অমুসলিমদের সাথে রাসূল সাঃ এর আচরণ প্রসঙ্গ pdf বই ডাউনলোড। আমরা জানি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো ইসলামী শরীয়তের প্রতিটি বিধি-বিধানের বাস্তব অনুশীলনের প্রদর্শনক্ষেত্র। তাই নবী-জীবন আমাদের জন্য জীবনাচাররের এক অভিনব পন্থা পেশ করেছে। যাতে কিয়ামত পর্যন্ত আগত মানবগোষ্ঠীর প্রতিটি ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রকে সম্ভাব্য যতগুলো ঘটনা প্রবাহের মুখোমুশি হতে হবে সকল কিছুর শরঈ সমাধানের বাস্তব ও সুস্পষ্ট নমুনা বিদ্যমান রয়েছে।
মানবজাতির জীবনবিধান হিসেবে ইসলাম পূর্ণতার সুউচ্চ শিখরে উত্তীর্ণ এবং সৃজনশীলতা ও অভিনবত্তের চুড়ান্ত সীমায় উপনীত। এ শাশ্বত ধর্মের অনন্য বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রিকতার ব্যাপারে মহান আল্লাহর ঐ ঘোষণাই যথেষ্ট যা তিনি কুরআন অবতরণের সমাপ্তি লগ্নে দিয়েছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মীলাদ প্রসঙ্গ pdf বই ডাউনলোড
- অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই ডাউনলোড
- অমুসলিমদের নিকট ইসলাম প্রচারের দায়িত্ব pdf বই ডাউনলোড
- ইসলামে অমুসলিমদের অধিকার pdf বই ডাউনলোড
তিনি বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ন করলাম এবং তোমাদের ওপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম। (সূরা আল-মায়েদা. আয়াত: ৩)
যে সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন সে সমাজের সকল শ্রেনী-পেশার মানুষের সাথে চাল-চলন ও আচার-আচরণের সুষ্পষ্ট দৃষ্টান্ত খুজেঁ পাওয়া যাবে তারঁ জীবনীতে। আর সে সমাজের সিংহভাগ জনগোষ্ঠীই ছিলো ইয়াহুদী, খ্রিষ্টান ও মুশরিক প্রভৃতি অমুসলিমরা।
এ গ্রন্থটি রচিত হয়েছে অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিষয়ে। লেখক গ্রন্থটিতে বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিভিন্ন শ্রেণীর মুসলিমদেরকে সামাজিক স্বীকৃতি দান, তাদের প্রতি সম্মান প্রদর্শন, সদাচরন, ন্যায়পরায়নতা এবং বিশেষ করে শত্রুনেতাদের প্রতি তারঁ মহানুভবতার চমৎকার বিবরণ পেশ করেছেন।
মুসলিম উম্মাহর নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ ও চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য বইটির গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে বাংলাভাষায় কোনো বই আমার নজরে পড়ে নি। তাই বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে বাংলা ভাষায় এর অনুবাদ করার প্রয়াসী হই।
অনুবাদে কোনো ভূলত্রুটি দৃষ্টিগোচর হলে আমাকে অবহিত করার জন্য পাঠকের নিকট বিনীত অনুরোধ রইল। অসীম দয়ালু আল্লাহর নিকট আকুল আবেদন, তিনি যেন খালেসভাবে তারইঁ জন্য আমার এ পরিশ্রম কবুল করেন এবং এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দুনিয়ার কল্যাণ ও আখিরাতে নাজাতের অসীলা করে দেন।
নিচে অমুসলিমদের সাথে রাসূল সাঃ এর আচরণ প্রসঙ্গ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.02 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. রাগিব আস সারাজানী |
অনুবাদঃ | মুহাম্মাদ সাইফুল ইসলাম |