আমি বারো মাস তোমায় ভালোবাসি pdf বই ডাউনলোড। আমার ঘরের পূর্ব দিকের জানালাটা যখন খুলে দেই তখন অন্তরের ভেতরে থেকে সতস্ফুর্তভাবে একটি বাক্য আমার দু ঠোটের ফাঁক দিয়ে বের হয়ে আসে। আমি ভালোবাসি প্রভু শুধু তোমাকেই ভালোবাসি। জানালাটা খুলেলেই প্রথমে চোখে পড়ে ছোট্ট একটা ফসলের মাঠ-তারপর ছোট্ট একটা গ্রাম। গ্রামের পরেই নীল আকাশ।
ব্যাস-এইটুকুই কিযে সুন্দর। প্রতিদিন যেন রূপ বদল হয় ছোট্ট মাঠখানির। কখনো গাঢ় সবুজ, যেনোসবুজ কার্পেট বিছানো। মাঝে মাঝে বাতাসে সবুজ কার্পেটখানি দুলে ওঠে। তারপর দিন যায় মাস যায় সবুজ কিছুটা ফিকে হয় ধানের শীষ বের হয়। কি যে এক অপরূপ রূপে অপরূপা হয়ে ওঠে আমার জানালার ধারের ছোট ফসলের মাঠখানি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শিশু বিশ্বকোষ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- রমযানের ফযীলত গুনাহ মাফের মাস pdf বই
- রোযার মাসায়েল pdf বই ডাউনলোড
- রমযান মাসের সমাপ্তি pdf বই ডাউনলোড
- ইসলামী দিবস সমূহ বার চাঁন্দের ফযিলত pdf বই ডাউনলোড
সারা দেশে যখন বন্যা দেখা যায়। ভেসে যায় গ্রাম-গঞ্জ, রাস্তা-সড়ক। তখন বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়। দেশের মানুষ তখন পানিতেই হাবুডুবু খায়, কিন্তু সে পানি পচাঁ নোংরা আবর্জনাময়। জীবন বাচাঁতে তখন ত্রাণ সামগ্রীর সাথে বোতলজাত বিশুদ্ব পানিও পাঠাতে হয়। তখন চারিদিকে থৈ থৈ করে যে পানি, তার নাম জীবন নয় মরন।
যদিও তা পানি। তবে তা দুষিত পানি। ঠিক তেমনি দুষিত পানির মতো বিদয়াতের সয়লাবে ডুবে গেছে দেশ আমাদের। বিশুদ্ধ পানির মতো ইবাদত ও সীমাবদ্ধ হয়ে গেছে। বিদয়াতই ইবাদাতের জায়গা দখন করে নিয়েছে। যে সব পীর মাশায়েখ আরব, ইরান, ইয়েমেন থেকে এদেশে এসেছিলেন ইসলামের বাণী নিয়ে।
শিরক বিদয়াতের পচাঁ দুর্গন্ধময় নর্দমা দূরিভুত করে এনেছিলেন জান্নাতী সালসাবিলের ঝর্ণা ধারা সেইসব পীরের মাজার আর আস্তানাই হয়েছে এখন শির্ক বিদআতের আড্ডাখানা। সেই সব মর্দে মুজাহিদ পীরদের নামেই সারাদেশে বয়ে চলেছে শির্ক আর বিদআতের বন্যা। এই বন্যা প্রতিরোধ করার ক্ষমতা হয়ত আমার নেই। এই কথা বলে কি রেহাই পাব? আমার রব যে আমাকে সঠিক ইবাদত বোঝবার তৌফিক দিয়েছেন।
আমাকে তো সেই হক আদায় করতে হবে। আমার কাছে তো বিশুদ্ধ পানির সন্ধান আছে সেই পানির সন্ধান তো এই বন্যা দুর্গতদের দিতে হবে। তা না হলে আমার মাবুদ আমার প্রতি তো নারাজ হয়ে যাবেন। শুধু সেই ভয়ে। আর রাব্বুল আলামিনের দয়া ও করুনা পাওয়ার আশায় আমার এই ক্ষুদ্র প্রয়াশ। মহান রব আমার এই বুনেছিলেন আমার আব্বা মোহাম্মাদ ফখরুল ইসলাম মোল্লার রুহের প্রতি যেন দয়া প্রদর্শন করেন। তাকে যেন ক্ষমা করে দেন। আমীন! সুম্মা আমিন। আশা করি আপনাদের সকলের বইটি জানা এবং পড়া দরকার যদি আরও পড়তে জানতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আমি বারো মাস তোমায় ভালোবাসি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রিমঝিম প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 1.55 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ |
বইয়ের লেখকঃ | মাসুদা সুলতানা রুমী |
অনুবাদকঃ |