অলসতার বিরুদ্ধে যুদ্ধ pdf বই ডাউনলোড। উপদেশ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেন- “শাদ্দাদ, যখন তুমি মানুষকে স্বর্ণ-রূপা জমিয়ে রাখতে দেখবে, তখন এই বাক্যগুলো মনে গেঁথে রেখো
হে আল্লাহ, আমি আপনার কাছে আদেশপালনে দৃঢ়তা এবং ঠিক কাজে অবিচলতার শক্তি কামনা করি।
আপনার অবশ্যম্ভাবী রহমত এবং মাগফিরাতের দৃঢ় ইচ্ছা আপনার কাছে চাই ।
আপনার নিয়ামতের শুকরিয়া আদায় এবং উত্তম ইবাদতের তাওফিক আমি কামনা করি আপনার কাছে ।
আপনার কাছে চাই প্রশান্ত মন, সত্যবাদী জবান । ” আপনার কাছে চাই সমূহ জ্ঞানের কল্যাণ, পানাহ চাই জ্ঞানের অকল্যাণ থেকে । মাফ চাই জানার ভুলভ্রান্তি থেকে, অবশ্যই আপনি সকল অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন। হাদিসের মান সহিহ, আস-সিলসিলাতুস সহিহাহ : ৩৮৮৮
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
খুব ভালো করে মনে বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায় কিছু বাক্য দেখতে পাবেন। যা আপনাকে পুরো বইয়ের কিছু কার্যকরী কথা মনে করিয়ে দেবে। আপনাকে অনুপ্রাণিত করবে বইয়ের ভেতর থেকে আরও মণিমুক্তা আহরণে। আপনার দায়িত্ব হচ্ছে— * পুরো বইয়ের চুম্বকাংশগুলো আলাদাভাবে টুকে রাখা। যখনই আপনি লেখাগুলোর দিকে তাকাবেন, তখনই যেন বইয়ের ভেতরের মূলকথা আপনার স্মরণে এসে যায়।
* ঘুমের আগে বিছানায় শুয়ে শুয়ে নিজের হিসাব নেবেন। * প্রতিটি কাজের আগে লক্ষ্য স্থির করবেন। কাজটি যদি হয় ইবাদত, তাহলে নিয়ত ঠিক করে তা আরও মজবুত করে নেবেন। আর কাজটি যদি অভ্যাসবশত হয়ে থাকে, তবে অভ্যাস থেকে পালটে তা কোনো ইবাদতের জন্য স্থির করেন। অতঃপর নিজেকে জিলেস করেন – কী লক্ষ্য স্থির করলে? * আপনার সবচে আপন, সবচে কাছের, প্রিয় রবের কাছে প্রার্থনা।
করেন, প্রত্যেক সালাতের পর এবং দুআ কবুলের সময়গুলোতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অলসতা মোকাবেলায় এবং অবিচল থাকার জন্য যে দুআগুলো করতেন, সেসব দুআগুলো আপনিও করেন। এগুলো আপনাকে অগ্রসর করবে আর আপনি কিভাবের পৃষ্ঠাগুলোতে মগ্ন হয়ে থাকবেন । * ভাই ও বন্ধু-বান্ধবদের সাথে দেখা হলে এবং ঈমানি মজলিস খোঁজেন এবং উপদেশ তালাশ করেন।
নিচে অলসতার বিরুদ্ধে যুদ্ধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | তাজকিয়া পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 15.00 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড খালিদ আবু শাদি |
বইয়ের অনুবাদকঃ | রিফাত হাসান |