আল ওয়ালা ওয়াল বারা বন্ধুত্ব ও শত্রুতা pdf ডাউনলোড। ইসলামী আক্বীদার মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা প্রতি ঈমান, ফেলেশতাদের প্রতি ঈমান, আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান, নাবী-রাসূলগণের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান এবং তাক্বদীরে কল্যাণ-অকল্যাণের প্রতি ঈমান আনয়ন করা কে দীন হিসাবে গ্রহণকারী প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব হলো, যারা এ বিষয়গুলোকে তাদের আক্বীদা হিসাবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদের সাথে শত্রুতা করবে।
সুতরাং সে তাওহীদপন্থী ও একনিষ্ঠদেরকে ভালোবাসবে এবং তাদেরকে বন্ধু বানাবে। একই সঙ্গে কাফির-মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটি ইবরাহীম আলাইহিস সালাম ও তার সাথীদের দীনের অন্তর্ভূক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ইবরাহীম ও তার সাথীগণের মধ্যে চমৎকার নমুনা রয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুসনাদে আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
- বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড
- তালবীসুল ইবলীস pdf বই ডাউনলোড
- ইসলামের প্রথম খলীফা pdf বই ডাউনলোড
যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লারহ পরিবর্তে যার ইবাদত, করো, তার সাথে আমাদের কোনো সম্পর্কে নেই। আমরা তোমাদেরকে অস্বীকার করছি। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস না করা পর্যন্ত তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চির শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে। (সূরা মুমতাহিনা ৬০:৪) ।
মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীনের কথাও তাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ! ইয়াহূদী ও খ্রিষ্টানদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ যালিমদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। (সূরা আল মাদিয়া ৫: ৫১)।
এ আয়াতে নির্দিষ করে আহলে কিতাব ইয়াহুদী ও খ্রিস্টান দেরকে বন্ধু বানানো হারাম করা হয়েছে। সমস্ত কাফেরদেরকে বন্ধু বানানো হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ! তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও অথচ তোমাদের কাছে যে সত্য আগমন করেছেম তারা তা অস্বীকার করে।
তারা রসূলকে এবং তোমাদেরকে বহিস্কার করে, এ অপরাধে যে, তোমরা তোমাদের পালকর্তার প্রতি বিশ্বাস রাখ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্যে বের হয়ে থাক, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো? তোমরা যা গোপণ কর এবং যা প্রকাশ কর তা আমি ভালভাবে জানি। তোমাদের মধ্যে যে এটা করে, সে সরল পথ হতে বিচ্যুত।
নিচে আল ওয়ালা ওয়াল বারা বন্ধুত্ব ও শত্রুতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুস সুন্নাহ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ |
বইয়ের লেখকঃ | শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান |
অনুবাদঃ | শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী |