ইলহামী ভবিষ্যৎবাণী pdf বই ডাউনলোড। একই বইটি সেই সকল মানুষদের জন্য যারা দুনিয়াবী বিভিন্ন ফিতনায় জড়িত কিন্তু বাস্তবতা সম্পর্কে কোন জ্ঞান রাখেনা ও যারা বর্তমান ও ভবিষ্যতের ফিতনাগুলো সম্পর্কে অজ্ঞ। হাদিসে এসেছে যারা ফিতনা সম্পর্কে জ্ঞান রাখতে ফিতনা তাদেরকে ছুতে পারবে না। কোন ঘটনা ঘটলেই মানুষ মনে করেন এটি স্বাভাবিক কিন্তু প্রত্যেকটি বড় ঘটনার পিছনে আল্লাহ তায়ালা রহস্য রেখে দিয়েছেন আর রেখেছেন আমাদের জন্য সংকেত বা আলামত বা নিদর্শন।
বিভিন্ন ফিতনার হাদিসে অর্থাৎ মহানবী সাঃ এর বিভিন্ন ভবিষ্যৎবাণীর হাদিসের সাথে এই জামানার ঘটনাগুলো মিলে যাচ্ছে। আর তা থেকে বুঝতে পারছি আমরা শেষ জামানার শেষ সময়ে রয়েছি। আর সেই ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়িত হয়েছে, হচ্ছে এবং হবেও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইলম ও জিহাদ pdf বই ডাউনলোড
- কিতাবুল ইলম জ্ঞানার্জন pdf বই ডাউনলোড
- কিতাবুল ইলম জ্ঞানার্জন pdf বই ডাউনলোড
- অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
- জ্ঞান ও ঈমান pdf বই ডাউনলোড
কিয়ামত পর্যন্ত সকল কিছুই আল্লাহ তার রসূল হযরত মুহাম্মাদ সাঃ-কে জানিয়েছেন আর তার মাধ্যমে আমরা পরে জেনেছি। তাই যেকোনো ঘটনা দেখে, যেকোনো ফিতনার আলামত দেখে আমাদের সহজেই তা চিনে ফেলার সুযোগ রয়েছে এবং ফিতনা থেকে বেচে থাকারও উপায় রয়েছে। কিন্তু আমরা বেশির ভাগই সময় আল্লাহর মনোনীত বান্দারা, মুজাদ্দিদরা গোপন বিষয়ে আল্লাহ তায়ালা থেকে দিক নির্দেশনা ও ইলহাম পেয়ে তা মানবজাতির কল্যাণে লাগিয়েছেন ও দ্বীনকে সংস্কার করেছেন।
আল্লাহ তার দ্বীনকে প্রতি শতাব্দীতেই সংস্কার করেন ও পুনরুজ্জীবিত করেন। তারা কুরআন-হাদিসের জ্ঞান ছাড়াও বিশেষ জ্ঞান প্রদত্ত হন যার মাধ্যমে তারা সঠিক-বেঠিক ভালো-মন্দ অন্যদের থেকে আরো ভালো করে আলাদা করতে পারেন। এছাড়াও আল্লাহর অনেক প্রিয় বান্দারাও আল্লাহর পক্ষ হতে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে থাকেন।
তারা উম্মাতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষ ইলম দিয়ে বিভিন্ন কিতাবাদি লিখেছেন এবং বিভিন্ন ভবিষ্যৎবানী করে গেছেন। আর সেই সকল ভবিষ্যৎবাণীগুলো সেই রসূলেল সাঃ করা ভবিষৎবাণীকেই হুবহু সত্যায়ন করে। এই যুগে অনেক মুসলিমরাই বাতেনি ইলম বা গুপ্ত ইলম বা ইলমে লাদুনি এর উপর বিশ্বাস রাখেনা।
তারা বলে এসব কিছুই জাহেরি ইলম বা প্রকাশ্য ইলম আর সেটি শরীয়তের মাধ্যমে পরিপূর্ণ। এই একটিতে বিশ্বাস না রাখার জন্য তারা ঈমান থেকে বের হয়ে যেতে পারে। আল্লাহর কাছ থেকে বিভিন্ন সময় অনেকেই বাতেনি ইলম তথা বিশেষ জ্ঞান পেতে পারেন। এ বিষয়ে এই বইয়ের প্রথমেই ব্যাখা করা হয়েছে যা আপনাকে এই ভ্রান্তি থেকে মুক্তি দিবে ইনশা আল্লাহ।
নিচে ইলহামী ভবিষ্যৎবাণী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আখিরুজ্জামান গবেষণা কেন্দ্র |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 6.02 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ |
বইয়ের লেখকঃ | জিহাদুল ইসলাম |
অনুবাদঃ |