ইসলামে দারিদ্রতা pdf বই ডাউনলোড। দুনিয়া কি ? প্রিয় পাঠক! জেনে রেখ, ধর্মপথের মাঝে মাঝে
অবস্থিত কতিপয় পান্থশালার মধ্যে দুনিয়াও একটি পান্থশালা বা মুছাফিরখানা বিশেষ । কিংবা আল্লাহতা’আলার সান্নিধ্যে পৌঁছবার অভিলাষী পথিকদের একটা পথ। কিংবা তত্ত্বজ্ঞানরূপ মরু সাহারা অতিক্রমে আকাঙ্ক্ষী যাত্রীদের পথের সম্বল খরিদ করবার জন্য তারই পার্শ্বস্থ সুসজ্জিত একটা বাজার।
মানুষের মৃত্যুর পূর্ববর্তী নিকটস্থ অবস্থাটিকে দুনিয়া এবং মৃত্যুর পরবর্তী অবস্থাকে আখেরাত বা পরলোক বলে । পরলোকের পাথেয় সংগ্রহের জন্যই দুনিয়ার প্রয়োজন। কেননা সৃষ্টিকর্তা আল্লাহতা’আলা মানুষকে আদি সৃষ্টিকালে নিতান্ত অপূর্ণ অবস্থায় সৃষ্টি করেছেন। কিন্তু পূর্ণতা লাভ করতে পারে, এমন যোগ্যতা এদের আছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
বিশ্বপ্রভু আল্লাহতা’আলার রাজত্বের ছবি নিজেদের হৃদয়পটে এরা এমনভাবে অঙ্কিত করার যোগ্যতা রাখে যে, পরিণামে তারা সে মহান আল্লাহতা’আলার দরবারে পৌছবার উপযোগী হতে পারে এবং তাঁর দরবারে প্রবেশের পথ পেতে পারে। সেথায় পৌছে তারা তাঁর অনন্ত সৌন্দর্য দর্শনোপযোগী প্রিয় মহাপুরুষদের স্থান লাভ করতে পারে। এ অবস্থা প্রাপ্তিই তাদের সৌভাগ্যের চরম সীমা এবং এই তাদের জন্য বেহেশত। সৃষ্টিকর্তা আল্লাহতা’আলা মানুষকে এ অবস্থা প্রাপ্তির উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।
যে পর্যন্ত মানুষের চোখ না খুলবে, যে পর্যন্ত না তারা আল্লাহ্তা’আলার অনন্ত সৌন্দর্যের সন্ধান পাবে, সে পর্যন্ত তারা আল্লাহতা’আলার সৌন্দর্য সন্দর্শনে বঞ্চিত থাকবে। দর্শনেই পরিচয় লাভ হয়। আল্লাহতা’আলার বিচিত্র ক্রিয়াকলাপ সম্বন্ধে পরিচয় লাভ করতে” পারলেই তাঁর অপার মহিমা এবং অনন্ত সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। মানুষের ইন্দ্রিয় জ্ঞানই সে সমস্ত বিচিত্র ক্রিয়াকলাপ চিনবার প্রধান উপায়
। আবার পানি ও মৃত্তিকার সংমিশ্রণে গঠিত এ দেহ পিঞ্জর ব্যতীত ইন্দ্রিয়গুলোর অবস্থিতি অসম্ভব। এ কারণেই মানুষ পানি ও মৃত্তিকাময় এ জড়জগতে এসে পড়েছে। উদ্দেশ্য এখান থেকে তারা পরলোকের পাথেয় ইছলামে দারিদ্রতা সংগ্রহ করবে। আর আত্ম-পরিচয় ও বর্হিজগতের জ্ঞান-এ উভয়বিধ জ্ঞানের সাহায্যে তত্ত্বজ্ঞান বা আল্লাহতা’আলার পরিচয় লাভ করতে পারবে।
আত্মপরিচয় এবং আল্লাহতা’আলার পরিচয় মানুষ সাধারণতঃ দু’উপায়ে লাভ করতে পারে। এ ইন্দ্রিয়গুলো যতদিন মানুষের সাথে বিদ্যমান থেকে সংবাদ সংগ্রহের কার্য করতে থাকে, এরূপ বলা যায় যে, ততদিন মানুষ দুনিয়াতে আছে। অতঃপর মানবাত্মা ইন্দ্রিয়গুলোকে বিদায় দিয়ে নিজের স্বাভাবিক গুণ প্রাপ্ত হয়। তখন বলা যায় যে, মানুষের পরলোক প্রাপ্তি হল। উপরোক্ত এ কথাগুলোই ইহলোক ও পরলোকের সংক্ষিপ্ত তাৎপর্য।
নিচে ইসলামে দারিদ্রতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| প্রকাশকঃ | মুজাহিদ প্রকাশনী |
| বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 10.11 MB |
| প্রকাশ সাল | ২০০৭ সাল |
| বইয়ের লেখকঃ | ইমাম গাজ্জালী রহঃ |
| বইয়ের অনুবাদকঃ | প্রফেসর মোঃ আশরাফ উজ্জামান |






















