আত্ম শুদ্ধি pdf বই ডাউনলোড। অর্থঃ- নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য; আমরা তারঁই প্রশংসা করি এবং তারঁই কাছে সাহায্য কামনা করি আর তারঁই নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্ট এবং নিজেদের অন্যায় কার্যাদির অশুভ পরিণতি হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।
আল্লাহ যাকে হিদায়েত দান করেন তাকে বিভ্রান্তকারী কেউ নেই এবং যাকে তিনি বিভ্রান্ত করেন তাকে হিদায়েত প্রদানকরী কেউ নেই। আমি এ কথার সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত সত্য কোন মা’বুদ নেই, তিনি একক এবং তারঁ কোন শরীক নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মক্কা মদীনার বাইরে আলেম নেই pdf বই ডাউনলোড
- সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড
- হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
- সাহসী মানুষের গল্প ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- এসো কোরআন শিখি ২য় খন্ড pdf বই ডাউনলোড
আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে, নিশ্চয়ই মুহাম্মদ সাঃ-আল্লাহর বান্দা ও তারঁ রাসূল, তারঁ দোস্ত, তারঁ বন্ধু এবং তাঁর সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ পাক তাকেঁ হিদায়েত এবং সত্য দ্বীন দিয়ে কিয়ামত পর্যন্ত সুসংবাদদাতা এবং সতর্ককারী করে পাঠিয়েছেন। তিনি সিরালতের মহান দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছেন এবং আল্লাহ তায়ালঅর পক্ষ থেকে তারঁ প্রতি অর্পিত দায়িত্বকে তিনি যথাযথ ভাবে আদায় করেছেন।
এবং উম্মতকে তিনি সকল বিষয়ে উপদেশ প্রদান করেছেন। এবং তাঁর মত্য আসা পর্যন্ত আল্লাহর পথে সংগ্রাম করে গেছেন। এবং তিনি তারই উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ পাক তারঁ প্রতি এবং তারঁ পরিবার-পরিজন, তারঁ সাহাবায়ে কিরাম এবং যারা কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে তারঁ সুন্নাতের অনুসরণ করবে তাদের সকলের প্রতি রহমত নাযিল করুন। অনেক মানুষ বাহ্যিক সৌন্দর্য এবং তার শোভা প্রকাশ করা ছাড়া তার মধ্যে অন্য কোন আগ্রহই দেখা যায় না।
তাই আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে মুনাফেকদের বৈশিষ্ট্য বর্ণনায় সত্যই বলেছেনঃ অর্থ”(হে রাসূল) তুমি যখন তাদের (মুনাফেকদের) দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ কর, যেন তারা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ; তারা যে কোন শোরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলছে? (সূরা মুনাফিকূন ৪ আয়াত)
অতএব এই হলো সেই সমস্ত জাতি যারা দৃশ্যত সুন্দর ও মনোরম এবং তাদের কথায় প্রতারক। তাদেরকে আল্লাহ পাক দেয়ালে ঠেকানো কাঠের সাথে তুলনা করেছেন, যে কাঠের মধ্যে কোন উপকারিতা নেই এবং এ সমস্ত এমন দৃশ্য যার কোন মূল্য নেই এবং এমন অপরাধ ও অন্যায় যা অনুভব করা ও বুঝানো যায় না।
নিচে আত্ম শুদ্ধি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| বইয়ের প্রকাশকঃ | |
| বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
| বইয়ের সাইজঃ | 3.10 MB |
| প্রকাশ সালঃ | |
| বইয়ের লেখকঃ | খালেদ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল মুসলেহ |
| অনুবাদকঃ | আব্দুন নূর বিন আব্দুল জব্বার |






















