আপবীতী ১ম খন্ড pdf বই ডাউনলোড। স্নেহাস্পদ! আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন। তোমার লেখা গ্রন্থটি পেয়ে খুবই খুশি হয়েছি। আল্লাহ তা’আলা তোমাকে দুনো জাহানে উত্তম জাযা দান করুন। আমি যেমনটি আশা করেছিলাম তার চেয়ে অনেক সুন্দর লেখা হয়েছে। এক সময় বিক্ষিপ্ত কিছু অংশ শুনেছিলাম, কিন্তু ধারাবাহিক শুনার দ্বারা যে মজা অনুভূত হয়েছে তা ইতোপূর্বে হয় নি। আমার দৃষ্টিশক্তি থাকলে দুই এক রাতেই তা শেষ করে দিতাম। আকাবিরের জীবন-ইতিহাস অধ্যয়নের প্রতি আমার সীমাহীন আসক্তি রয়েছে।
শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে মন চায় না। দিনের বেলা তো সুযোগ হয় না। তবে রাতের বেলা জরুরি মুতালা’আ সেরে জীবন-চরিত পড়া শুরু করতাম এতে অনেক সময় সকাল হয়ে যেত। যৌবনকালে সারা রাত জাগ্রত থাকা আমার জন্য কষ্টসাধ্য ছিল না। হযরত মাদানী কুদ্দিসা সিররুহু সাধারণত শেষ রাতে তিনটা কিংবা চারটায় তাশরিফ নিয়ে আসতেন। তাঁর আগমনের খবর পূর্বেই জেনে যেতাম ৷
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আমার একটি দোষ হচ্ছে, শোয়ার পর ঘুম পুরা না হওয়া পর্যন্ত আমি উঠতে পারতাম না। এজন্য এশার পর আমার কাজ শুরু করতাম। দুইটা কিংবা তিনটার দিকে পায়ে হেঁটে রেলস্টেশনে যেতাম। অসুস্থ হওয়ার পূর্বে কোনো সময় ষ্টেশনে যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করি নি। এ জন্য আমি এক দুই রাতে আকাবিরের জীবন চরিত পড়ে নিতাম। হযরত গঙ্গুহী, হযরত সাহারানপুরী, হযরত শায়খুল হিন্দ, হযরত থানভী, হযরত মাদানী, হযরত সাইয়েদ সাহেব, আমার চাচাজান এবং আরো অনেকের জীবন চরিত এভাবে পড়ে শেষ করেছি।
কিন্তু বর্তমানে চোখের সমস্যার কারণে অন্যের মুখাপেক্ষী হতে হয়-وصل ہو یا فراق ہو غالب + جاگنا ساری رات مشکل ہے এজন্য তোমার কিতাব দেখতে গিয়ে কয়েক রাত লেগে গেল । আলী মিয়ার লেখা একটি অনুচ্ছেদ ব্যতীত পুরো কিতাবটি পড়ে খুবই তৃপ্তি অনুভব করেছি। অনুচ্ছেদটি সংযোজন করে তুমি গোলাপের হাউজে এক বোতল পেশাব ঢেলে দিলে। মালীর ভাষায় এভাবে বলা যায়, উন্নত মখমলে পুরনো কাপড়ের তালি যুক্ত করে কিতাবটি (সৌন্দর্য) নষ্ট করেছ। তা ছাড়া এ অনুচ্ছেদে অনেক ত্রুটি রয়ে গেছে। পাণ্ডুলিপিটি আমার হাতে আসলে অনেক কিছু সংশোধন করে দিতাম।
যে সব বিষয় লেখার প্রয়োজন ছিল না তা বেশি পরিমাণে লেখা হয়েছে। আর যা লেখার প্রয়োজন ছিল, তা খুব সংক্ষেপে লেখা হয়েছে। দুটি নাযুক পরীক্ষা ও আল্লাহর তাওফীক শিরোনামে খুবই সংক্ষিপ্ত কথা লেখা হয়েছে এবং সেখানে কেবল দুটি পরীক্ষার বিষয় তুলে ধরা হয়েছে। অথচ এ ধরনের পরীক্ষা অধমের জীবনে অনেকবার সংঘটিত হয়েছে। স্বয়ং লেখক আলী মিয়ার সামনেও এ ধরনের বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম ঘটনা যা আমার পিতার ইন্তেকালের তৃতীয় দিন প্রকাশ পায়।
নিচে আপবীতী ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল কাউসার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 26.21 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ হাবীবুর রহমান |