আন্দালুস হারানোর ৫২৭ বছর pdf বই ডাউনলোড।আন্দালুস। নামটার মধ্যেই কেমন যেন আপন আপন ভাব আছে। সাথে সাথে কেমন যেন বিরহ বিরহ ভাবও আছে। সবই হয়তো মনের কল্পনা। তবুও মনের কল্পনা তো ভালোবাসা থেকেই তৈরী হয়। মূল পর্বে যাওয়ার আগে, সামান্য একটু ভূমিকা= আল্লাহ তাআলার রীতিনীতিতে কোনও পরিবর্তন নেই। আমাদের প্রয়োজনেই, এই রীতিনীতিগুলো জানা জরুরী। তাহলে জীবনটা সহজ হয়ে যায়, সুন্দর হয়ে ওঠে।
আল্লাহ তাআলার স্বীকৃত নীতি হলো, একশ ডিগ্রী গরম হলে পানি টগবগে করে ফুটতে থাকবে। এই নীতি কেয়ামত পর্যন্ত থাকবে। এর কমবেশ হবে না। যদি এমন হতো, আজ ত্রিশ ডিগ্রীতে পানি ফুটতে শুরু করেছে। কাল চল্লিশ ডিগ্রী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাফসীরে তাওযীহুল কুরআন ২য় খন্ড pdf বই ডাউনলোড
- তিনশত বছর ঘুমিয়ে pdf বই ডাউনলোড
- খিলাফাহই সমাধান pdf বই ডাউনলোড
- তিন রঙের তিন pdf বই ডাউনলোড
পরশু পঞ্চাশ ডিগ্রী তাহলে জীবনটা কেমন হতো? টিকে থাকাই দায় হয়ে যেতো। আগুনের ধর্ম হলো পোড়ানো। কেয়ামম পর্যন্ত আগুন এই মর্মের ওপরই বহাল থাকবে। এর ব্যত্যয় ঘটবে না। ব্যক্তিক্রম হবে না। এটাই চিরাচরিত বিধান। ইব্রাহীম আ. আগুনে পোড়েন নি, সেটা মুজিযা। একজন মুমিন মু;জিযার তালাশে থাকবে না, বস্তুর স্বাভাবিক যা ধর্ম সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে। খাবার ছাড়া কোনও প্রাণী বাচঁতে পারে না। কোনও মানুষ যদি খাবার ছাড়া কয়েক দিন থাকে, সে মারা যাবে এটাই আল্লাহর বিধান।
বিভিন্ন জাতি, গোষ্ঠী ক্ষেত্রেও আল্লাহর বিধান হলো, একটি জাতি একসময় সবল থাকবে, তারপর আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। আবার দুর্বলতা থেকে আস্তে আস্তে সবলতার দিকে যাবে। এটা মুসলিম-অমুসলিম সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ইতিহাসের আশ্চর্যজনক একটা বিষয় হলো, অদ্ভুতভাবেই সেটার পুনরাবৃত্তি ঘটে। সে হিশেবে বলা যায়, আমরা যখন অতীতের কোনও ইতিহাস পড়ি, প্রকৃতপক্ষে সেটা শুধু অতীত নয়, ভবিষ্যতেরও ইতিহাস। কারণ অতীতে যা ঘটেছে। মেটা দাগে সেটা ভবিষ্যতেও ঘটবে।
একজন মুমিস কিভাবে ইতিহাস পাঠ করবে? উত্তর তার ইতিহাস পাঠের ধরন হবে, অতীতের ভাল মানুষেরা কিভাবে কাজ করেছেন, কোন পথে হেটেঁছেন, সেটা যাচাই করা। সে অনুযায়ী নিজে চলার পাথেয় সংগ্রহ করা। আন্দালুসের ইতিহাসটাও আমাদের জন্যে এক জীবন্ত শিক্ষা। এর ইতিহাসে আল্লাহর বিধান এতটা স্পষ্ট হয়ে আছে অন্য কোনও ইতিহাসে এতটা নেই।
উত্থান-শিখর আরোহণ-পতন তবে আমি শেষ পর্যায়কে পতন বলতে চাই না। বলতে চাই পুনরুত্থানের প্রস্তুতি ও প্রেরণা ও শিক্ষাগ্রহণ পর্ব। আন্দালুসের ক্ষেত্রে একটা ব্যতিক্রমধর্মী বিষয় আছে। অন্য জাতিগুলোর ইতিহাসে উত্থান- শিখরছোয়াঁ-পতনপর্বটা একবারই ঘটে। কিন্তু আন্দালুসে এই পর্বটা বেশ কয়েক বার ঘটেছে।
নিচে আন্দালুস হারানোর ৫২৭ বছর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 36.7 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |