আখলাকুন নবী স. pdf বই ডাউনলোড । মহান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মহানবী হযরত মুহাম্মাদ সাঃ। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকেঁ সৃষ্টি না করলে বিশ্বজগতের আর কিছু সৃষ্টি করতেন না। মহামহিম আল্লাহ রাব্বুল আলামীনের যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তারঁ আখলাকও স্বাভাবিকভাবে শ্রেষ্ঠতম। আল্লাহ তাআলার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই তারঁ শ্রেষ্ঠতম সৃষ্টি রাসূল পাক সাঃ প্রশিক্ষিত হন।
এ জন্যই মহানবী হযরত মুহাম্মাদ সাঃ-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাঃ সংক্ষেপে বলেছিলেন তারঁ চরিত্র ছিল আল-কুরআন। অর্থাৎ পবিত্র কুরআনে উত্তম চরিত্র ও মহান নৈতিকতার যে বৈশিষ্ট্য প্রদর্শিত হয়েছে, রাসূল সাঃ-এর মাঝে তার সবই বিদ্যমান ছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামী সভ্যতায় এক হাতে মুসাফাহা pdf বই ডাউনলোড
- আট রাকাত তারাবী ওয়ালাদের আসল রূপ pdf বই
- চরিত্র গঠনে নামাজের অবদান pdf বই ডাউনলোড
- চরিত্র গঠনের মৌলিক উপাদান pdf বই ডাউনলোড
- নৈতিক চরিত্র গঠনে কুরআনের শিক্ষা pdf বই ডাউনলোড
এ কথা আজ সর্বজনস্বীকৃত যে, শেষ নবী হযরত মুহাম্মাদ সাঃ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব। মহান আল্লাহ রাব্বুল আলামীন হযরত মুহাম্মাদ সাঃ-কে উসওয়াতুন হাসানা বা সুন্দরতম আদর্শ হিসেবেই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি তারঁ চরিত্র, আচার-আচারণ তথা সকল কর্মকান্ডের মধ্যে দিয়ে তারই নজির রেখে গেছেন।
সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাঃ-এর সকল সুন্দরতম আচার-আচরণ, স্বভাব-চরিত্র ও নীতি-নীতি যথাযথভাবে বিশ্বস্ত বর্ণনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। মহানবী সাঃ-এর এই অতুলনীয় চরিত্র মাধুরী বিশ্বমানবের জন্য অনুকরণীয়।
আল্লাহ তাআলা ইসলামকে মানব জাতির জন্য একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করেছেন। এর পূর্ণতা দান করেছেন তারঁ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ-এর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাঃ যেমন ইসলাম প্রচার করেছেন এবং আল্লাহর ইচ্ছায় তার প্রসার ও বিকাশ ঘটিয়েছেন, তেমনি নিজের জীবনাচরণ, চরিত্র ও বহুমুখী কর্মকান্ডের মধ্য দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানব হিসেবেও নিজেকে প্রতিপন্ন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তারঁ প্রিয় হাবীব হযরত মুহাম্মদ সাঃ-এর চরিত্রের শ্রেষ্ঠত্বের কথঅ বলেছেন এভাবে: তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ।
হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর প্রেরিত নবী ও রাসূল হিসেবে ছিলেন সম্পূর্ণরূপে সফল। নিজের অনন্যতার বিষয়টি তিনি কখনোই উল্লেখ না করলেও সেই বিশেষণেই তিনি ভূষিত হয়েছেন। তিনি তারঁ জীবনে এমন কিছুই করেন নি যার কোন ত্রুটি বা খুতঁ চোখে পড়ে কিংবা তার সমালোচনা করা যায়। বস্তু এমন নিখুঁত, অমলিন ও পরিপূর্ণ জীবন ও চরিত্র বিশ্বের আর কোন মানুষের মাঝে দেখা যায় না।
নিচে আখলাকুন নবী স. pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশন |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর আখলাক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 72.9 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৮ |
বইয়ের লেখকঃ | হাফিয আবু শাইখ ইসফাহানী (র) |
অনুবাদকঃ | মাওলানা মুশতাক আহমদ-গং |