আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ
আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ pdf বই ডাউনলোড। জাহেলিয়াতের অন্ধকার আধুনিক কালে নতুন রুপে ফিরে এসেছে। শুধু এতটুকু হয়েছে যে তা যুগের পরিবর্তনের সাথে সাথে রূপ বদলে নতুন রূপ ধারণ করেছে।
আমরা একবিংশ শতাব্দীর এই মঞ্চে দাড়িয়েও আজ থেকে হাজার বছর আগের জাহেলিয়াতের স্মৃতি রোমন্থন করে ওদেরকে গালি দেই। তাদের সমাজ ব্যবস্থা অভ্যাকস, আচরণকে ঘৃনা করি। কিন্তু একবার যদি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে কি আমাদের ওদের চেয়ে খুব একটা ভালো মনে হয়??।
আরও দেখুনঃ ফ্রিম্যাসনারি বিশ্বের প্রাচীনতম গুপ্তগোষ্ঠী pdf বই ডাউনলোড
আধুনিকতার দাবিদার তো এমন কথা শুনলেই নাক ছিটকাবে। তারা সেই জাহেলিয়াতের যুগকে যতটা না ঘৃনা করে তার চেয়ে বেশি ঘৃণা করে জাহেলিয়াত পরবর্তী ইসলামী যুগকে। তারা এর নাম দিয়েছে মধ্যযুগ। তাদের দৃষ্টিতে মানবসভ্যতার ইতিহাসে এই যুগ সবচেয়ে নিকৃষ্ট। এই জন্যই তো তারা কথায় কথায় বলে মধ্যরযগীয বর্বরতামধ্যগীয আচরণ ইত্যাদি।
আজ সে বিষয়ে কথা বলার ইচ্ছা নেই। আজ যে কথাটা বলতে চাচ্ছি শিরোনামেই স্পষ্ট হয়ে উঠেছে লেখার মুল বিষয়বস্তু। শিরোনামের স্বার্থকতা ধরে রাখতে লেখার শুরুতে অন্ধকার যুগ বা আইয়ামে জাহেলিয়াতের সময়ের কিছু চিত্র উল্লেখ করবো। এর ধর্ষনের কিছু পরিসংখ্যান এবং সবশেষে বিশ্লেষণের চেষ্টা করবো।
আরও দেখুনঃ ঈমানের ৭৭টি শাখার আলোচনা pdf বই ডাউনলোড
কেন আমাদের সমাজ দিন দিন অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে? আইয়ামে জাহেলিয়াত বলতে হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী সময়কে বুঝায়। যে যুগ কেন আইয়ামে জাহেলিয়াত বলা হয়, সে যুগের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে জানা থাকলে বুঝতে সহজ হবে।
বিস্তারিত বলার সুযোগ নেই সংক্ষেপে শুধু এতটুকু জেনে নিন। আইয়ামে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। সে সময় ছিনতাই, রাহাজানি ছিল নিত্য দিনের ঘটনা। তবে জীবন্ত মানুষ (কন্যা সন্তান) কবর দেয়ার কথাটি শোনার সাথে সাথে আমার গায়ের প্রতিটি লোম দাড়িঁয়ে যায়।
আরও দেখুনঃ ঈমানের ৭৭ টি শাখা pdf বই ডাউনলোড
নিচে আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 7.11 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ