ঈমানের ৭৭ টি শাখা
ঈমানের ৭৭ টি শাখা pdf বই ডাউনলোড।ঈমানের শাখা-১. আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহ প্রতি ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন- আর মুমিনরা প্রত্যেকেই আল্লাহর প্রতি ঈমান রাখে। (সুরা আল-বাকারা:২৫৮)। আরও বলা হয়েছে- অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো। (সুরা আন নিসা:১৩৬)।
আবু হূরায়রা রাদিঃ থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যতক্ষণ পর্যন্ত মানুষ এ সাক্ষ্য না দেবে যে, আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই; ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আদিষ্ট হয়েছি। কাজেই যে ব্যক্তি স্বীকার করে নেবে যে।
আরও দেখুনঃ আল্লাহর নাম ও গুণাবলী pdf বই ডাউনলোড
আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই, সে আমার থেকে তার জীবনও সম্পদকে নিরাপদ করে নিল। তবে শরীআহসম্মত কোনো কারণ ঘটলে ভিন্ন কথা। আর তার (কৃতকর্মের ) হিসাব-নিকাশ আল্লাহর কাছেই রয়েছে। (সহীহ আল বুখারী-১৩৯৯ ও সহীহ মুসলিম-২০)।
ঈমানের শাখা-২. ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতাদেরপ্রতি ঈমান: দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তায়ালার অসংখ্য ফেরেশতা রয়েছেন। তিনি তাদেরকে নর (জ্যোতি) হতে সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে তারা আল্লাহর অনুগত। তারা কখনও আল্লাহ আদেশের অবাধ্য হন না, বরং যা আদিষ্ট হয় তা তাৎক্ষণিক পালন করেন।
আরও দেখুনঃ স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
তারা দিবা রাত্রি আল্লাহর তাসবীহ (পবিত্রতা) বর্ণনায় রত, কখনও ক্লান্ত হন না। তাদের সংখ্যা আল্লাহ তায়ালা ব্যতীত কেউ জানে না। আল্লাহ তাদেরকে বিভিন্ন প্রকার (কর্মের) দায়িত্ব দিয়ে অপর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন- সকলেই বিশ্বাস রাখেন আল্লাহ প্রতি, তারঁ ফেরেশতাদের প্রতি, তারঁ গ্রন্থসমূহের প্রতি এবং তারঁ রাসুলগণের প্রতি। (সুরা আল বাকারা-আয়াত: ২৮৫)।
জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম-এর প্রসিদ্ধ হাদীসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- ঈমান হল: আল্লাহর প্রতি এবং তারঁ ফেরেশতাদের, তারঁ কিতাবসমূহ, তার রাসূলগণ ও পুনরুত্থান দিবসের প্রতি ভাগ্যের ভাল-মন্দের প্রতি।
আরও দেখুনঃ সহীহ আকীদার দিশারী pdf বই ডাউনলোড
নিচে ঈমানের ৭৭ টি শাখা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 3.72 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ ইমাম বায়হাকী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ