অলসতার বিরুদ্ধে যুদ্ধ pdf বই ডাউনলোড। যে ব্যক্তি কর্মহীন ও অলস জীবন যাপন করে সে মনুষ্যত্বের গন্ডি থেকে বেরিয়ে যায়; বরং প্রাণীর কাতার থেকেই তার নাম কেটে যায়। সে নিজের নাম লিখিয়ে নেয় মৃতের কাতারে। যেহেতু ‘অবসর’ মানুষের মানবিক বৈশিষ্ট্যসমূহকে নিঃশেষ করতে থাকে, তাই অব্যবহৃত প্রত্যেক প্রতিভা—বরং প্রতিটি অঙ্গ—তার কার্যক্ষমতা হারিয়ে অন্ধ চোখ এবং অবশ হাতের মতো হয়ে পড়ে।
তা কোনো কাজেই আসে না। এভাবে অলসতার কারণে মানবদেহ বিলাসিতায় অভ্যস্ত হয়ে যায়। ঠিক তেমনি গবেষণা ও চিন্তা-ভাবনা না করার ফলে অন্তর হয়ে যায় নির্বোধ। পৌঁছে যায় চতুষ্পদ প্রাণির স্তরে।
অলসতা এমন এক রোগ, যা কোনো ব্যক্তিত্ব দেখে আসে না। কারও পরোয়া করে এর আগমন ঘটে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
ব্যক্তি বৃদ্ধ হোক কিংবা যুবক, পুরুষ হোক কিংবা নারী, দ্বীনদার হোক কিংবা দুনিয়াদার—সবাই-ই এর দৃষ্টিতে এক। তাই প্রত্যেকেরই সচেতন থাকা উচিত। অলসতা কাউকেই তার তালিকার বাইরে রাখে না। এমনকি পরিশ্রমী ও কর্মঠ লোকদেরও সে ছাড় দেয় না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু বড় সত্য কথা বলেছেন।
মানবজীবনে ‘দৃঢ়তা’ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ অধিকাংশ মানুষই রমজান মাসে আল্লাহর আনুগত্যে যে পরিমাণ আগ্রহী ও মনোযোগী থাকে, রমজান শেষ হলে আমলের সেই জোয়ার আর থাকে না, ভাটা পড়ে যায়; আমলে অধঃপতন নেমে আসে। আমলি এই অধঃপতন দেখে আমার ভেতরে উদ্বেগ জাগল। রমজানের পরও যেন আমরা আল্লাহর আনুগত্যে অবিচল থাকতে পারি, সে বিষয়ে একটি ছোট পুস্তিকা লেখার মনস্থ করলাম আমি।
তবে পরপরই আবার মনে হলো—সমস্যাটা যেহেতু ব্যাপক, তাই এর সংশোধনও ব্যাপক আকারে প্রয়োজন। এজন্য উচ্চ মনোবল অর্জন এবং অবসন্নতা ও অলসতার মোকাবেলায় একটি বই লেখার সিদ্ধান্ত নিলাম । এমন সময় আল্লাহ তাআলার ইচ্ছায় একটি দ্বীনি মজলিসে এই বিষয়ে ‘দ্বীনি আলোচনা’র দাওয়াত এলো। আমিও আল্লাহর তাওফিকে তাদের দাওয়াতে সাড়া দিলাম।
সেখানে আল্লাহ তাআলা অধমের জবানে অনেক কল্যাণকর কিছু কথা বের করে দিলেন। ব্যাপারটা নিয়ে চিন্তা-ভাবনার পর আরও অধিকতর ফায়দা এবং ব্যাপক উপকারের আশায় সেগুলো বই আকারে মলাটবদ্ধ করার ইচ্ছা করি। অলসতা এমন এক কঠিন ব্যাধি, যা কারও ওপরে চেপে বসতে পারলে তার ইহকাল-পরকাল সবই বরবাদ করে দেয়।
নিচে অলসতার বিরুদ্ধে যুদ্ধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | তাজকিয়া পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 19 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড. খালিদ আবু শাদি |
বইয়ের অনুবাদকঃ | রিফাত হাসান |