অসহায় নারীদের সাহায্যার্থে এগিয়ে আসুন pdf বই ডাউনলোড। সালাতুল মাগরিব আদায় করে বাসায় ফেরার পথে মুক্তাদের ঘরের সামনে মানুষের ভিড় দেখে থমকে গেলাম। এগিয়ে গিয়ে যা শুনলাম তাতে আমার আক্কেল গুড়ুম। দাদার বয়েসী মুক্তার বাবা নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন! মুক্তর মায়ের চিৎকার শুনে লোকজন এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে।
মেয়ের বয়েসী স্ত্রীর কথায় অতিষ্ঠ হয়ে নাকি তিনি আত্মহত্যা করতে গিয়েছেন। বউ তার কাছে শুধু টাকা চায়। বাড়িভাড়া দেয়ার জন্য আজ সে খুব চেঁচামেটি করছিল। উপস্থিত লোকদের সামনে নির্লজ্জভাবে জানালেন আরও কিছু নির্জলা মিথ্যে কথা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুক্তার চেয়ে দামী pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- আসুন দ্বীনকে মানি pdf বই ডাউনলোড
- শয়তানের পরিচিতি pdf বই ডাউনলোড
- নারীদের পবিত্রতার জরুরী বিধান pdf বই ডাউনলোড
সেখানে অবশ্য তার কথায় গলার মতো কেউ ছিল না। মুক্তাদের ঘর লাগোয়া দালানের দোতলনা ফ্ল্যাটে ওঠার পর প্রায়ই দেখি ওই মুরুব্বিকে মুক্তাদের ঘরে যেতে-আসতে। ভেবেছিলাম মুরুব্বির হয়তো মুক্তার নানা হবেন। কিন্তু ভূল ভাঙ্গিয়ে দিলেন আমার সহধর্মিনী। তিনি নাকি মহিলার স্বামী।
পক্ষান্তরে মুরুব্বির বয়স যেখানে অন্যূন ষাট সেখানে মুক্তার মার বয়স হবে পচিঁশ থেকে ত্রিশের মধ্যে! যে কেউ মুক্তাকে নাতনি আর তার মাকে ভাববে তার মেয়ে হিসেবে। মুরুব্বির তার মেয়ের বয়েসী স্ত্রীকে প্রায়ই গালাগাল করেন। হাতও তুলেন বৈ কি। এসব শুনেই স্ত্রীকে বলেছিলাম বিয়ে কিভাবে হলো সে ইতিহাস জেনে নিতে।
আমি অফিসে গেলে মুক্তর মাকে প্রায়ই ঘরে ডেকে আমার স্ত্রী ভালো-মন্দ জিজ্ঞেস করেন। সাধ্যমত এটা সেটা দিয়ে সাহায্য করেন। তিনিই জানালেন মুক্তার মায়ের বেদনাবিধুর জীবনেতিহাস। মুক্তার মায়েরা ছিলেন এক ভাই এক বোন। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। একা একা তাদের মা লালন-পালনের কাজ করতে না পারায় ছেলেটি আয় রোজগার শুরু করেন।
সেই ভাইটিই এতিম বোনের বিয়ের ব্যবস্থা করেন। প্রায় দ্বিগুন বয়েসী এই লোকটি তার ভাইকে প্রায় বশ করে ফেলেছিলেন। তাছাড়া অসহায় বোনকে কোনো মত বিদায় করার জন্য তিনিও ছিলেন উদগ্রীব। ফলে বিধবা মা এবং খোদ বোনটি সম্মত না হলেও একরকম জোর করেই বিয়ে দেন এই বয়স্ক লোকটির সঙ্গে।
নিচে অসহায় নারীদের সাহায্যার্থে এগিয়ে আসুন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| বইয়ের প্রকাশকঃ | |
| বইয়ের ধরণঃ | নারীদের সাহায্য |
| বইয়ের সাইজঃ | 2.94 MB |
| প্রকাশ সালঃ | ২০১২ |
| বইয়ের লেখকঃ | আলী হাসান তৈয়ব |
| অনুবাদকঃ |






















