ইসলামের দৃষ্টিতে হতাশা প্রতিকারের উপায় pdf বই ডাউনলোড। ইতিপূর্বে প্রকাশিত কয়েকটা পোস্ট একসাথে করে একটু গুছিয়ে এই পোস্ট টা প্রস্তুত করেছি। অনেকেই আগে পড়েছেন, যারা পড়েননি তাদের জন্যে একসাথে করে দিলাম। এটি এখন বই আকারে প্রকাশিত হয়েছে। জীবনের নানা প্রাঙ্গনে আমরা হরহামেশাই নানা ধরণের হতাশায় ভুগে থাকি। এই হতাশার সৃষ্টি কিছু অজানা ভয় থেকে।
বর্তমান যুগের এমন একটা মানুষ খুজেঁ পাওয়া যাবে, না যিনি জীবনের কখনো না কখনো হতাশায় ভুগেননি। অন্যভাবে বলতে গেলে আমরা বিশেষ কিছু সময়ে ঈমান হারিয়ে ফেলি। কেননা কোন মুসলমানই হতাশায় ভুগতে পারেন না।
আরও দেখুনঃ গুনাহ মাফের উপায় pdf বই ডাউনলোড
হতাশ হওয়া একটা কুফরী। একথা কেন বললাম তা বুঝতে হলে নিচের আয়াতটা পড়ুন। সূরা ইউসুফের ৮৭ নং আয়াতে স্পষ্টভাবেই আল্লাপাক ঘোষণা করেছেন, অর্থাৎ এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। (সূরা- ইউসুফ আয়াত ৮৭)।
আমরা প্রায় সময়ই হতাশা গ্রস্থ হয়ে যাই এবং কি নিজের ভাগ্যের উপর দোষ দেই ।
আল-কোরআনের সূরা যুমার ৫৩ নং আয়াতে আল্লাহপাক আরো বলেন, অর্থাৎ বলুন হে আমার বান্দাগন যারা নিজেদের উপর যুলুম করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল , পরম দয়ালু। (সূরা যুমার, আয়াত ৫৩)।
আরও দেখুনঃ দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই ডাউনলোড
আল-কুরআনের সুরা আনকাবাতের বলা হয়েছে, যারা আল্লাহর আয়াত সমূহ ও তারঁ সাক্ষাত অস্বীকার করে, তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যেই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। উপরোক্ত আয়াত সমূহ দ্বারা এটা সুষ্পষ্ট হয়েছে যে, হতাশ বা নিরাশ হওয়া আল্লাহর প্রতি ঈমান-এর বিপরীত। অতীতের কি হয়েছিল, আর ভবিষ্যতে কি হবে, তার চিন্তা বাদ দিয়ে আজকের জন্যে বাচুঁন।
মানুষ বেশীরভাগ ক্ষেত্রে ভবিষ্যতের অনাকাঙ্খিত ঘটনার জন্যে উদ্বিগ্ন হয়ে থাকে। যদিও মানুষ ভবিষ্যতের যে খারাপ ঘটনার চিন্তা করে থাকে, বাস্তবে তার ৯০% ভাগই ঘটে না। কিংবা ভিন্ন কিছু ঘটে থাকে, যা আল্লাহপাক তার জন্যে নির্ধারিত করে রেখেছেন। মানুষের এই উদ্বিগ্নকে কাজে লাগিয়ে এক শ্রেনীর মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করছে আজকের পৃথিবীতে। সেই ব্যবসার নাম ইনস্যুরেন্স বা বীমা।
আরও দেখুনঃ মন খুশি করার উপায় pdf বই ডাউনলোড
নিচে ইসলামের দৃষ্টিতে হতাশা প্রতিকারের উপায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.71 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ