ইসরাইলের উত্থান পতন pdf বই ডাউনলোড। আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইলের উত্থানের গল্প পুরোপুরি বুঝতে হলে জানতে হবে প্রাচীন “ইহুদী জাতির ইতিহাস”, যে ধর্মীয় ইতিহাসের সূচনা ইসলাম ধর্ম, খ্রিস্টধর্ম আর ইহুদী ধর্মের আদি পিতা ইব্রাহিম (আ)-এর হাত ধরে। বিস্তারিত জানা থাকলে বুঝতে বেশি সুবিধা হবে, তবে অতি সংক্ষেপে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত ইহুদী জাতির খ্রিস্টপূর্ব ইতিহাসটুকু বলে নেয়া যাক। কারণ আমাদের এ. বইতে থাকছে খ্রিস্টীয় শতকের সূচনা থেকে ভবিষ্যৎ পৃথিবীর ইতিকথা, যার নেপথ্যে এই ইহুদী জাতি ।
হিব্রু বাইবেল এবং ইসলামি ধর্মীয় ইতিহাস মোতাবেক, ঈশ্বর ‘ইয়াহওয়েহ’ (হিব্রুতে স্রষ্টাকে এ নামেই ডাকা হয়, আর আরবিতে ‘আল্লাহ’) নবী হযরত ইব্রাহিম (আ)-কে প্রতিশ্রুতি দেন, পবিত্র ভূমি কেনান তার বংশধরকে দেয়া হবে । এটিই এখন ইসরাইল-ফিলিস্তিন অঞ্চল। অর্থাৎ তার উত্তরসূরিরা এ এলাকার মালিক হবে ।
ঈশ্বরের নাম হিসেবে ‘ইয়াহওয়েহ’ (717)-কে এতটাই পবিত্রজ্ঞান করত ইহুদীরা, যে তারা উচ্চারণই করত না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
বরং কোথাও নামটা লেখা থাকলে তারা সেটাকে পাঠ করত ‘আদোনাই’ (১৭৪) বলে, যার মানে ‘প্রভু আমার’। আর যদি সত্যি সত্যি পাশের শব্দটাই ‘আদোনাই’ হয়ে থাকে, তাহলে তারা ‘ইয়াহওয়েহ’ (YHWH)-কে ডাকত ‘এলোহিম’ (arts) বলে। অতিধার্মিক ইহুদীরা আজও এ রীতি মেনে চলে। প্রায় তিন সহস্র বছর আগের মোয়াবদেশীয় ফলকে আমরা ইয়াহওয়েহ নামখানা দেখতে পাই-
ইব্রাহিম (আ)-এর প্রধান দুই পুত্র ইসমাইল (আ) আর ইসহাক (আ)। ভাগ্যক্রমে, ইসমাইল (আ) ও তার মা হাজেরাকে আরবের মক্কায় নির্বাসনে পাঠানো হয়। আর ওদিকে কেনান দেশে রয়ে যান ইসহাক (আ), যাকে ইংরেজিতে ডাকা হয় ‘আইজ্যাক’। তার পুত্র ছিলেন ইয়াকুব (আ), অর্থাৎ ১৪ ইসরাইলের উত্থান-পতন
‘জ্যাকব’। ইয়াকুব (আ)-এর আরেক নাম ছিল ‘ইসরাইল’, তার বারো সন্তানের নামে ইসরাইলের বারো গোত্রের নাম হয়। ঘটনাক্রমে বারো পুত্রের একজন ইউসুফ (আ) ভাইদের চক্রান্তে মিসরে উপনীত হন দাস হিসেবে। জেলের ভাত খেয়ে সাত বছর পর ভাগ্যের চাকা ঘুরে নিজেকে মিসরকর্তার ডান হাত হিসেবে আবিষ্কার করেন।
তিনি, এবং একইসাথে হন নবী। দুর্ভিক্ষপীড়িত অন্য ভাইয়েরা তখন তার কাছে সাহায্য চাইতে মিসরে আসে। তারা তখনও জানতো না, ইনিই তাদের মৃত বলে ধরে নেয়া সেই ভাই ইউসুফ (আ), বা ‘জোসেফ’। ইউসুফ (আ) তাদেরকে ক্ষমা করে দেন এবং পুরো পরিবারকে নিয়ে আসেন মিসরে।
নিচে ইসরাইলের উত্থান পতন pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ছায়াবীথি প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইহুদী জাতির ইতিহাস |
বইয়ের সাইজঃ | 30.25 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৯ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ ইবনে মাহমুদ |
বইয়ের অনুবাদকঃ |