5
(6)

ইনসাইড র pdf বই ডাউনলোড। আমি গুপ্তচর তুমি গুপ্তচর এ ধরণের লুকোচুরি খেলা বহুদিন যাবত পৃথিবী জুড়ে চলছে। পাতলা বা অকিঞ্চিৎকর আবরণে সত্য পরিচয় ঢেকে রেখে গুপ্তচরবৃত্তি চালানো ইন্টেলিজেন্স জগতে বহুল আলোচিত একটি পদ্ধতি, যদিও এক ঢেকে রাখা স্বীকৃত নৈতিকতার মানদন্ডে বড় ধরণের প্রশ্নসাপেক্ষ কোনো ব্যপার নয়। অন্যদেশের গুপ্তচর নিজদেশে প্রায় খোলাখুলিভাবে শুধু যৎকিঞ্চিৎ পাতলা আবরণের Cover কূটনৈতিক পরিচয় আড়ালে গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত থাকে ।

কিন্তু যখনই ঐ পাতলা আবরণটি খসে যায় তখন নিশ্চিতভাবেই বলা যায় যে, সে গ্রেপ্তার হতে চলেছে। সকলের মনেই একটি মৌলিক প্রশ্ন জাগতে পারে গুপ্তচর কেন? এ ক্ষেত্রে সহজ স্বাভাবিক উত্তর হচ্ছে টিকে থাকার জন্য ।

আরও ইসলামিক বই দেখুনঃ

ক। প্রাচীন যুগে গুপ্তচরবৃত্তি (Spies in Ancient Times) টিকে থাকার সংগ্রাম, পৃথিবীতে প্রাণ বা জীবন উদ্ভবের দিনের মতোই পুরানো। প্রাচীন প্রস্তর, লৌহ ও তাম্র যুগে আমরা পাথর ও ধাতব অস্ত্রের সন্ধান পাই। এ সব অস্ত্র-শস্ত্র শুধু খাদ্য সংগ্রহের জন্য নয় বরং হিংস প্রাণীর আক্রমণ ও পরবর্তীতে সহযোগী মানুষের বিরুদ্ধে আত্মরক্ষার জন্যও ব্যবহৃত হয়েছে।

টিকে থাকার সংগ্রাম শুধু অস্ত্রের গুণগত মান ও তার ব্যবহারের প্রকৃতির উপর নির্ভরশীল ছিল না বরং শত্রুর চরিত্র সম্পর্কে জ্ঞানের ওপর অর্থাৎ কখন, কোথায় এবং কিভাবে শত্রু আক্রমণ চালাবে এ সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে। গুপ্তচর ও গুপ্তচরবৃত্তি নিয়ে আগ্রহ কম-বেশি সবারই আছে। বিখ্যাত জেমস বন্ড বা মাসুদ রানার ভক্ত এ দেশে বোধকরি কম নয়।

আমাদের দেশের প্রখ্যাত লেখখ কাজী আনোয়ার হোসেন একমাত্র অপ্রতিদ্বন্দ্বী লেখখ যিনি তার রচনায় গুপ্তচরবৃত্তি ও এসপায়োনজ নিয়ে বেশ কিছু লেখালেখি করেছেন। ক্লানিময় একঘেয়ে জীবনে ক্ষনিকের জন্য কল্পজগতে ভেসে বেড়ানোর মধ্যে আছে এক ধরণের আলাদা রোমাঞ্চ। তবে বাস্তবতার নিরিখে বলতে হয়, এ সবই হচ্ছে Spy Fiction বা Spy Thriller কিন্তু Real World of Spies নয়। প্রকৃত প্রস্তাবে ইন্টেলিজেন্স জগত একটি রূঢ়, নিরামিষ, নিরানন্দময় কর্মক্ষেত্র হিসেবে গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত পেশার লোকদের কাছে পরিচিত।

পৃথিবীর প্রতিটি দেশেরই গুপ্তচরসংস্থা থাকে। কিন্তু এর খুব কমই আন্তর্জাতিক পরিমন্ডলে বিচরণের ক্ষমতা রাখে। আবার তার মধ্যে হাতে গোনা কটি সংস্থা সফলতার সাথে অপারেশন পরিচালনার রেকর্ড গড়তে পারে। ভারতীয় গুপ্তচর সংস্থা-র এমনি একটি প্রতিষ্ঠান। আবার সব সাফল্যের মাঝে তাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ১৯৭১ সালে পরিচালিত অপারেশন বাংলাদেশ ।

নিচে  ইনসাইড র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ 

ইনসাইড র pdf বই ডাউনলোড

বইয়ের প্রকাশকঃ   বাংলাদেশ ডিফেন্স জার্নাল পাবলিশিং 
বইয়ের ধরণঃ    ইতিহাস বিষয়ক  
বইয়ের সাইজঃ  8.76 MB
প্রকাশ সালঃ   
বইয়ের লেখকঃ    অশোকা রায়না 
অনুবাদঃ  আবু রূশদ 
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

Join Our Facebook Group

যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।

বইটি সম্পর্কে আপনার মূল্যবান রেটিং দিন?

Click on star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this book.

As you found this post is useful...

Follow us on social media!

We are sorry that this book was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve our site?