আহকামে মাইয়েত pdf বই ডাউনলোড। মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করা এমন একটি ইবাদত যা জীবিত ও মৃত সকলের সাথে সাক্ষাতের সঙ্গেই প্রযোজ্য। জীবিত মানুষের সাথে মুলাকাত ও সাক্ষাত করা যেমন মুসলমানদের হক এবং ছওয়াবের কাজ, মৃতু মুসলমানের সঙ্গে সাক্ষাৎ ও জিয়ারতও তেমনই মুসলমানের হক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহকামে হজ্জ pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
এবং ছওয়াবের কাজ। উল্লেখ্য, মৃতু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা বলতে তার কাছে যাওয়া বুঝানো হয়েছে। হযরত আবূ হুরায়রা রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন;
মুসলমাননের প্রতি মুসলমানের ছয়টি বৈশিষ্ট্য রয়েছে। অসুস্থ হলে দেখতে যাবে, মৃত্যুবরণ করলে উপস্থিত হবে, ডাকলে সাড়া দিবে, সাক্ষাৎ হলে সালাম দিবে, হাচিঁ দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়অরহামুকাল্লাহ বলবে এবং তার উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থায় কল্যাণ কামনা করবে। তিরমিযী; ২৭৩৭ ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন ।
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, কোন মুসলমান মৃত্যুবরণ করলে সেখানে উপস্থিত হওয়া তার হক বা অধিকার। এ উপস্থিতি দ্বারা জানাযার নামাযে উপস্থিত হওয়াই মূল উদ্দেশ্য। এর পরেও শব্দের ব্যাপকতার আওতায় মৃত্যুর সংবাদ পেয়ে দেখতে যাওয়াও অন্তর্ভুক্ত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্য ছিলো কোন মুসলমানের মৃত্যু সংবাদ পেলে সেখানে উপস্থিত হওয়া।
হযরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত আছে যে, তারঁ স্বামী হযরত আবূ সালামা রা. মৃত্যুবরণ করলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছিলেন। (মুসলিম: ২০০২) হযরত ইবনে আবী মুলাইকা রহ. থেকে অপর একটি মাউকুফ হাদীসে বর্ণিত আছে যে, অর্থাৎ- আল্লাহ তাআলা যা গ্রহণ করেন এবং দান করেন তা তারই অধিকারে। আর প্রত্যেকটি জিনিসের একটি নির্দিস্ট সময় রয়েছে। সে যেন ছবর করে এবং এটাকে ছওয়াবের কারণ মনে করে। (বোখারী, হাদীস নং-১২০৯) আশা করি আপনারা উপকৃত হবেন।
নিচে আহকামে মাইয়েত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আবরার |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজ | 40.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতি গোলামুর রহমান |
বইয়ের অনুবাদকঃ |