আল্লাহুম্মা বাল্লিগনা রমাযান pdf বই ডাউনলোড। দরজায় কড়া নাড়ছে আরেকটি মাহে রমজান। সিয়াম ও কিয়ামের মাস! রাব্বে কারিমের রহমত ও অনুগ্রহে সিক্ত হওয়ার মাস! রাব্বে গাফুরের মাগফিরাত ও ক্ষমালাভে ধন্য হওয়ার মাস! দয়াময় আল্লাহর কাছে থেকে জাহান্নাম হতে মুক্তির ফরমান হাতে পাওয়ার মাস!।
মহিমান্বিত রজনীর মাস, লাইলাতুল কদরের মাস! তেলাওয়াতে কুরআন মাস ! আল্লাহর কাছে প্রার্থনার মাস , দোয়া কবুলের মাস! দান সাদকা করার মাস ,নববী বদান্যতার অনুসরণের মাস ! সবর ও ধৈযের অনুশীলনের মাস ! হামদর্দি ও সহমর্মিতার চর্চা করার মাস !।
আরও দেখুনঃ এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
সামান্য আমলে অসামান্য অর্জনের মাস ! দরজায় কড়া নাড়ছে মুসলিম জীবনের সর্বোত্তম – সর্বশ্রেষ্ঠ মাস! পশ্চিমাকাশে উদিত হতে যাচ্ছে আরেকটি হিলালে রমজান : জীবন উদ্যানে পুষ্পিত বসন্তের সুবাসিত ফল্গুধারা নিয়ে , রহমত , মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এবং সামান্য অর্জন ও প্রাপ্তির সওগাত নিয়ে । অর্জন ও উপার্জনের মাস মাহে রমজান আমাদের জীবনে আবারও উপস্থিত হয়েছে।
এবং হয়তো শেষবারের মতো ! মোটেও কি অসম্ভব ? ! প্রিয়জন – পরিচিতজনদের কতজন গত রমজানেও ছিলেন , এক সঙ্গে সাহরি – ইফতার করেছেন , তারাবি আদায় করেছেন : কিন্তু আজ তারা নির্জন কবরের বাসিন্দা ! তারাও কি কেউ ভেবেছিলেন , আগামি রমজানের নতুন চাঁদ আমার জীবনে অঅসবে না ?!।
আরও দেখুনঃ আসুন দ্বীনকে মানি pdf বই ডাউনলোড
আল্লাহুম্মা বাল্লিগনা রমাদন গত বছরেইতো কতজন! চারিদিকে শুধু মৃত্যু ও মৃত্যুর হাতছানি হাতছানি !।প্রতিদিন , প্রতিঘন্টা , প্রতিক্ষণ ! চলে যাচ্ছে একজন -দুজন . হাজার ছাড়িয়ে লক্ষজন : করোনা নামের এক অদৃশ্য থাবায় ! কেউ কি জানে — এরপর কার পালা এই কিয়ামাতের বিভীষিকায় ! প্রিয় পাঠক , নিশ্চিত করেই আপনারযাপিত জীবনে।
অনেকগুলো রমজান মাস গত হয়েছে । স্মনে হয়তো জীবনের শেষ মাহে রমজান । হযতো শেষ সুযোগ অনন্ত জীবনকে সাজাবার , সর্বশেষ সুযোগ পরকালের পাথেয় জোগার করার । আমার আপনার আমাদের প্রত্যেকের কর্তব্য বরকত , রহমত ও মাগফিরাতের ফল্গুধারায় সিক্ত এ মাসের প্রতিটি ক্ষণ ও প্রতিটি ভগ্নাংশের সঠিক ব্যবহার ।
আরও দেখুনঃ আল মুকাদ্দিমা দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
নিচে আল্লাহুম্মা বাল্লিগনা রমাযান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল হাসান বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 13.3 MB প্রকাশ সালঃ ২০২০ ইং বইয়ের লেখকঃ মুফতি তাকি উসমানি দাঃবাঃ অনুবাদঃ আবু মুসআব উসমানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ