আল্লাহর ভয়ে কাঁদা
আল্লাহর ভয়ে কাঁদা pdf বই ডাউনলোড। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন, এটা এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন সময়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সে লোকদের লোম শিউরে উঠে যারা তাদের রবকে ভয় করে।
তারপর তাদের দেহমন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ঘোষণা নিঃসন্দেহে যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছিল অর্থাৎ ইহুদি ও খ্রিষ্টানদেরকে তাদেরকে যখন এটা শুনানো হয় তখন তারা অবনত মস্তকে সিজদাহ লুটিয়ে পড়ে এবং বলে ওঠে মহিমা আমাদের প্রভূর।
আরও দেখুনঃ মুমিনের গুনাবলি pdf বই ডাউনলোড
আমাদের রবের অঙ্গিকার তো পূর্ণ হয়েই থাকে এবং তারা নতমুখে কাদঁতে কাদঁতে লুটিয়ে পড়ে এবং তা শুনে তাদের বিনয় আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামীনের ঘোষণা- এরাই হচ্ছে নবীঘন আদম সন্তানদের মধ্যে থেকে যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ ।
করিয়েছিলাম, তাদের বংশধরদের থেকে, আর ইবরাহীম ও ইসলাঈলের বংশধরদের থেকে, আর এরা ছিল তাদের মধ্যে থেকে যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম। এদের অবস্থা এই ছিল ।
আরও দেখুনঃ ইনসানে কামেল pdf বই ডাউনলোড
যে যখন করুণাময়ের আয়াত এদেরকে শুনানো মতো তখন কান্নারত অবস্থায় সিজদাহ লুটিয়ে পড়ত। আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুলের সাঃ কে বলতে শুনেছি, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেনীর মানুষকে তারঁ আল্লাহর ছায়াতলে তিনি আশ্রয় দিবেন।
আর তারা হলো- শায়খ আলবানী আত-তারগীব ওয়াত-তারহীব গ্রন্থে বলেন, আল্লাহর ছায়ার পরিধি হলো তার প্রভুত্বের /মালিকানার পরিধি। প্রতিটি ছায়াই তারঁ ছায়া, তারঁ সম্পত্তি, তার সৃষ্টি এবং কর্তৃত্ব। অর্থাৎ আল্লাহ এ ছায়ার মালিক। যে বিষয়টি এখানে জোর দেয়া হয়েছে তা হলো, এটা হলো আল্লাহর গোলাম আল্লাহর ঘর ইত্যাদি শব্দগুলোর মতো।
আরও দেখুনঃ আল্লাহর উপর তাওয়াক্কুল গুরুত্ব pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর ভয়ে কাঁদা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.21 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ শাইখ হুসাইন আল-আওয়াইশাহ অনুবাদঃ মুহাম্মাদ মুসিন খানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ