আরবের চাঁদ pdf বই ডাউনলোড। পৃথিবীব্যাপী উন্নতির জোয়ার-পাশ্চাত্যের কথিত সভ্য ও শিক্ষিত মানুষদের জীবনযাপন ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি লক্ষ করলে এই কথা সবার কাছেই সুস্পষ্ট হয়ে যায় যে, বর্তমান পৃথিবীতে উন্নতি ও অগ্রগতির এক বিস্ময়কর প্রতিযোগিতা চলছে। পৃথিবীর প্রতিটি কোণ থেকে, প্রতিটি জনপদ থেকে, প্রতিটি ভূখণ্ড থেকে জেগে ওঠার ডাক উঠেছে।
উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় নিয়ে মানুষ নিরলস কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের আগ্রহ-উদ্দীপনা দেখে তো মনে হচ্ছে তারা সৌরজগতের সীমানা পেরিয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশের গোপন রহস্য উন্মোচন করতেও অস্থির হয়ে উঠেছে। যার মাধ্যমে তারা এই আঁধারে ছাওয়া পৃথিবীকে জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির আলোয় আলোকিত করে তুলবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
বিশ্বের প্রত্যেক সচেতন ও আলোকিত মানুষের অন্তরেই তার দেশ ও জাতির কল্যাণ এবং সফলতার চিন্তাভাবনা এতটা জায়গা করে নেয় যে, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে সে তার জাতির কল্যাণ সাধনেই ব্যস্ত থাকে। শুধু তাই নয়, নিজ কর্মকাণ্ড, আগ্রহ-উদ্দীপনা ও বৈপ্লবিক চিন্তাধারার মাধ্যমে নিজ জাতির অনুভূতিহীন নিস্পৃহ নির্জীব মানুষগুলোর হৃদয়ে নয়া জীবনের প্রাণসঞ্চার করে।
এবং তাদেরকেও জাতির কল্যাণের প্রতিযোগিতায় অংশীদার করতে অস্থির হয়ে ওঠে। মূলত এটাই একজন সত্যিকার দেশপ্রেমিক ও সচেতন নাগরিকের পরিচয়। দেশমাতার কল্যাণে যারা কাজ করেছেন, সংগ্রাম করেছেন, তারা এই চরিত্রেরই অধিকারী ছিলেন। নিজেদের হৃদয়ের সুপ্ত চেতনার বারুদ দিয়ে যারা প্রাণে প্রাণে আগুন জ্বেলেছেন ।
নিচে আরবের চাঁদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 12.5 MB |
প্রকাশ সালঃ | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | স্বামী লক্ষ্মন প্রসাদ |
বইয়ের অনুবাদকঃ | শাহদাত হোসাইন |