ইসলামী অর্থনীতি দর্শন ও কর্মকৌশল pdf বই ডাউনলোড। পৃথিবীতে যত প্রকার অর্থব্যবস্বথা চালু আছে, তার কোনটির সঙ্গেই ঈমানের কোন সম্পর্ক নেই কিন্তু ইসলামের অর্থনীতির সঙ্গে ঈমানের সম্পর্ক এত গভীর, যেমন দেশের সঙ্গে মাথার সম্পর্ক। মাথা বাদ দিলে যেমন দেহ মুর্দা তার আধা পয়সার মূল্য নেই, ঠিক তেমনই ঈমানকে মাইনাস করলে বাদ দিলে অর্থনীতি আর ইসলামী থাকতে পারে না।
কাজেই যে মূল ভিত্তির উপর ইসলামের অর্থনীতি গড়ে উঠেছে তা হচ্ছে ঈমান। এরপর এর মূলনীতির যেসব শাখা রয়েছে তার প্রত্যেকটির সঙ্গেই সম্পর্ক রয়েছে ঈমানের। এজন্য অত্যন্ত সঙ্গত কারণেই বলা চলে, ইসলামী অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে ঈমান। যেমন ইসলাম যাকাতকে ফরজ করেছে যা সংগ্রহ করবে রাষ্ট্র আর দেবে একজন ব্যক্তি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরআনে অর্থনীতি দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
- ছোটদের ইসলামী অর্থনীতি pdf বই ডাউনলোড
- অর্থনীতি রাজনীতি বাংলাদেশে প্রেক্ষিত pdf বই
- অর্থনীতি ও ইসলাম সংকলন pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনীতি pdf বই ডাউনলোড
কাজেই ব্যক্তির যদি ঈমান না থাকে, তাহলে রাষ্ট্র তার কাছ থেকে কত আদায় করবে তা হিসেবে করে বের করতে পারবে না। অপরদিকে যৌথ বা সমবায় ব্যবসায়ের ক্ষেত্রে যেখানে বহু ব্যক্তির পুঁজি বিনিয়োগ করেছেন, তাদের ন্যায্যা লভ্যাংশ পাওয়া শুধু আইনের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সংশ্রিষ্ট সকল কর্মচারীকে ঈমানদার হওয়া।
এজন্যেই ইসলামের অর্থনীতিকে কোন সমাজে বাস্তবায়িত করতে হলে প্রথমে প্রয়োজন ঈমান তথা নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষের মন-মানসিকতাকে পরকালের জবাবদিহির ভিত্তিতে গড়ে তোলা। এরপর প্রয়োজন আয়-ব্যয় ও সঞ্চয়কে একটা আইনের আওতাবদ্ধ করা। ইসলাম তা-ই করেছে।
ইসলামী অর্থব্যবস্থঅর মূল ভিত্তি যে ঈমান সেই ঈমানকে যদি গাছের মূল শিকড়ের সঙ্গে তুলনা করা যায় তাহলে মুল শিকড়ের সঙ্গে সম্পর্কযুক্ত আরও ২টি শাখা শিকড়ের নাম করা যায়, যে দুটিকে আমরা বলতে পারি দয়া-মায়াও সহানুভুতি। এ দুটিও ঈমানের বিশেষ অঙ্গ। তাই বলা চলে ঈমান-দয়া-মায়া ও সহানুভুতিই হচ্ছে এ অর্থব্যবস্থার মূল ভিত্তি।
বর্তমান পৃথিবীর তিন ধরণের অর্থব্যবস্থার মূলনীতি ও নীতিগত পার্থক্যকে সামনে রেখে বিচার করলে অবশ্যই ইসলামী অর্থব্যবস্থার শ্রেষ্ঠত্ব প্রমান হবে। তাই তিনটি অর্থব্যবস্থারই অতি সংক্ষিপ্ত মূলনীতি ও নীতিগত রেফারেন্সের প্রয়োজন কেউ মনে করবেন না। কারণ যা সবারই জানা শুধুমাত্র-তাই এখানে তুলে ধরা হলো। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইসলামী অর্থনীতি দর্শন ও কর্মকৌশল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল আমীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক অর্থনীতি বিষয়ক |
বইয়ের সাইজঃ | 4.65MB |
প্রকাশ সালঃ | ২০০২ সাল |
বইয়ের লেখকঃ | শাহ আব্দুল হান্নান |
অনুবাদকঃ |