আলফিয়াতুল হাদীস pdf বই ডাউনলোড। আলফিয়্যাতুল হাদীস বা নির্বাচিত ১০০০ হাদীস, হাদীসের একটি নির্ভরযোগ্য অতি মূল্যবান ও উপকারী কিতাব। কিতাবটি আরবী ভাষায় হওয়াতে বাংলার সর্বসাধারণ মুসলমান ইহার উপকারীতা হইতে বঞ্চিত ছিল এতদিন। মাতৃভাষায় পাঠদান ও পাঠগ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে এখন আর কাহারো দ্বিমত নাই। জনৈক কবির কথা সত্যিই যথার্থঃ “বিনা স্বদেশী ভাষা, মিটে কি মনের আশা” ।
বর্তমানে দেশের প্রায় অধিকাংশ দ্বীনি শিক্ষা প্রতিষ্টঅনে মাতৃভাষা চর্চার প্রতি মনোযোগিতা লক্ষ্য করা যাইতেছে। এর ফলশ্রুতিতে কওমী মাদ্রাসার সিলেবাস ভুক্ত অনেক কিতাবের অনুবাদ , ভাষা ইত্যাদি রচিত ও প্রকাশিত হইতেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন pdf বই ডাউনলোড
- আল হিদায়া ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- দরসে ইবনে মাজাহ pdf বই ডাউনলোড
- ২৪ ঘন্টায় রাসূলের ১০০০ সুন্নাত pdf বই ডাউনলোড
কওমী মাদ্রাসার বিভিন্ন শিক্ষা বোর্ডের দশম শ্রেণীর আবশ্যকীয় পাঠ্য হিসেবে আরবী ভাষায় রচিত আল ফিয়াতুল হাদীস নামে এখানা হাদীসের কিতাব দীর্ঘদিন যাবত পাঠ দিয়া চলিয়া আসিতেছে। বাজারে ইহার কোন বাংলা অনুবাদ এমনকি উর্দু অনুবাদও না থাকায় কিতাবটির পাঠ গ্রহণে ছাত্রদের অনেক হিমশিম খাইতে হইতেছে। অনেকক্ষেত্রে কোন কোন উস্তাদকে পাঠ দানে অনুবিধার সম্মুখীন হইতে হয়। উপরন্তু কিতাবটি সর্বসাধারণ মুসলমানের জন্যও হাদীস শিক্ষার একখানা অনুপম ও নির্ভরযোগ্য কিতাব।
অতএব, এই মূল্যবান হাদীস গ্রন্থখানি আমাদের মাতৃভাষা বাংলাতে অনূদিত হউক ইহা ছিল আমার দীর্য দিনে এক স্বপ্নসাধ।
আজ হইতে প্রায় ৫ বছর পূর্বে ১৯৯৫ সনের রমজানের শেষ দশ দিনের এতেকাফে বসিয়া আল্লাহর রহমতের উপর ভরসা করিয়া “রোজা পর্ব” হইতে অনুবাদ শুরু করি। জিলকদ মাসের ভিতরেই রোজা, হজ্জ, ও যাকাতের বয়ান আল্লাহর অসীম অনগ্রহে অনুবাদ করিতে সক্ষম হই। এই বৎসরই (১৯৯৫) বায়তুল্লাহ শরীফের হজ্জ করি।
ইসলাম একটি পরিপূর্ণ জীব ব্যবস্থা। মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধান ইহাতে বিশদভাবে আলোচনা করা হইয়াছে। এই ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করিতে হইলে ইহার মূল উৎস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা অপরিহার্য।
নিচে আলফিয়াতুল হাদীস বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | নির্বাচিত ১০০০ হাদীস গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 15.0 MB |
প্রকাশ সাল | ২০০৭ ইং সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুফতী মোবারক উল্লাহ |