আল্লাহকে পেতে মাধ্যম গ্রহন pdf বই ডাউনলোড। স্রষ্টা ও সৃষ্টির মাঝে মাধ্যম মানার ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক বিষয়। পরিতাপের বিষয় যে, অনেক মুসলমানই এ সম্পর্কে পরিস্কার কোন ধারণা রাখেনা। ফলে আমরা আল্লাহর সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হতে চলেছি, যে সাহায্য করার কথা তিনি কুরআনে তারঁ কাছে আশ্রয় কামনা এবং তারঁ শরীয়তের অনুসরণ করার শর্তে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন: (আর মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা আর-রূম:৪৭) ।
( যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে তিনিও তোমাদের সাহায্য করবেন, এবং তোমাদের পদযুগলে স্থিতি দিবেন । সূরা মুহাম্মাদ:৭)। (আল্লাহর জন্যই যাবতীয় সম্মান, আর তারঁ রাসূলের জন্য, এবং মুমিনদের জন্য। সূরা আল-মুনাফিকুন: ৮)। (তোমরা দুর্বল হয়োনা, এবং তোমরা চিন্তা করোনা, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে-ইমরান: ১৩৯)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহকে পেতে পীর ধরা pdf বই ডাউনলোড
- আল্লাহকে যদি পেতে চাও pdf বই ডাউনলোড
- অসীলাহর মর্ম ও বিধান pdf বই ডাউনলোড
- ঈমান ভঙ্গের কারণসমূহ pdf বই ডাউনলোড
সৃষ্টি ও স্রষ্টার মাঝে মাধ্যম বলতে কি বুঝায়, এ ব্যাপারে মানুষ তিনটি দলে বিভক্তঃ এক দল হচ্ছে তারা যারা শরীয়ত প্রণেতা হিসাবে প্রেরিত একমাত্র মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মানতে নারাজ, বরং তারা দাবী করছে, আর কত জঘন্যই না তাদের এ দাবী-যে, শরীয়ত শুধুমাত্র সাধারণ মানুষের জন্য উপরন্ত তারা এ শরীয়তকে ইলমে হাজীর বা প্রকাশ্য বিদ্যা হিসাবে নামকরণ করছে।
তারা তাদের ইবাদতের ক্ষেত্রে কতেক বাজে চিন্তা-ধারণা ও কুসংস্কারকে গ্রহণ করে ইলমে বাতেন বা গোপন বিদ্যা নামে চালু করেছে, আর এর দ্বারা যা অর্জিত হয় তার নাম দিয়েছে কাশ্ফ। মূলত তাদের এই কাশ্ফ ইবলীশি কুমন্ত্রণা আর শয়তানী মাধ্যম ছাড়া কিছু্ নয়, কারণ এটা ইসলামের সাধারণ মূলনীতির পরিপন্থী, এ ব্যাপারে তাদের দলগত শ্লোগান হলোঃ
এ কথা আমার মন আমার রব থেকে সরাসরি বর্ণনা করেছে। এতে করে তারা শরীয়তের আলেমদের সাথে ঠাট্টা করছে এবং এ বলে দোষ দিচ্ছে যে, তোমরা তোমাদের বিদ্যা অর্জন করছ ধারাবাহিক ভাবে মৃতদের থেকে আর তারা তাদের বিদ্যা সরাসরি চিরঞ্জীব, চিরস্থায়ী রব এর কাছ থেকে অর্জন করছে। এ সমস্ত কথা দ্বারা তারা অনেক সাধারণ মানুষকে আকৃষ্ট করে তাদের পথভ্রষ্ট করছে।
আর শরীয়ত নিষিদ্ধ অনেক কাজ তারা এভাবে জায়েয করেছে যার বিবরণ তাদের কুসংস্কারপূর্ণ বই গুলিতে বিশদভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ফলে এ ব্যবস্থার অবসান কল্পে আলেমগণ তাদেরকে কাফের এবং ধর্ম বিচুযতির কারণে তাদের হত্যা করার নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন।
নিচে আল্লাহকে পেতে মাধ্যম গ্রহন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ | আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |