উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমীয়দের ইতিহাস pdf বই ডাউনলোড। উত্তর আফ্রিকায় ও মিশরে ফাতিমীয়দের রাজ্য শাসনের ইতিহাস অত্যন্ত কৌতুহলোদ্দীপক। আব্বাসীয় খিলাফতের আঙ্গিনায় শিয়ামতবাদ পুষ্ঠ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা নিশ্চয় এক দৃষ্টি আকর্ষনীয় ব্যাপার।
প্রায় পৌনে তিন শ বছর পর্যন্ত নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্য, শিল্প সাহিত্য, স্থাপত্য, সংস্কৃতি ও ঐতিহ্যে ফাতিমীয়গন উত্তর আফ্রিকা, মিশর, সিরিয়া, এমন কিছু কিছু সময়ের জন্য মক্কা মদীনা পর্যন্ত খুতবা ও মুদ্রা নিয়ে গৌরবের পতাকা সমুন্নত রাখে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- বিবাহের গুরুত্ব ও পদ্ধতি pdf বই ডাউনলোড
- পানাহার পদ্ধতি pdf বই ডাউনলোড
- জ্বীন যাদুর চিকিৎসা pdf বই ডাউনলোড
- উত্তর আধুনিক মুসলিম মন pdf বই ডাউনলোড
তবে এই বিস্তৃত সময়ের ইতিহাস বিদেশী ভাষায় লেখা বইগুলি আমাদের দেশে অধিকাংশই তবে সহজলভ্য নয়। আরবী ও ইংরাজিতে লেখা যে বইগুলি পাওয়া যায় না তাও হালে ছাত্রদের পাঠ অভ্যাস বর্হিভূত । তাই মাতৃভাষা বাংলায় ইতিহাস চাই-দাবী। কিন্তু প্রয়োজনীয় উপকরণে যথাযথ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস লেখা খুবই শ্রম সাধ্য।
চাহিদা মুতাবিক প্রয়োজনীয় উপকরণে যথাযথ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস লেখা খুবই শ্রম সাধ্য। চাহিদা মুতাবিক প্রয়োজনীয় উপায় উপকরণ দুর্লভ। আমাদের দেশে যতদিন না পাশ্চাত্যের গ্রন্থাগারের ন্যায় দুস্প্রাপ্য গ্রন্থরত্ন ভান্ডার গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি হবে ততদিন জ্ঞানে দৈন্যতা রয়েই যাবে। তবু অনেক সাধের পিয়াস সীমিত সাধ্যে নিবারণের জন্য এ ক্ষুদ্র প্রয়াস।
ইতিহাস জানার কৌতুহল সৃষ্টি করে পাঠকের সামনে অতীতকে তুলে ধরার যে প্রচেষ্টা তার জন্য সংশ্লিষ্ট সকল মহলে সহযোগিতা সর্বদাই স্মরণীয়। স্বল্প পরিসরে কেবল রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা এ বইটিতে। কলেবর বৃদ্ধি পাবে অন্যান্য আলোচনায় এ ইচ্ছা রইল আগামীতে।
যে কোন ধরণের প্রমাদ পাঠকের দৃষ্টিতে এলে অবহিত করার অনুরোধ রইল। স্টুডেন্ট ওয়েজ বইটি মেহেরবানী করে প্রকাশ করায় তাকে সহ মুদ্রণ ও বাধাইয়ে যারা সহযোগী তাদেরকেও জানাই আন্তরিক কৃতজ্ঞতা । তবে বইখানি যাদের জন্য লেখা, তাদের চাহিদা পূরণ হলেই শ্রম স্বার্থক হবে। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডা্উনলোড করে নিতে পারেন।
নিচে উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমীয়দের ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ষ্টুডেন্ট ওয়েজ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.56 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |