একটি সুন্নাতকে বাঁচাবো বলে pdf বই ডাউনলোড। এক: আমরা পুরো মুসলিম উম্মাহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি । এমনটা যে হবে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার জীবদ্দশাতেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন । মুসলিম সমাজ আজ নানা দল-উপদলে বিভক্ত । বিভিন্ন বাদ -মতবাদ নিয়ে ব্যস্ত । প্রত্যেক দলই মনে করে যে ,তারাই একমাত্র দল,অন্যরা সবাই ভ্রান্ত !
দুই: এই যে সমস্যা ,তার সমাধানও নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দিয়ে গেছেন: ইরবাদ বিন সারিয়া বর্ণনা করেছেন : -নবিজী একদিন আমাদেরকে নসীহত করলেন । ফজরের পর ভাষণটা ছিল অত্যন্ত সারগর্ভ । উপস্থিত শ্রোতাদের দু’চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সবার হৃদয় ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছিল ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- একটি সুন্নাতকে বাচাঁবো বলে pdf বই ডাউনলোড
- সালাতের পর দোয়া পিডিএফ ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
- সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ pdf বই ডাউনলোড
- মা ও বাবা pdf বই ডাউনলোড
একজন তো বলেই বসলো: -এটাতো বিদায়ী ভাষণ! নবিজী আমাদের কী নির্দেশনা দিয়েছিলেন ? – আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বনের আদেশ দিচ্ছি । আামি তোমাদেরকে (নেতার আদেশ) শোনা ও মানার আদেশ দিচ্ছি । সে নেতা হাবশী গোলাম হলেও মানবে । কেননা তোমাদের মধ্যে যারা বেচে থাকবে ,তারা অনেক ঝগড়া বিরোধ দেখবে । -তোমরা নিত্য-নতুন (বিদয়াত ) বিষয়াবলি থেকে বেচে থাকবে । কেননা সেগুলো ভ্রান্ত। তোমরা যারা সে সময়টা পাবে , তারা যেন আমার সুন্নাহ আকড়ে ধরে । আমার হেদায়াতপ্রাপ্ত সুবুদ্ধিসম্পন্ন খলিফাদের পথআঁকড়ে ধরে । তোমরা তাদের পথ কে মযবুত ভাবে কামড়ে ধরে রাখবে ।
তিন: নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কথায় বোঝা গেলো , সুন্নাতের অনুসরণের মাঝেই আমদের মুক্তি নিহিত । চার: আমরা এই সিলসিলায় চেষ্টা করবো , ফিকহি ও মাযহাবি এখতেলাফ-মতভেদমুক্ত সুন্নাহ সমূহ হাজির করতে । যাতে সবাই মানতে পারে । অমল করতে পারে ।
পাচঁ :এই সফরে , আমদের শে’আর (স্লোগান ) হবে: -(ইন তুতীঊহু তাহতাদু ):যদি তার (নবিজির)অনুসরণ করো , হেদায়াত পেয়ে যাবে (সুরা নুর;আয়াত-৫৪)।
তাহলীলের সুন্নাহ:১
এক: তাহলীল মানে হলো , লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ।
দুই:আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) বর্ণনা করেন :-যে ব্যক্তি দিনে একশবার : ‘লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল-মুলকু ওয়া লাহুল হামদু , ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর’বলবে তার জন্য আছে:
ক: দশটা গোলাম আযাদ করার সওয়াব ।
খ:তার জন্যে একশটা নেকি লেখা হবে
গ: তার একশটা গুনাহহ মাফ হবে
ঘ: তার জন্য সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হবে ।
ঙ:সেদিন তার চেয়ে শ্রেষ্ঠ আমলদার আর কেউ থাকবে না । তবে অন্য কেউ যদি এই আমরটা একাধিকবার করে , তার কথা আলাদা ।(বুখারী ও মুসলিম)‘‘
নিচে একটি সুন্নাতকে বাঁচাবো বলে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতিক উল্লাহ |
অনুবাদকঃ |