলো মুছে ফেলা আর হয়ে ওঠে না অনেকের। ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ই–মেইলে। বেশি বেশি ই–মেইল থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ই–মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।
তবে চাইলেই ‘জিমেইল অটোডিটেকশন’ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনবক্সে অপ্রয়োজনীয় ই–মেইল আসা বন্ধ করা যায়। চাইলে ইনবক্স থেকে পুরোনো ই–মেইলগুলোও মুছে ফেলা যায়। জিমেলে এক বারে একাধিক অপ্রয়োজনীয় ইমেল কী ভাবে ডিলিট করবেন?
- ১) প্রথমেই কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে জিমেল খুলুন।
- ২) তার পরে সার্চ বারের ঠিক পাশে দেখতে পাবেন, ‘শো সার্চ অপশনস’ (Show Search Options) নামক একটি লেখা।
- ৩) এবার সেন্ডারের নামটি টাইপ করুন তার জন্য আপনাকে ‘ফ্রম’ (From) বক্সে যেতে হবে।
- ৪) তার পরে ‘ক্রিয়েট ফিল্টার’ (Create Filter) অপশনটি সিলেক্ট করুন এবং পরবর্তীতে ‘ডিলিট ইট’ (Delete It) অপশনে ক্লিক করুন। [আশা করি আপনারা বুঝলেন যে স্প্যাম মেইল কোথায় থাকে এবং এটার জন্য আমাদের কি কি হতে পারে কিংবা হওয়ার সম্ভাবনা হয়।]