আল আসমাউল হুসনা pdf বই ডাউনলোড। ’আল্লাহ’একটি ব্যাপক অর্থবেধক শব্দ । আল্লাহর সবক’টি নামের অর্থ এই এক শব্দের মাঝেই সন্নিবেশিত রয়েছে । এটি এমন একটি নাম, যা অন্য কারও উপর প্রয়োগ হয় না । এর বিপরীতে অন্য নামগুলো অর্থের বিবেচনায় অন্য যে কারও ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে । ‘আল্লাহ’নামটি ইসলামে প্রবেশের একমাত্র ফটক ।
প্রত্যেক মুসলমানকে অবশ্যই এ শাক্ষ্য দিতে হয় , আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল । (অনেকদিন আগের কথা ) এক গ্রামে একজন সৎলোক বাস করতেন । একমাত্র তিনিই আল্লাহর ঈবাদত করতেন । অন্যরা সবাই স্থানীয় একটি গাছের পূজা করতো।
গ্রামের লোকদের তিনি অনেক বুঝিয়েছেন । তাদেরকে নসীহত করেছেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সরল পথের সন্ধানে pdf বই ডাউনলোড
- শয়তানের বিরুদ্ধে লড়াই pdf বই ডাউনলোড
- কুরাআনি ভাবনা pdf বই ডাউনলোড
- শয়তানের পরিচিতি pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১৮তম খন্ড pdf বই ডাউনলোড
কিন্তু লোকেরা তার কথায় কর্ণপাত করতো না ।তারা উল্টো বিদ্রুপ করতো । অবশেষে লোকটি সেই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন । সিদ্ধান্ত অনুযায়ী একদিন কুড়াল হাতে গাছটি কাটার উদ্দেশ্যে রওয়ানা হলেন তিনি ।পথিমধ্যে শয়তান তার সামনে মানুষের আকৃতি ধারণ করে হাজির হলো । জিজ্ঞেস করলো , ভাই , তুমি কুড়াল হাতে কোথায় যাচ্ছ ?
তিনি বললেন -লোকেরা আল্লাহকে ছেড়ে যেই গাছের পূজা করছে , সেটিকে কাটতে যাচ্ছি এবং সেটি না করে আমি বাড়ি ফিরবো না । শয়তান বললো- আপনি যদি গাছটি না কেটে বাড়ি ফিরে যান,তাহলে আমি প্রতিদিন সকালে আপনার বালিশের নিচে এক থলে অর্থ নগদ রেখে দিবো । অর্থের লোভে লোকটির মাথা নষ্ট হয়ে গেলো । শয়তানের কথা শুনে তিনি বাড়ি ফিরে গেলেন এবং সকালবেলা বালিশের নিচে সে এক থলে অর্থ পেয়েও গেলো এভাবে অনেকদিন কেটে গেলো ।
হঠাৎ একদিন অভ্যাসমতো বালিশের নিচে হাত ঢুকিয়ে দেখলেন , সেখানে কোন টাকা নেই। তখন তিনি রাগান্বিত হয়ে কুড়াল হাতে সেই গাছটির দিকে রওয়ানা হলেন । তিনি গাছটির কাছে এসে শয়তানকে দেখতে পেলেন । শয়তান সেখানে বেশ আয়েশ করে বসে আছে । কুড়াল হাতে লোকটিকে দেখতে পেয়ে শয়তান জিজ্ঞেস করলো , কী মনে করে এলে ? লোকটা বললেন : আমি এই গাছটি কেটে ফেলবো ।
নিচে আল আসমাউল হুসনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল হাসান |
বইয়ের ধরণঃ | আল্লাহর ৯৯ নাম বিষয়ক |
বইয়ের সাইজঃ | 35.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সামীর হালবি গং- |
অনুবাদকঃ | আব্দুল্লাহ আল ফারুক গং- |