আমার ঘুম আমার ইবাদত pdf বই ডাউনলোড। একটা ব্যাপার খেয়াল করেছেন প্রতিদিন যদি আমরা আট ঘন্টা করে ঘুমাই তবে এর অর্থ হবে আমাদের জীবনের এক-তৃতীয়াংশ ঘুমের মধ্যেই অতিবাহিত হয়ে যায়। যদিও ঘুম মৃত্যুর মতোই। ঘুমের ঘোরে চোখ বন্ধ করে থাকি যখন, আমরা দুনিয়া থেকে বেখবর হযে যাই।
তবু, জীবদ্দশায় আমাদের ঘুম এটা তো আমার জীবনেরই অংশ। আল্লাহ তায়ালা যে কেয়ামতের দিন আমার জীবনের হিসাব নিবেন তখন এই যে দৈনন্দিন আট ঘন্টা ঘুমিয়ে কাটালাম তার হিসাব কি চাইবেন না? অবশ্যই চাইবেন। জীবনের প্রতিটিা প্রশ্বাসের, প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে আমাদের তারঁ কাছে।
প্রখ্যাত সাহাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বলেছেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুক-আমি তো আমার ঘুম থেকেও সাওয়াবের আশা রাখি, যেমন সাওয়াবের প্রত্যাশা করি আমার নামাজ, আমার রোজা ও আমার তাবৎ ইবাদত থেকে। সুবহানাল্লাহ! আমরা তো মনে করি আমাদের ঘুম কেবল শরীরের ক্লান্তিনিবারক। দিনের যত শ্রান্তি তা দূর করবার জন্য আমি বিছানার বুকে এলিয়ে দিই আমার দেহ। ঘুম আমার কাছে কেবলই একটি মেডিসিসের মতো, যা আমাদের শরীরে এনার্জি ফিরিয়ে দেয়।
কিন্তু দেখুন, সাহাবায়ে কেরাম ঘুমকে কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতেন! তাদের কাছে ঘুম কেবলই ক্লান্তিনিবারক ছিল না। সেটা তো আছেই। ঘুম তো ক্লান্তি দূর করবেই। আর আমি নিদ্রাকে করেছি ক্লান্তিনিবারণকারী। কিন্তু তারা এটাকে ইবাদতও মনে করতেন।
কেন? কীভাবে তারা ঘুমের মতন একটা আবশ্যিক কাজকে ইবাদত ভেবেছেন! তারা ভাবতে পেরেছেন কারণ, তাদের ঘুমটাও যে ছিল কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী। তাদের সামনে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের চিত্র। তারা জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো ঘুমের বেলাতে এসেও অনুসরণ করতেন নবীজিকে। এবং পূর্ণমাত্রায়। তাই তারা বলতে পেরেছেন। আমাদের ঘুম আমাদের ইবাদত।
বিনিময়ে তারা হয়ে উঠেছেন মুমিনের আইডল। ঈমান পরিমাপের মাপকাঠি। তোমরা ঈমান আসো যেমন ঈমান এনেছে মানুষেরা (সাহবায়ে কেরাম)। এখন আমাদের ঘুমকে ইবাদতের অংশ করবার জন্য প্রথমেই আমাদের জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমোতেন। ঘুমোনার পূর্বে আরও কী কী প্রাসঙ্গিক কাজ করতেন। এবং এটাও আমাদের জন্য জেনে নেওয়া প্রয়োজন ঘুম থেকে জেগে-ই বা নবীজি কী করতেন। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে আমার ঘুম আমার ইবাদত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| বইয়ের প্রকাশকঃ | |
| বইয়ের ধরণঃ | আমল বিষয়ক বিষয়ক |
| বইয়ের সাইজঃ | 21.07 MB |
| প্রকাশ সালঃ | ২০২০ সাল |
| বইয়ের লেখকঃ | আহমাদ সাব্বির |
| অনুবাদকঃ |






















