আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআনের বিষয়বস্তু সমূহকে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বিক্ষিপ্ত মণিমুক্তার মতো ছড়িয়ে দিয়েছেন। কেন দিয়েছেন সেটা মহান আল্লাহই ভালো জানেন। ভাই প্রকৌশলী মইনুল হোসেন ‘আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত’ গ্রন্থে মহাগ্রন্থ আল কুরআনের কিছু মণিমুক্তা সদৃশি আয়াতকে বিষয়ভিত্তিক করে একটি মালা গাঁথার চেষ্টা করেছেন। গ্রন্থটি বাংলা অর্থসহ “আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত” সংকলন। গ্রন্থটিতে সর্বমোট ১৮টি অধ্যায় আছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলোঃ
১. তাওহীদ ২. রিসালাত ৩. নেক আমল ৪. নবীগণ ৫. হালাল ৬. হারাম ৭. কেয়ামত ৮. জান্নাত ৯. জাহান্নাম ১০. সৃষ্টি ১১. কাফের ১২. কুরআন ১৩. দোয়া ১৪. মুমিনগণ ১৫. সূরা ফাতিহা ১৬. কুরআন ও বিজ্ঞান ১৭. আয়াত কণিকা ১৮. আসমা হুসনা ১৯. ডিজিটালাইজেশন ২০. আমাদের সম্পর্কে
আরও ইসলামিক বই দেখুন:
পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। পবিত্র কুরআন মুমিনদের জন্য হেদায়াত। পবিত্র কুরআন সবচেয়ে বড় সুপারিশকারী। হেরা পর্বত, রাসূল সাঃ মহান আল্লাহর ধ্যানে মগ্ন। নাজিল হলো পবিত্র কুরআনের প্রথম আয়াত। (যার অর্থ) ‘পড়! তোমার প্রভুর নামে’। (সূরা আল আলাক্বঃআয়াত ১)।
আফসোস আমরা যারা কোরআন পড়ি (অধিকাংশই) তার অর্থ বুঝে পড়ি না। অবশ্যই পবিত্র কুরআন (বুঝে বা না বুঝে) তেলাওয়াত করার মধ্যে অশেষ সওয়াব আছে। তবে পবিত্র কুরআনের অর্থ না বুঝে পড়লে আমরা কিভাবে পবিত্র কুরআন অনুযায়ী আমল করবো?
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, “আচ্ছা তবে কি তারা কুরআন সম্বন্ধে চিন্তা করে না?” (সূরা আন নিসাঃ আয়াত ৮২) অপর এক আয়াতে আল্লাহ বলেন, “জ্ঞানী লোকদের জন্য আমি আমার আয়াত সমূহ খুলে খুলে বর্ণনা করি।” (সূরা ইউনুসঃ আয়াত ৫)
অথচ আমরা কুরআনের অর্থ বুঝে পড়ি না। এমনকি আমরা সচরাচর যে সমস্ত সূরাগুলি (যেমনঃ সূরা ফাতিহা, লাহাব ইত্যাদি) দিয়ে নামাজ পড়ি তার অর্থও আমরা সঠিকভাবে জানি না। তাহলে কিভাবে নামাজের মধ্যে আমাদের ধ্যান খেয়াল আসবে? আমরা যদি অর্থ বুঝে পবিত্র কুরআন পড়তে শুরু করি, তাহলে আমরা অন্তর দিয়ে অনুধাবন করতে পারবো। বাস্তবিকই পবিত্র কুরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।
নিচে আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশক: মীনা বুক হাউজ সম্পাদনে: মুফতি রফিকুল ইসলাম আল মাদানী মূল লেখকঃ প্রকৌশলী মইনুল হোসেন সাইজঃ 35.8 MB
ডাউনলোড সার্ভার-১ : Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ