আবূ মুসলিম আল খাওলানী pdf বই ডাউনলোড। আমাদের পিতা- মুসলিম মিল্লাতের পিতা হলেন আল-খলীল ইবরাহীম আঃ। অনেক ত্যাগ ও কুরবানীর পর, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই শুধু আল্লাহ তাআলা তাকেঁ খলীল বা একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তিনি আপনজনদের বিশেষ করে, পিতামাতার সাথে সম্পর্কচ্চেদ করতে বাধ্য হয়েছেন, জন্মভুমি ছেড়েছেন।
বৃদ্ধ অবস্থায় পাওয়া সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানী করেছেন, এবং সর্বোপরি জীবন্তবস্থায় আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাকেঁ গোটা মানবজাতির ইমাম বানিয়েছেন, একাই তাকেঁ একটি গোটা উম্মতের মর্যাদা দিয়েছেন।
আরও দেখুনঃ আবূ তালিব এর ইসলাম pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইবরাহীমকে তার রব্ব কিছু কিথা দিয়ে পরীক্ষা করেছেন। আর যখন সে তাকে উত্তীর্ণ হল তিনি বললেন, আমরা তোমাকে মানবজাতির ইমাম বানাবো। এজন্য সত্যপন্থী উম্মতগুলোর উদ্ভব হয়েছে ইবরাহীম আঃ এর বংশধরদের মধ্য থেকে, উম্মতে মুহাম্মদীও যার অন্তর্ভুক্ত। আর তারঁ গৌরবময় ঐতিহ্যকে যুগে -যুগে যথার্থ ধারণ এবং লালন করেছে এ উম্মতের সোনালী আলোয় উদ্ভাসিত সূর্য সন্তানেরা।
আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে কুরবানীর জন্য দান করেছেন।
আবূ মুসলিম আল-খাওলানী রহমতুল্লাহি আলায়হি তেমনই এক সূর্য সন্তান যিনি পিতা ইবরাহীমের আঃ মতই ঈমানদের অগ্নি- পরীক্ষা দিয়েছেন। জীবন্তাবস্থায় নিক্ষিপ্ত হয়েছেন আগুনে। আবার সে আগুন থেকে ইবরাহীমের আঃ মতই বেরিয়ে এসেছেন অক্ষত ও জীবন্তাবস্থায়।
আরও দেখুনঃ হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
সময় রসূলুল্লাহ সাঃ-এর জীবনকালের। যারা ইসলামকে নিজেদের প্রভাব- প্রতিপত্তি আর ক্ষমতার বাহন বানাতে ছেয়েছিল, কিন্তু হৃদয় দিয়ে এর খোদায়ী বিধান হওয়াকে অস্বীকার করেছিল; যারা নবুয়্যতকে মনে করেছিল মানুষের উপর প্রভাব বিস্তারের হাতিয়ার, কিন্তু এর খোদা নির্ধারিত প্রাতিষ্ঠানিক রুপকে বুঝতে ছিল অপারঙ্গম, তাদের মধ্যে অন্যতম কজন হলো মুসায়লিমা আল-হানাফী আল-কাজ্জাব, তুলায়হা আল-আসাদী এবং আল- আসওআদ আল-আনসী।
এরা সবাই নবুয়্যতের দাবী করেছিল মানুষকে ধোঁকা দিয়ে তাদের উপর প্রভুত্ব করার বাসনায়, অথবা নিজের গোত্র ও বংশের মান-মর্যাদা উচ্ছে তুলে ধরার আশায়। এদের কেউ রসূলুল্লাহ সাঃ এর ইন্তেকাল পর্যন্ত অপেক্ষা করেছে নিজেদের হীন উদ্দেশ্যর বহিঃপ্রকাশ ঘটাতে, আবার কেউ কেউ তারঁ জীবদ্দশাতেই নবুয়্যতের মিথ্যা দাবী করে বিদ্রোহের পতাকা উত্তোলন করেছে। আল-আসওআদ আল-আনসী দেষোক্তদের দলভূক্ত। নবুয়্যতের মিথ্যা দাবীদার আল-আন্সী ছিল ইয়ামনের অধিবাসী।
আরও দেখুনঃ তাহাবী শরীফ pdf বই ডাউনলোড
নিচে আবূ মুসলিম আল খাওলানী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।